প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
Ask Price – ট্রেড করার জন্য যখন কোনও ট্রেডার কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট BUY করা চিন্তা করেন তখন সেই প্রাইসকে বলা হয় আস্ক প্রাইস। এই ask প্রাইস আবার offer প্রাইস নামেও পরচিত। ট্রেড করার জন্য যখন আপনি কোনও কারেন্সি পেয়ার কিংবা কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট কেনা বেচা করবেন সাধারণত দুই ধরনের প্রাইস দেখতে পাবেন। এর মধ্যে একটি প্রাইস হচ্ছে এই Ask Price ।
আপনি যখন কোনও কিছু ট্রড করার জন্য BUY করতে যাবেন তখন এই প্রাইসটি দেখতে পাবেন যা মুলত মার্কেট প্রাইস এর তুলনায় বেশী থাকে। এক কথায় বলা যায়, এটি হচ্ছে Bid প্রাইস এর ঠিক বিপরীত।
ফরেক্স ট্রেডিং এর ভাষায় এই Ask Price এর মাধ্যমে আপনি কিংবা ট্রেডার কোনও বেইজ কারেন্সি পেয়ার বাই করবেন।
অন্যদিকে, bid প্রাইস এর পরিমাণ, ask প্রাইসের তুলনায় কম থাকে। এবং এই দুই প্রাইসের মধ্যবর্তী গ্যাপ কিংবা পার্থক্য হচ্ছে স্প্রেড।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 707