FBS Verification প্রক্রিয়াটি মুলত তিনভাবে বিভক্ত। এখানে আপনার তিন ধরনের পার্টে ভেরিফিকেশন করে নিতে হবে। আজকের আর্টিকেলে ভেরিফিকেশন এর বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করবো। তাহলে চলুন শুরু করা যাক।
রেজিস্ট্রেশন
একাউন্ট ভেরিফিকেশন এর পূর্বে অবশ্যই আপনাকে প্রথমে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যদি এখনও কোনও নতুন একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.fbs.com দেখুন কিংবা নতুন একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে FBS Registration আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিতে পারেন।
এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে।
একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিন। লগইন করার পর, আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে উপরে “Verification Progress” নামে একটি অপশন দেখতে পাবেন। যার নিচে তিনটি তথ্য দেখতে পাবেন।
- ইমেইল ভেরিফিকেশন
- ফোন নাম্বার ভেরিফিকেশন
- আইডি ভেরিফিকেশন
আপনি যখনই নতুন একাউন্ট রেজিস্টার করবেন তখনই আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন ইমেইল পাঠিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে ইমেইল চেক করে সেই ইমেইলের মধ্যে থাকা লিংকটি ক্লিক করে নিন। তাহলেই আপনার ইমেইল আইডি ভেরিফাই হয়ে যাবে।
ফোন ভেরিফিকেশন
এর জন্য প্রথমে ব্রোকারের ক্যাবিনেটে লগইন করে নিন। তারপর আপনার ড্যাশবোর্ড থেকে “Verification Progress” এর নিচের “Confirm Phone” অপশনটি ক্লিক করুন।
তাহলে নতুন একটি পেইজ আসবে সেখানে আপনার ফোন নাম্বার লিখুন এবং নিচের “Send SMS Code” বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার প্রদানকৃত ফোন নাম্বারে একটি মেসেজের মাধ্যমে কোড পেয়ে যাবেন।
অনুগ্রহ করে সেটি চেক করে মেসেজ এর মাধ্যমে প্রদানকৃত কোডটি দেখে নিন এবং উপরের ছবির ন্যায় বক্সে, ভেরিফিকেশন কোডটি লিখে নিচের “Confirm” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার ট্রেডিং একাউন্ট এর সাথে ফোন নাম্বার সফলভাবে ভেরিফাই হয়ে যাবে। আশা করছি প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন।
আইডি ভেরিফিকেশন
FBS Verification এর এই ধাপে আপনার আইডি ভেরিফাই করে নিতে হবে। এর জন্য উপরের প্রক্রিয়া অনুসারে ক্যাবিনেটে লগইন করে নিন এবং আপনার ড্যাশবোর্ড থেকে ডান পাশে “Verification progress” অপশন এর নিচে “Verify Identity” বাটনে ক্লিক করেনিন।
ক্লিক করার পর, আপনার সামনে একটি পেইজ আসবে সেখানে আপনার ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্ট এর নাম্বার প্রদান করতে হবে। এবং সেই সাথে আপনার জন্ম তারিখ নির্ধারণ করে নিতে হবে।
পেইজের প্রথম বক্সে আপনার আইডি কার্ড এর সঠিক নাম্বার, দ্বিতীয় বক্সে আপনার জন্মতারিখ এবং নিচের অংশে আপনার আইডি কার্ড এর সামনের ছবি এবং পেছিনের ছবির রঙিন কপি যুক্ত করে নিতে হবে। এবং তারপর নিচের “Send Request” বাটনে ক্লিক করে নিতে হবে।
মনে রাখবেন, এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় না। অর্থাৎ, এটি সাবমিট করার পর সেটি পেন্ডিং অবস্থায় থাকবে এপ্রুভাল এর জন্য। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই আপনার একাউন্ট সফলভাবে ভেরিফাই হয়ে যাবে। এবং আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
নোটিশ
FBS Verification এর জন্য নিচের বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। নিচের শর্তগুলো যদি সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে একাউন্ট ভেরিফাই প্রক্রিয়া সফল হবেনা।
- ফোন নাম্বার অবশ্যই পূর্বে ব্যবহৃত হওয়া যাবেনা। অর্থাৎ, ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি যেই নাম্বার সেট করবেন সেটি সম্পূর্ণরূপে নতুন হতে হবে। যদি এটি পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে সেতি যুক্ত করা যাবেনা।
- আইডি ভেরিফাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট ব্যবহার করবেন সেটিতে আপনার সম্পূর্ণ নাম থাকতে হবে এবং ছবি অবশ্যই রঙিন এবং স্পষ্ট হতে হবে।
- যদি পাসপোর্ট সাবমিট করেন তাহলে অবশ্যই দেখে নিতে হবে সেটির মেয়াদ রয়েছে কিনা। যদি মেয়াদ না থাকে তাহলে সেটি গ্রহনযোগ্য হবেনা।
- আইডি কার্ড সাবমিট করলে অবশ্যই উপরের এবং পিছনের অংশের রঙিন ছবি আপলোড করে নিতে হবে।
- ডকুমেন্ট এর ছবির মান অবশ্যই স্পষ্ট হতে হবে। এবং সেখানে আপনার সম্পূর্ণ নাম, জন্ম তারিখ এর উল্লেখ হতে হবে। যদি ঝাপসা ছবি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবেনা।
FBS Verification এর তথ্যগুল সাবমিট করার পর, কিছুটা সময় অপক্ষা করতে হবে। আপডেট আপনাকে ইমেইল আর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আশা করি সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনও প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।