Evening Star প্যাটার্ন
এটি একটি বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি ৩টি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হয়। যেটিতে একটি বড় আকারের বুল্লিশ ক্যান্ডেল, একটি ছোট বডির ক্যান্ডেল এবং একটি বেয়ারিশ ক্যান্ডেল থাকে। এটি মুলত আপ্ট্রেন্ডে এর পর গঠিত হয় এবং বোঝায়, প্রাইস এর বর্তমান ট্রেন্ড ক্রমশ দুর্বল হচ্ছে এবং সেটি যেকোনো সময় ডাউনট্রেন্ডে পরিবর্তিত হতে পারে।
Morning Star ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বুল্লিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে যেটি ডাউনট্রন্ড এর পর গঠিত হয়ে থাকে। সুতরাং, অনেকেই আছেন যারা এই দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুল গুলিয়ে ফেলেন। এখন চলুন পুনরায় Evening Star এর বিস্তারিত জেনে নেই। নিচের চিত্রটির মাধ্যমে ইভেনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি উপস্থাপন করেছি।
গঠন
চার্টে এই প্যাটার্নটি খুঁজে নেয়ার জন্য প্রথমে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিতে হবে। চলুন এবার সেগুলো জেনে নেয়া যাক।
- এটি ৩টি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
- প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল যেটির বডির আকার হবে বড়।
- ২য় ক্যান্ডেলটি হবে একটি Star ক্যান্ডেল। স্টার ক্যান্ডেল হচ্ছে, যেই ক্যান্ডেল এর বডির আকার হয় ছোট।
- ২য় ক্যান্ডেলটির অবস্থান হবে প্রথমে ক্যান্ডেলটির উপরের দাগ কিংবা Shadow এর উপরে।
- বুল্লিশ ক্যান্ডেল অর্থাৎ ১ম ক্যান্ডেলটির পর স্টার ক্যান্ডেল গঠিত হবার অর্থ হচ্ছে, মার্কেটে অবস্থিত Buyer প্রাইসকে আর উপরে নিতে সক্ষম হচ্ছে না যার কারনে ২য় ক্যান্ডেলটির আকারা হয় ছোট।
- ৩য় ক্যান্ডেলটি হবে একটি বড় আকারেরে বেয়ারিশ ক্যান্ডেল, যেটি ক্লোজ হবে ১ম ক্যান্ডেল অর্থাৎ, বুল্লিশ ক্যান্ডেল এর মাঝখানে এসে।
অর্থ
Evening Star ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত বেয়ারিশ রিভার্সাল এর নির্দেশ করে যেটি মুলত মার্কেট প্রাইস যখন আপট্রেন্ডে থাকে তখন গঠিত হবে এবং এটি সম্ভাব্য ডাউনট্রেন্ড এর নির্দেশ করে থাকে। তবে সিগন্যাল হিসাবে নিশ্চিত হবার জন্য প্যাটার্নটির ৩য় ক্যান্ডেলটি গঠন হওয়ার পর, অবশ্যই আরও একটি বেয়ারিশ ক্যান্ডেল এর প্রয়োজন হবে।
অর্থাৎ, প্রাইসকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ৩য় ক্যান্ডেল এর নিচে অবস্থান করতে হবে তাহলে আমরা সম্ভাব্য ডাউনট্রেন্ড এর সিগন্যাল পেতে পারি।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।