ICMarkets Demo Account – ব্রোকার হিসাবে আই সি মার্কেট এর জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অস্ট্রেলিয়ান রেগুলেটেড এই ব্রোকার, আন্তর্জাতিক ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে ২০০৭ সাল থাকে।
শক্তিশালী রেগুলেশন, সাপোর্ট সিস্টেম এবং সর্বনিম্ন স্প্রেড প্রদান করার কারনে, আন্তর্জাতিকভাবে এই ব্রোকার অনেকবেশী পরিচিত এবং সমাদৃত। ইতিমধ্যেই এই ব্রোকার এর রেগুলেশন, ভেরিফিকেশন, ফান্ড ডিপোজিট, ফান্ড উত্তোলন এর বিস্তারিত আলাদা আর্টিকেলে আলচনা করে হয়েছে।
আজকের আর্টিকেলে মুলত কিভাবে এই ব্রকারে একটি প্র্যাকটিস ট্রেডিং একাউন্ট খুলবেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক। ডেমো ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর সেটিকে ভেরিফাই করার প্রয়োজন হবেনা।
তবে একাউন্ট রেজিস্টার করার সময় অবশ্যই সঠিক নাম এবং ঠিকানা ব্যবহার করবেন যাতে করে ভবিষ্যতে একাউন্টটিকে ভেরিফাই করে নিতে পারেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com ক্লিক করুন। সেখানে ব্রোকার এর ওয়েবসাইট ওপেন হবে। সেখান থেকে নিচের ছবির ন্যায় দেখতে পাবেন। অনুগ্রহ করে এবার Try a Free Demo বাটনে ক্লিক করুন।
বাটনে ক্লিক করার পর, একাউন্ট ওপেনিং এর একটি পেইজ আসবে সেখানে আপনার কিছু তথ প্রদান করতে হবে। এখানে আপনার সম্পূর্ণ নাম, ফোন নাম্বার, দেশ নির্বাচন করে আপনার সঠিক ইমেইল আইডি প্রদান করে নিচের Register বাটনে ক্লিক করুন।
এবার প্র্যাকটিস ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত নির্বাচন করে নিন। যেমন, আপনি কোন টার্মিনাল ব্যবহার করে ট্রেড করতে চান সেটি নির্বাচন করুন। ব্রোকার ট্রেডিং এর জন্য কয়েক রকমের টার্মিনাল ব্যবহার করার সুবিধা প্রদান করে। যেমনঃ MT4, MT5, cTrader, Webtrader ইত্যাদি।
এরপর, ট্রেডিং একাউন্ট এর ধরন নির্বাচন করে নিন। ব্রোকার দুই ধরনের ট্রেডিং একাউন্ট প্রদান করে। এদের মধ্যে একটি হচ্ছে Standard Account এবং অন্যটি হচ্ছে RAW Trading Account । আপনি যেই ট্রেডিং একাউন্ট ব্যবহার করতে আগ্রহী সেটির লিভারেজ এবং কি পরিমান এমাউন্ট প্রাক্টিস একাউন্ট এর জন্য চান, সেটি নির্বাচন করে নিচের “Proceed” বাটনে ক্লিক করুন।
ব্যাস, ICMarkets Demo Account সম্পূর্ণরুপে ট্রেডিং এর জন্য তৈরি। অনুগ্রহ করে আপনার ইমেইল চেক করে দেখুন সেখানে ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ইমেইল চেক করে দেখুন সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।