GBPUSD সাপ্তাহিক এনালাইসিস, ০৩-০৭ আগস্ট, ২০২০

0
157

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার GBP/USD এর কিছুটা নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়। প্রাইস এর এই নিম্নমুখী আচরন এর মুল কারন ছিল এই বছরের শুরুতে সংগঠিত হওয়া ব্রেক্সিট চুক্তির বাস্তবায়ন। বিগত জানুয়ারি মাসে, ব্রিটেন সম্পূর্ণরূপে ব্রেক্সিট চুক্তির বাস্তবায়ন সম্পন্ন করে যার মাধ্যমে ইতি টানে বিগত ৪ যুগের সম্পর্কের।

এই বছরের জানুয়ারি মাসে, কারেন্সি পেয়ারটির সর্বাধিক প্রাইস লেভেল ছিল, 1.3276 এবং এর পর থেকে এখন পর্যন্ত কারেন্সি পেয়ারটির নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। যার মধ্যে বিগত মাস অর্থাৎ মার্চ এর শুরুতে থেকে মধ্য মার্চ পর্যন্ত একসাথে প্রায় সবচেয়ে বড় আকারের দরপতন এর শিকার হয় যা বিগত ১৮ বছরের মধ্যে কারেন্সি পেয়ারটির একসাথে সবচেয়ে বড় আকারের দরপতন। চলুন একটি চার্টে থেকে ঘুরে আসি –

GBPUSD Technical Analysis For 03 August, 2020 - Price has started retrace from Ascending Channel Range

উপরের Daily টাইমফ্রেম এর চার্টে আমরা একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যেই অবস্থান করছে। চ্যানেল এর সুত্র অনুসারে প্রাইস যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জ এর মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত বাউন্স এন্ট্রি কৌশল অনুসারে উপরের লেভেল (রেসিস্টেন্স) এর কাছাকাছি আসলে SELL এবং নিচের লেভেল (সাপোর্ট) এর কাছাকাছি প্রাইস অবস্থান করলে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে।

বিগত সপ্তাহের শুক্রবার প্রাইস চ্যানেল এর উপরের রেসিস্টেন্স লেভেল স্পর্শ করে ইতিমধ্যেই বাউন্স করে কিছুটা নিচে নেমে এসে সপ্তাহ ট্রেডিং কার্যাদি শেষ করেছে। এটি একটি ডাউনট্রেন্ড সিগন্যাল আমাদের প্রদান করে। সুতরাং, নতুন করে সেল এন্ট্রির পরামর্শ থাকছে।

যদি প্রাইস কোনওভাবে চার্টের বিদ্যমান রেঞ্জ উপরের দিকে ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে হবে প্রাইস চ্যানেল এর রেঞ্জ সফলভাবে ব্রেকাউট করতে সক্ষম হয়েছে যা নতুন করে আপ্ট্রেন্ড এর সংকেতও প্রদান করবে। অনুগ্রহ করে নিচের চার্টটি ভালো করে লক্ষ্য করুন।

GBPUSD Weekly Technical Analysis For 03-07 August, 2020 - Price has started retrace from Long Term Trendline

উপরের Weekly টাইমফ্রেম এর চার্টে আমরা একটি লংটার্ম শক্তিশালী নিম্নমুখী ট্রেন্ডলাইন এর নিচেই অবস্থান করছে। বড় টাইমফ্রেমে প্রাইস এখন পর্যন্ত ডাউনট্রেন্ডেই অবস্থান করছে। প্রাইস বিগত সপ্তাহের শুক্রবার এই ট্রেন্ডলাইন লেভেল স্পর্শ করলেও সেটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়নি। অর্থাৎ, প্রাইস যতক্ষণ পর্যন্ত এই লেভেল এর নিচে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য ডাউনট্রেন্ডেই বিদ্যমান থাকবে।

উপরের দুইটি টাইমফ্রেম এর চার্ট বিশ্লেষণ করে আমরা একটি শক্তিশালী রেসিস্টেন্স লেভেলও দেখতে পাচ্ছি। ডেইলি টাইম্ফ্রেমের চার্টে চ্যানেল এর উপরের লেভেল (রেসিস্টেন্স) লেভেল হচ্ছে 1.3170-3200 এবং অন্যদিকে সাপ্তাহিক চার্টে বিদ্যমান ট্রেন্ডলাইন (রেসিস্টেন্স) লেভেল হচ্ছে 1.3170-3200 অর্থাৎ দুইটি ক্ষেত্রেই রেসসিটেন্স লেভেল একই। প্রাইস যতক্ষণ পর্যন্ত এই লেভেল এর নিচে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে পারি, প্রাইস ডাউন্ট্রেন্ডেই থাকবে।

ট্রেডিং পরামর্শ –

  • Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এই মুহূর্তে কোনও BUY/ এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। যদি প্রাইস কোনওভাবে 1.3200 এর উপরে অবস্থান করতে সক্ষম হয় তাহলে নতুন করে বাই এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
  • নতুন BUY এন্ট্রির জন্য প্রাইস এর 1.3200 এর উপরে অবস্থান করা বাধ্যতামূলক
  • নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই স্টপলস ব্যবহার করতে হবে। প্রাইস যদি কোনভাবে 1.3200 এর উপরে ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে পারি প্রাইস আপট্রেন্ডে যেতে পারে।

Covid19 সতর্কতা 

ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here