$500 নো ডিপোজিট বোনাস

4
7800
500 No Deposit Bonus
500 No Deposit Bonus

ফরেক্স ট্রেড শুরু করুন কোনও ইনভেস্টমেন্ট ছাড়াই।

500 No Deposit Bonus- Instaforex Broker এর পক্ষ থেকে ফরেক্স বাংলাদেশের সকল গ্রাহকগণ পাচ্ছেন 500 No Deposit Bonus। যে সব ট্রেডার ইন্সটাফরেক্সে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছে তারা “নো ডিপোজিট বোনাস” গ্রহণ করতে পারবে। এই বোনাস পেতে, আপনার কোন প্রাথমিক আমানতের প্রয়োজন নেই। নিবন্ধনের সময় একটা নিদিষ্ট পরিমাণ আমানত গ্রহণ করে, আপনি লেনদেন শুরু করতে পারেন। শুধুমাত্র নতুন গ্রাহকগণই এই বোনাস অর্থ পাবেন ট্রেড করার জন্য।

কিভাবে বোনাস এর জন্য আবেদন করবেন?

$500 নো ডিপোজিট করতে হলে আপনাকে অবশ্যই আমাদের থেকে একাউন্ট ওপেন করতে হবে। একাউন্ট ওপেন করার জন্য নিচের রেজিস্ট্রেশন করুন  বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনি আপনার পুরো নাম (NID/Passport অনুযায়ী), আপনার ট্রেডিং পাসওয়ার্ড এবং আপনার ইমেইল এড্রেস দিয়ে গেট বোনাসে ক্লিক করুন। আপনার ইমেইলে সম্পূর্ণ তথ্য চলে যাবে।

$500 ফরেক্স ফ্রি ডিপোজিট বোনাস

ফরেক্স বাংলাদেশের পক্ষ থেকে আপনি $500 পর্যন্ত ফ্রি ডিপোজিট পাচ্ছেন ট্রেড করার জন্য। এই বোনাসের প্রফিটের অর্থ উত্তোলন করতে পারবেন। বোনাস পেতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
500 No Deposit Bonus এর শর্তসমূহ

এই বোনাসের যেসব শর্ত রয়েছে সেটা আপনাদের সুবিধার জন্য নিচে পয়েন্ট আকারে দেয়া হল।

  • নতুন একাউন্ট ওপেন করার সময় ক্লায়েন্ট ফর্মে তাদের প্রদেয় তথ্য সঠিকভাবে দেয়ার জন্য বাধ্য থাকবে। বোনাস এমাউন্ট গ্রহন করার পর ক্লায়েন্ট কোনভাবেই তাদের নাম পরিবর্তন করতে পারবে না।
  • এই বোনাস cent accounts এর জন্য প্রযোজ্য নয়।
  • বোনাস ফান্ড কখনোই উত্তোলন করা যাবে না কিন্তু বোনাস ফান্ড এর থেকে পাওয়া প্রফিট উত্তোলন করা যাবে যদি প্রফিট উত্তোলনের সব শর্ত ঠিক থাকে।
  • এই বোনাসের 10% প্রফিট করার পর ব্রোকার সেই একাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখতে পারবে। তখন ক্লায়েন্ট বোনাসের 10% অর্থ ওই একাউন্টে জমা করতে বাধ্য থাকবে। 10% অর্থ জমা হয়ে গেলে তার একাউন্ট আবার পুনরায় সক্রিয় হয়ে যাবে। অর্থাৎ, $500 দিয়ে ট্রেড শুরু করে আপনি $50 প্রফিট করার পর আপনার একাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তারপর আপনাকে $50 নতুন করে ডিপোজিট করতে হবে। নতুন ডিপোজিটকৃত $50 একাউন্টে জমা হবার পর আপনার আগের প্রদেয় $500 কেটে নেয়া হবে। এবং আপনার নতুন ব্যালেন্স হবে $115। এই অর্থ দিয়ে আপনি ট্রেড শুরু করবেন। এখানে $115= আগের $500 এর 10% প্রফিট+নতুন ডিপোজিটকৃত $50+ নতুন ডিপোজিটকৃত $50 এর 30% বোনাস।
  • একাউন্টে ক্লায়েন্ট নতুন করে অর্থ জমাদান করার পর, তিনি চাইলে অতিরিক্ত আরও 30% অথবা 50% ডিপোজিট বোনাস গ্রহন করতে পারবেন।
  • প্রতি ডিপোজিটে 30% অথবা 50% বোনাস রেগুলার বোনাস এগ্রিমেন্ট এর আওতাধীন হবে যা Welcome Bonus নামে পরিচিত। বোনাস একাউন্ট থেকে যেকোনো ধরনের অর্থ উত্তোলন করলে, এই বোনাস এমাউন্ট কেটে নেয়া হবে।
  • 500 No Deposit Bonus এমাউন্ট কোনও ভাবেই PAMM accounts এ ইনভেস্ত করা যাবে না তবে এই অর্থ ForexCopy system এর জন্য প্রযোজ্য হবে।
  • এই বোনাস এমাউন্টের প্রফিট একটি নির্দিষ্ট এমাউন্টের BUY অথবা SELL ট্রেড সম্পূর্ণ করার পর উত্তোলন করা যাবে। আপনি যদি টোটাল ১৫০ লট ট্রেড করতে পারেন তাহলে আপনি অতিরিক্ত এই বোনাসের সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন। এই বোনাসের এমাউন্ট ভাগ ভাগ করে উত্তোলন করা যাবে না। বোনাস থেকে প্রফিত কৃত অর্থ উত্তোলন করার জন্য ট্রেডার তার ক্লায়েন্ট কেবিনেট থেকে অনুরধ পাঠাবে অথবা, bonuses@instaforex.com/ [email protected] এই ইমেইলের ঠিকানায় ইমেইল করবে। তারপর একজন ম্যানেজার ট্রেডারের এই রিকোয়েস্ট এপ্রুভ করার জন্য কাজ করবেন।
  • কোম্পানি যেকোনো সময় এই বোনাসের এগ্রিমেন্ট পরিবর্তন করার ক্ষমতা রাখবে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলUSDX Technical analysis for July 24, 2017
পরবর্তী আর্টিকেলSuperForex Broker পরিচিতি
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

4 কমেন্ট

  1. ্বাআমি ফরেক্স ট্রেডিং এ ডেমো একাউন্ট আছে, এটা আমার ভাল লেগেছে কিন্তু আমি নিচের সমস্যাগুলোর জন্য অনেকটা পিছিয়ে আছি…
    বাংলাদেশে ফরেক্স এর কোন বৈধতা আছে কিনা?
    যদি না থাকে তাহলে আমরা কিভাবে করব?
    থাকলে আমরা লেনদেনের ক্ষেত্রে স্ক্রিল/নেটেলার থেকে ব্যাংকের কোন শাখায় লেন দেন করতে পারব?
    দয়া করে আমার [email protected] ঠিকানায় রিপ্লা্্ি িখুব দরকার।
    আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here