Fed: $4.5 trillion এর ব্যালেন্স শিট কমানোর প্রস্তাব, ডলার নিম্নমুখী

0
78

Forex School- বুধবার রাতের FOMC minutes এর সভা অনুযায়ী, Federal Reserve এর কর্মকর্তারা এ বছরে Fed’s $4.5 trillion এর ব্যালেন্স শিট কমানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন এবং বেশীরভাগ সদস্যগণ পরবর্তী interest rates বাড়ানোর ক্ষেত্রে একমত পোষণ করেন।

Federal Reserve’s এর May মাসের সভা অনুযায়ী, U.S. central bank তাদের অর্থনৈতিক লক্ষ্য অপরিবর্তিত রেখেছে।

US Dollar Index Futures ৬ টি প্রধান কারেন্সি এর বিপরীতে প্রায় 0.2% নেমে 97.01 অবস্থান করে।

U.S. 10-Year Yield প্রায় 1% কমে 2.261 অবস্থান করে যেখানে Gold Futures কিছুটা বেড়ে গিয়ে দাড়ায় $1,254.45।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here