সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজ এর তালিকাঃ ০৩- ০৭ আগস্ট

0
129
Forex Weekly News From 03 - 07 August, 2020

FXBangladesh.com – এই সপ্তাহের বেশকিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যার প্রভাব ফরেক্স ট্রেডের বিভিন্ন কারেন্সি পেয়ারে উপর বিদ্যমান থাকবে। আমাদের পরামর্শ অনুযায়ী, নতুন করে গৃহীত যেকোনো এন্ট্রি গ্রহন কিংবা বিদ্যমান কোনও এন্ট্রি ধরে রাখার জন্য নিম্নোক্ত নিউজগুলোর উপর সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে। বিদ্যমান এই নিউজগুলোর কারনে কারেন্সি পেয়ার এর অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। আপনাদের সুবিধার জন্য নিম্নে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর তালিকা প্রকাশ করা হল। এখানে বলে রাখা ভাল, বিদ্যমান এই নিউজ এর সময়গুলোকে বাংলাদেশ এর সময় অনুযায়ী সমন্বয় করা হয়েছে।

Forex Weekly News From 03 - 07 August, 2020

বি:দ্র: এই তালিকায় বিদ্যমান নিউজগুলো শুধুমাত্র গুরুত্তের দিক থেকে উপস্থাপিত হয়েছে। এই তালিকার বাইরেও আরও বেশকিছু নিউজ এর প্রকাশনা রয়েছে। সবগুলো নিউজ একই সাথে দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিউজ ক্যালেন্ডার দেখে নিন।

এই সপ্তাহকে বলতে পারি, এক কথায় নিউজ এর সপ্তাহ। কেননা, সবচেয়ে বেশী এবং গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনা রয়েছে এই সপ্তাহে যার কারনে ফরেক্স মার্কেটের বিভিন্ন কারন্সি পেয়ার সমুহের মুভমেন্ট থাকতে পারে অস্বাভাবিক।

এই সপ্তাহের বিদ্যমান নিউজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের ইন্টারেস্ট রেট এর ফল প্রকাশ। যার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এবং ব্যাংক অব ইংল্যান্ড পরবর্তী সময়ের জন্য তাদের বিদ্যমান মুদ্রা নীতিমালা ঘোষণা করবেন। আসছে মঙ্গলবার সকাল ১০ঃ৩০ (অর্থাৎ ৪ তারিখ) অস্ত্রেলিয়ার ইন্টারেস্ট রেট এবং বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ (অর্থাৎ, ৬ আগস্ট) যুক্তরাজ্যের ইন্টারেস্ট রেট এর ফল প্রকাশ করা হবে। যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই। যার কারনে, সকল AUD এবং GBP কারেন্সি পেয়ারে অস্বাভাবিক মুভমেন্ট হতে পারে।

এছাড়াও শুক্রবার সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ Nonfarm Payrolls এর নিউজ প্রকাশ্না হবে। যার কারনে GOLD সহ সকল USD কারেন্সি পেয়ারে অস্বাভাবিক মুভমেন্ট থাকবে বলে প্রত্যাশা করছি।

বিদ্যমান এই নিউজগুলোর প্রত্যক্ষ প্রভাব আমরা দেখতে পাবো এই নিউজগুলোর কারনে। সুতরাং, ট্রেড করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরধ থাকবে আপনাদের জন্য।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here