Pips/পিপ্স কি?
Pips হচ্ছে একটি পরিমাপের একক যা দুইটি কারেন্সির মধ্যকার পার্থক্যকে পরিমাপ করে। ধরুন, EUR/USD কারেন্সি পেয়ার এর মান 1.1050 প্রাইস থেকে 1.1051 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে, এই কারেন্সি পেয়ারে .0001 USD বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভ্যালু বেড়েছে ১ পিপ ।
Pips/পিপ্স হচ্ছে দশমিক সংখ্যার শেষ ডিজিট।
যেমন ধরুন, যদি বলা হয় আজকে 90 pips পেয়েছি যার অর্থ হচ্ছে ট্রেডিং এর মাধ্যমে আজ 90 পিপ্স এর প্রফিট হয়েছে। যদিও প্রফিট এমাউন্ট এর পরিমাণ নির্ভর করবে প্রটি pips এর মুভমেন্ট এর কারনে এর ভ্যালু কি পরিমাণ হয়েছে সেটির উপর।
যদিও Pips হচ্ছে কারেন্সি পেয়ার এর মুল্য পরিবর্তন এর সর্বনিম্ন একক, তারপরও ট্রেডার অতিরিক্ত লিভারেজ এর সুবিধা ব্যবহার করার মাধ্যমে বড় ভলিউম এর এন্ট্রি গ্রহন করে অনেক বেশী প্রফিট করতে পারে। অন্যদিকে, লসও করতে পারে।
যেমন ধরুন, EUR/USD কারেন্সি পেয়ার এর মান 1.1050 প্রাইস থেকে 1.1051 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে, এই কারেন্সি পেয়ারে .0001 USD বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভ্যালু বেড়েছে ১ পিপ ।
সবসময়ই মনে রাখবেন, পিপ্স হচ্ছে কারেস্নি পেয়ারে দশমিক এর পরে 4 নাম্বার ঘরকে নির্দেশ করে থাকে। বেশীরভাগ কারেন্সি পেয়ার দশমিক এর পর 4 ডিজিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু কিছু কিছু পেয়ারে আবার দশমিক এর পর 4 ডিজিট থাকে না। যেমন, Japanese Yen পেয়ারের কারেন্সি (এই পেয়ার দশমিক এর পর 2 ডিজিটের হয়)।
যেমন, USD/JPY এর ক্ষেত্রে এটির প্রাইস হবে এরকম 0.01.
পিপেটিস/ Pipettes কি?
অনেক ব্রোকার রয়েছে যারা, কারেন্সি পেয়ারের এই স্ট্যান্ডার্ড ‘দশমিক 4 এবং 2 ডিজিট’ এর পরিবর্তে আপনাকে ‘দশমিক 5 এবং 3 ডিজিট’ এর মান প্রদর্শন করে থাকে। এই ব্রোকারগুলো FRACTIONAL PIPS হিসাবে কোট করে থাকে। একে বলা হয় পিপেটিস/ Pipettes ।
দশমিক এর ৫ নাম্বার ঘরে অবস্থিত এই সংখ্যাকে বলা হয় Pipettes কিংবা Points.
এই উদাহরণটি লক্ষ্য করুন, GBP/USD কারেন্সি পেয়ার এর মান 1.30542 প্রাইস থেকে 1.30543 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে, এই কারেন্সি পেয়ারে .00001 USD বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভেলু বেড়েছে ১ পিপেটিস। ১০ পিপেটিস পরিবর্তন হলে কারেন্সি প্রাইসে ১ পিপ্স এর পরিবর্তন হয়।
আপনার সুবিধা জন্য আমরা নিচে একটি পিপ ম্যাপ অংকনের চেষ্টা করেছি যার মাধ্যমে আপনি পিপ্স এবং পিপেটিস সম্পর্কে ভালো ধারনা পেতে পারেন।
এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, “PIP” এর সম্পূর্ণ অর্থ কি?
পিপ্স ক্যালকুলেশন
প্রতিটি কারেন্সিরই নিজ নিজ ভ্যেলু কিংবা মান থাকে। সুতরাং পিপ্স এর পরিবর্তন এর কারনে কারেন্সি এর মানের কি পরিমান পরিবর্তন হবে সেটিকে প্রথমে জেনে নিতে হবে। নিচের উধাহরন গুলোর মাধ্যমে আমরা 4 দশমিক প্রাইস এর মাধ্যমে সেটিকে ক্যালকুলেট করার চেষ্টা করবো।
তবে একটি বিষয় মনে রাখবেন, প্রতি পিপ্স এর ভ্যালু হিসাব করতে হলে মুলত ৩টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।
- কোন কারেন্সি পেয়ারে ট্রেড করছেন?
- কি পরিমাণ লট কিংবা ভলিউম এর এন্ট্রি গ্রহন করছেন।
- কারেন্সি পেয়ার এর এক্সচেঞ্জ রেট কত রয়েছে?
তবে এখনই বিষয়গুলোকে জটিল আকারে উপস্থাপন করার কোনও ইচ্ছা আমাদের নেই। তাই চলুন প্রথমে কিছু উধাহরন এর মাধ্যমে জেনে নেই কিভাবে পিপ্স ক্যাল্কুলেট করতে হয়।
বোঝার সুবিধার জন্য, এক্সচেঞ্জ রেটকে রেশিও আকারে প্রকাশ করা হবে যেমন, EUR/USD = 1.2500 এটিকে লিখা হবে, “1 EUR / 1.2500 USD”)
# ১ম উধাহরনঃ USD/CAD = 1.0200
অর্থাৎ, 1 USD এবং 1.0200 CAD কিংবা এভাবেও লিখা যেতে পারে (1 USD/1.0200 CAD)
(কোউট কারেন্সির ভ্যেলু পরিবর্তন এর জন্য) এক্সচেঞ্জ রেট রেশিও এর সাথে সেটিকে গুন করতে হবে তাহলে আমরা পিপ ভ্যেলু পাবো (বেইজ কারেন্সির উপর ভিত্তি করে)
অর্থাৎ – [.0001 CAD] x [1 USD/1.0200 CAD] কিংবা সংক্ষেপে
[(.0001 CAD) / (1.0200 CAD)] x 1 USD = 0.00009804 USD প্রটি ইউনিট ট্রেড এর জন্য।
যদি এখানে আমরা USD/CAD কারেন্সি পেয়ার 10,000 ইউনিট এর ট্রেড করি এবং ১ পিপ্স যদি পরিবর্তিত হয় তাহলে এর জন্য এক্সচেঞ্জ রেট এর রেশিও পরিবর্তিত হবে প্রায় 0.98 USD অর্থাৎ, (10,000 units x 0.0000984 USD/unit) ।
এখানে আমরা “প্রায়” শব্দটি ব্যবহার করেছি কেননা এক্সচেঞ্জ রেট পরিবর্তিত হয়ে যাবে যেকোনো ধরনের পিপ্স এর পরিবর্তন এর কারনে।
# ২য় উধাহরনঃ GBP/JPY = 123.00
অর্থাৎ, 1 GBP এবং 123.00 JPY কিংবা এভাবেও লিখা যেতে পারে (1 GBP/123.00 JPY)
(কোউট কারেন্সির ভ্যেলু পরিবর্তন এর জন্য) এক্সচেঞ্জ রেট রেশিও এর সাথে সেটিকে গুন করতে হবে তাহলে আমরা পিপ ভ্যেলু পাবো (বেইজ কারেন্সির উপর ভিত্তি করে)
অর্থাৎ – [0.01 JPY] x [1 GBP/123.00 JPY] কিংবা সংক্ষেপে
[(0.01 JPY) / (123.00 JPY)] x 1 GBP = 0.0000813 GBP প্রটি ইউনিট ট্রেড এর জন্য।
যদি এখানে আমরা GBP/JPY কারেন্সি পেয়ার 10,000 ইউনিট এর ট্রেড করি এবং ১ পিপ্স যদি পরিবর্তিত হয় তাহলে এর জন্য এক্সচেঞ্জ রেট এর রেশিও পরিবর্তিত হবে প্রায় 0.813 GBP অর্থাৎ, (10,000 units x 0.0000813 USD/unit) ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।