Exness Demo Account – এক্সনেস ব্রোকার সম্পর্কিত বেশকিছু তথ্য ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেমন, রিভিউ, ট্রেডিং একাউন্ট, ভেরিফিকেশন, একাউন্ট রেজিস্ট্রেশন, ফান্ড ডিপোজিট, ফান্ড উত্তোলন ইত্যাদি। আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে এই ব্রোকারের একটি ডেমো কিংবা প্র্যাকটিস একাউন্ট রেজিস্টার করবেন সে বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
রেজিস্ট্রেশন
এক্সনেস ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। শুধুমাত্র আপনার ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে প্রথমে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। এছাড়াও ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন, Exness Registration আর্টিকেলটি থেকে।
একাউন্ট রেজিস্টার করার পর, অনুগ্রহ করে আপনার ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। আপনি যেই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছেন সেটি প্রদান করে লগইন করেনিন। লগইন করার পর, আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে অনুগ্রহ করে “Open New Account” বাটনে ক্লিক করুন।
এই বাটনে ক্লিক করার পর, আপনার সামনে ব্রোকারের বেশকিছু ধরনের ট্রেডিং একাউন্ট এর নাম আসবে। সেখান থেকে আপনি যেই ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার করতে চান সেটির পাশে থাকা Try Demo বাটনে ক্লিক করুন।
আপনি চাইলে এক কিংবা একাধিক ডেমো একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। এতে কোনও সমস্যা কিংবা বিধিনিষেধ নেই। এখন ধরুন আপনি ব্রোকারের Standard Account এর একটি প্র্যাকটিস একাউন্ট রেজিস্টার করতে চান, তাহলে এখন “Standard” এর পাশে অবস্থিত “Try Demo” বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর, উপরের ন্যায় একটি ফর্ম আসবে সেখানে একাউন্ট এর ধরুন, ট্রেডিং টার্মিনাল, লিভারেজ এর পরিমাণ এবং ফান্ড এর পরিমাণ নির্ধারণ করে নিচে পাসওয়ার্ড প্রদান করুন “Create an Account” বাটনে ক্লিক করুন।
আপনার Exness Demo Account সম্পূর্ণরূপে ট্রেড করার জন্য তৈরি। ডেমো একাউন্ট এর বিস্তারিত তথ্য আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এবার টার্মিনাল ডাউনলোড করে Exness Demo Account এর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিন। প্র্যাকটিস ট্রেড করার জন্য, আপনার ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে তৈরি।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।