ICMarkets Verification – আমরা ইতিমধ্যেই জনপ্রিয় ব্রোকার ICmarkets সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। যাতে করে, যারা এই ব্রোকারে ট্রেড শুরু করতে আগ্রহী তারা খুব সহজেই এই ব্রোকার সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে পারেন।
যদি আই সি মার্কেট ব্রোকার সম্পর্কে আপনি বিস্তারিত সকল তথ্য জানতে চান তাহলে আমাদের ব্রোকার অংশে দেখুন। একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সবসময়ই সহজ কিন্তু তারপরও অনেকেই প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন না কিংবা কিছু ছোট ভুল করে বসেন যার ফলে একাউন্ট ভেরিফাই প্রক্রিয়াতে পড়তে হয় জটিলতায়।
তাই আজকের আর্টিকেলে আমরা ICMarkets Verification এর সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে আজকে আলচোনা করবো। তাহলে চলুন, শুরু করা যাক –
ICMarkets Verification এর পূর্বে –
আই সি মার্কেট, ফাইল সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে। এছাড়াও, আপনি কোনও ধরনের ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করতে পারবেন না।
একাউন্ট ভেরিফিকেশন এর পূর্বে, আপনাকে ICMarkets ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যদি আপনি এখন পর্যন্ত কোনও ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকার এর অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com দেখুন।
একাউন্ট সফলভাবে রেজিস্টার করা হয়ে গেলে, এবার আপনার নির্ধারিত ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ব্রোকারের ক্যাবিনেটে লগইন করে নিন। ICMarkets Verification প্রক্রিয়ার জন্য আপনার নিম্নলিখিত তথ্যসমূহের প্রয়োজন হবে। অনুগ্রহ করে উল্লেখিত ডকুমেন্টসগুলো আপনার সাথে রাখুন।
- NID কিংবা passport কিংবা Driving license এবং
- Bank Statement এর একটি কপি।
এই তথ্যগুলো আপনার কাছে রাখুন এবং নিচের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কার্যাদি সম্পাদন করুন। তাহলেই আপনি সম্পূর্ণভাবে ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন।
ICMarkets Verification: সম্পূর্ণ প্রক্রিয়া
ব্রোকারের ক্যাবিনেটে লগইন করার পর, সেখান থেকে Profile ট্যাব এর নিচে Upload Documents নামক বাটনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে একাউন্ট ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সাবমিট করতে হবে। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন –
চিত্রের ন্যায় বাম দিকের অংশে Browse বাটনে মাউস ক্লিক করে আপনার পরিচয় ভেরিফাই করার জন্য NID কিংবা passport কিংবা Driving license এর প্রথম অংশের রঙিন ছবি সিলেক্ট করুন এবং ডান পাশের অংশে আপনার নামে রয়েছে এই রকম একটি ব্যাংক স্টেটমেন্ট এর রঙিন ছবি সিলেক্ট করুন।
দুইটি নির্বাচন করা হয়ে গেলে একদম নিচের দিকে দেখুন UPLOAD নামক একটি বাটন রয়েছে সেটিকে ক্লিক করুন এবং কিছুটা সময় অপেক্ষা করুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। তথ্যগুলো সঠিকভাবে সাবমিট হয়ে গেলে নিচের অংশে ফাইল আপলোডকৃত তথ্য দেখতে পাবেন। অনেকটা নিচের ছবির ন্যায় –
উপরক্ত ছবিতে আপনি Approved দেখতে পাচ্ছেন যার অর্থ হচ্ছে, আপনার আপলোডকৃত ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেয়া হয়েছে। তবে আপনি ফাইল আপলোড করার পর, এখানে Pending শব্দটি দেখতে পাবেন। যার অর্থ হচ্ছে, আপনার সাবমিটকৃত ডকুমেন্টসগুলো রিভিউ করা হচ্ছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে সেটির স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Approved হয়ে যাবে।
আশা করি এই ICMarkets Verification এর সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। ফাইল এপ্রুভ করে হয়ে গেলে, আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে নিশ্চিত করা হবে।
শর্তসমূহ
একাউন্ট ভেরিফাই করার জন্য তথ্যাদি সাবমিট করার জন্য নিমক্ত বিষয়গুলো অবশ্যই বিশেষভাবে লক্ষ্য করবেন।
- আপলোডকৃত ছবি রঙিন এবং স্পষ্ট হতে হবে। যাতে করে, ছবির ৪টি কোণা স্পষ্ট করে বোঝা যায়;
- স্ক্যান করা কোনও ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না। এর জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে, ফোন এর ক্যামেরা ব্যবহার করার মাধ্যমে ভালো করে একটি স্পষ্ট ছবি তুলে নেয়া;
- ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যে আপনার নাম, ঠিকানা এবং পোস্টাল কোড স্পষ্টভাবে উপস্থাপিত থাকতে হবে যাতে করে আপনার ঠিকানা সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বোঝা যায়;
- ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যে, ইস্যুকারী ব্যাংক এবং ব্যাক্তির সিল এবং স্বাক্ষর থাকতে হবে;
- ব্যাংক স্টেটমেন্ট এর মেয়াদ অবশ্যই ৯০ দিনের মধ্যে থাকতে হবে;
- কোনও ধরনের e-Statement ভেরিফিকেশনের জন্য গ্রহণযোগ্য হবে না
আশা করি আপনি ICMarkets Verification এর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি তারপরও ভেরিফিকেশন সংক্রান্ত কোনও জটিলতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করবো আপনার সমস্যা সমাধানের। ইমেইল করুন – [email protected]
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।