প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
Bank Levy একটি টার্ম যার অর্থ হচ্ছে আপনার ব্যাংক একাউন্ট যখন ফ্রিজ করে ফেলা হয় এবং সেখান থেকে সকল পরিমাণ অর্থ আপনি চাইলেও আর ব্যবহার করা সম্ভব হবে না। আমরা বিভিন্ন সময় প্রায়ই শুনে থাকি কেন্দ্রীয় ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ করেছে।
অনেকটাই একই রকমের তবে কিছু পার্থক্য আছে।এটি মুলত হয়ে থাকে, যদি গ্রাহক যদি আরোপিত কর কিংবা ট্যাক্স সঠিক সময়ে পরিশধ না করে থাকে কিংবা যদি বড় কোনও ঋণ থাকে তাহলে।
মুলত সরকারী প্রতিষ্ঠানসমুহ এই Bank Levy এর মাধ্যমে অপরিশোধিত ট্যাক্স কিংবা ঋণ সমুহ পুনরুদ্ধার করে থাকে। এরাই মুলত আপনার সকল ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দিবে এবং আপনার কাছ থেকে ঋণ এবং ট্যাক্স হিসাবে যেই পরিমাণ অর্থ পাওনা রয়েছে সেটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেটে নেয়া হবে।
যদি দেখেন আপনি Bank Levy এর ঝামেলার মধ্যে পড়ে গেছেন তাহলে যতক্ষণ পর্যন্ত বিষয়গুলোর নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ কিংবা ততদিন পর্যন্ত কোনও ব্যাংকিং এর লেনদেন করা সম্ভব নয়।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 66