FBS ECN Account – ট্রেডারদের জন্য ব্রোকার বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে। এর আগেও আমরা কিছু ট্রেডিং একাউন্ট সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আজকের আর্টিকেলে এর ব্রোকারের জনপ্রিয় একটি ট্রেডিং একাউন্ট নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি।
পরিচিতি
অনেকেই আছেন যারা ভালো ব্রোকারে ট্রেড করতে চান, যেমন ধরুন অনেকদিন ধরে ট্রেড করছেন এবং প্রফেশনাল হিসাবে রিয়েল ট্রেডিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই মুলত FBS ECN Account কেননা এই ট্রেডিং একাউন্ট এর মুল সুবিধা হচ্ছে এর স্প্রেড এর পরিমাণ থাকে অনেক কম। সেটি শুরু হয় “-1 pips” থেকে।
যারা মুলত স্কাল্পিং ট্রেডিং করেন অর্থাৎ, কম সময়ে বেশী পরিমাণ ট্রেড করতে আগ্রহী তাদের জন্যই এই ট্রেডিং একাউন্ট। সর্বনিম্ন স্প্রেড এর কারনে, এন্ট্রিটি প্রফিটে যেতে খুব বেশী পরিমাণ সময়ও লাগবেনা। সেই সাথে আপনি সর্বাধিক 1:00 লিভারেজ এর মাধ্যমে রিয়েল ট্রেড করতে পারবেন। এছাড়াও সর্বনিম্ন 0.01 লট থেকে সর্বাধিক 500 লট পর্যন্ত এন্ট্রি গ্রহন করার সুবিধা পাবেন এবং সেই সাথে ২০০ লট পর্যন্ত ট্রেড ওপেন রাখার সুবিধা পাবেন।
রেজিস্ট্রেশন
একাউন্ট রেজিস্টার করার জন্য ব্রোকারের ওয়েবসাইটে দেখুন – www.fbs.com । কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত জানার জন্য চাইলে FBS Signup আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এই আর্টিকেলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
রেজিস্ট্রেশন করার পর, অনুগ্রহ করে ব্রোকারের ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করেনিন। লগইন করার পর, আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে।
উপরের ছবির ন্যায় “Open New Account” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে ব্রোকারের বেশ কিছু ধরনের ট্রেডিং একাউন্ট এর নাম পাবেন। সেখান থেকে “ECN” এর নিচে “Open Account” বাটনে ক্লিক করুন।
তারপর, আপনার সামনে নতুন আরও একটি পেইজ আসবে যেখানে ট্রেডিং একাউন্ট এর লিভারেজ, টার্মিনাল সেট করে নিতে হবে।
এগুলো নিজ পছন্দ অনুসারে সেট করে নেয়ার পর, অনুগ্রহ করে নিচের “Open Account” বাটনে ক্লিক করুন। আপনার FBS ECN Account ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে তৈরি এখন আপনি চাইলে ডিপোজিট করে নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারনে।
নতুন একাউন্ট এর বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। কিভাবে ফান্ড ডিপোজিট করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য FBS Deposit আর্টিকেলটি ভালো করে পড়ে নিতে পারেন।
বৈশিষ্ট্য
অন্যান্য ট্রেডিং একাউন্ট এর মতন FBS ECN Account এরও কিছু সুবিধা রয়েছে। যারা কারনে এই ধরনের ট্রেডিং একাউন্ট এর জনপ্রিয়তাও অনেকবেশী। মুলত যেসকল ট্রেডার প্রফেশনাল হিসাবে ট্রেডিং চালিয়ে যেতে আগ্রহী এবং কম স্প্রেড এর সুবিধা নিতে চান তাদের জন্য এই ট্রেডিং একাউন্ট খুবই কার্যকরী।
- সর্বনিম্ন ১০০০ ডলার ডিপোজিট এর মাধ্যমে ট্রেড শুরু করার সুবিধা।
- অন্যান্য ট্রেডিং একাউন্ট এর ন্যায়, এই ধরনের ট্রেডিং একাউন্টেও সর্বনিম্ন 0.01 লট থেকে শুরু করে আপনার সুবিধামতন যেকোনো লট এর এন্ট্রি গ্রহন করতে পারবেন। তবে সর্বাধিক ৫০০ লট পরিমাণ এন্ট্রি গ্রহন করার সুবিধা পাবেন।
- ট্রেডিং এর জন্য স্প্রেড এর পরিমাণ হচ্ছে “-1” অর্থাৎ, স্প্রেড এর পরিমাণ হবে সবথেকে কম।
- প্রতি লট হিসাবে 6$ কমিশন চার্জ করা হবে।
- সোয়াপ ফ্রি এবং ইসলামিক একাউন্ট এর সুবিধা পাওয়া যাবে।
- ট্রেডিং একাউন্ট এর এর জন্য অতিরিক্ত কোনও শর্ত নেই। ব্রোকারের অন্যান্য ট্রেডিং একাউণ্ট এর ন্যায় ট্রেড করার সুবিধা পাবেন।
- ট্রেডিং একাউন্ট এর স্প্রেড থাকবে না।
- সর্বাধিক 1:500 রেশিও লিভারেজ এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা পাবেন।
পার্থক্য
অন্যান্য ট্রেডিং একাউন্ট এর সাথে এই ট্রেডিং একাউন্ট এর একটু পার্থক্য রয়েছে। এটি মুলত হচ্ছে স্প্রেড এর কারনে। যেহেতু, এই ট্রেডিং একাউন্ট এর স্প্রেড শুরু হবে “-1” থেকে এবং সেটি মার্কেট প্রাইস এর সাথে পরিবর্তিত হতে পারে। তবে নিশ্চিত থাকতে পারেন সর্বনিম্ন স্প্রেডে ট্রেড শুরু করতে পারবেন।