Stop Loss Order
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে বেশী শুনবেন এই স্টপলস অর্ডার এর নাম। এটি হচ্ছে, মুলত এমন এক ধরনের পেন্ডিং অর্ডার, যেটি আপনার গৃহীত এন্ট্রিগুলোকে একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে আসলে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ করে দিবে। এখন সেই এন্ট্রি প্রফিটেও থাকতে পারে কিংবা লসেও থাকতে পারে।
ব্যবহারের ভিত্তিতে স্টপলস অর্ডারকে দুই ভাবে ভাগ করা যায়ঃ
- যদি আপনার কোনও লং-পজিশন অর্থাৎ, BUY এন্ট্রি থাকে তাহলে সেটি হবে Sell Stop অর্ডার।
- যদি আপনার শর্ট-পজিশন কিংবা SELL এন্ট্রি থাকলে তাহলে সেটি হবে Buy Stop অর্ডার।
যদি আপনি কোনও এন্ট্রির জন্য স্টপলস অর্ডার সেট করেন তাহলে সেটি ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডিং অ্যাকাউন্ট স্টপ-আউট না হয়ে যায় কিংবা নিজ থেকে সেটি অর্ডারটিকে আপনি ক্লোজ করে না দেন।
যেমন ধরুন, EUR/USD কারেন্সি পেয়ারটিতে 1.2230 প্রাইসে এসে আপনি একটি লং পজিশন কিংবা BUY এন্ট্রি গ্রহন করলেন। ধরে নিলেন প্রাইস আরও উপরের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাইস আপনার বিপরীতেও নেমে আসতে পারে কেননা ফরেক্স মার্কেটে নিশ্চিত বলে কোনও শব্দ নেই।
এখন যদি প্রাইস আপনার এন্ট্রির বিপরীতে নিচে নামতে থাকে তাহলে আপনার লস হতে থাকবে। তাহলে আপনি কি পরিমাণ লস হলে এন্ট্রি ক্লোজ করে দিবেন? এই ক্যালকুলেশনটি, এন্ট্রি গ্রহন করার পূর্বেই সেরে ফেলতে হবে। ধরে নিলাম, আপনি গৃহীত বাই এন্ট্রির জন্য স্টপলস অর্ডার সেট করলেন 1.2200 এই প্রাইস লেভেলে।
এর অর্থ হচ্ছে, যদি কোনও কারনে EUR/USD কারেন্সি পেয়ারের প্রাইস উপরের যাওয়ার বিপরীতে 1.2200 এর নিচে নেমে আসে তাহলে আপনার ট্রেডিং টার্মিনাল থেকে গৃহীত বাই এন্ট্রিটি স্বয়ংক্রিয়ভাএ ৩০ পিপ্স লস এর হিসাব করে ক্লোজ করে দেয়া হবে।
স্টপলস সেট করার প্রক্রিয়া
ধরুন আপনার কোনও এন্ট্রি আছে। এবং সেই এন্ট্রিতে আপনি এই Stop Loss Order সেট করতে চান। সেক্ষেত্রে অনুগ্রহ করে প্রথমে MT4 কিংবা MT5 টার্মিনালে লগইন করুন এবং সেখানে যেই এন্ট্রি নিয়েছেন সেই এন্ট্রিটিতে মাউস এর কার্সর বাটনে ডাবল ক্লিক করুন। তাহলে নিচের বক্স এর ন্যায় একটি অপশন আসবে।
এই উধাহরনে আমরা GBP/USD কারেন্সি পেয়ার একটি Buy এন্ট্রি নিয়েছিলাম এখন এই এন্ট্রিতে একটি স্টপলস অর্ডার সেট করে নিব। এন্ট্রি নেয়া থাকলে, ট্রেডিং টার্মিনালে অর্ডার আইডি দেখতে পাবেন। অর্থাৎ, আপনার এন্ট্রিটি দেখা যাবে। সেটির উপর মাউস এর মাধ্যমে ডাবল ক্লিক করলে উপরের চিত্রের ন্যায় একটি অপশন আসবে।
সেখান থেকে অনুগ্রহ করে ছবির ন্যায় Type নামক একটি অপশন থাকবে সেটিতে ক্লিক করলে তিনটি অপশন পাবেন। সেখানে থেকে “Modify Order” বাটনে ক্লিক করুন। অনেকটাই নিচের ছবির মতন দেখতে পাবেন।
Modify Order বাটনে ক্লিক করার পর, বক্সে নিচের বা পাশে দেখুন “Stop Loss” নামক একটি বক্স আছে। এখন পর্যন্ত বক্সটিতে কোনও ভ্যালু থাকবেনা। এখন এই বক্সে, যেই প্রাইস লেভেলে এন্ট্রি ক্লোজ হয়ে যাবে সেই প্রাইসটি সেট করবেন। অনেকটাই নিচের ছবির ন্যায়।
আমরা এখানে 1.37901 এই লেভেলটি “Stop Loss” এর বক্সে সেট করে নিচের “Modify” বাটনে ক্লিক করবো। ব্যাস, সফলভাবে স্টপলস লেভেল সেট করে নিতে সক্ষম হলাম। আশা করছি, কিভাবে স্টপলস সেট করতে হয় সেটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন।
অন্যদিকে, যদি আমাদের Sell এন্ট্রি থাকতো তাহলে স্টপলস লেভেলটি হত, এন্ট্রি প্রাইস লেভেল এর উপরে যেকোনো স্থানে। আশা করি নিজেই সেট করে নিতে পারবেন।
পরামর্শ
এখন মনে হতে পারে, আমি কেন স্টপলস সেট করবো? প্রাইস পুনরায় এন্ট্রির পক্ষেও যেতে পার!
আপনার চিন্তা সঠিক কিন্তু সমস্যা হচ্ছে, যদি প্রাইস আরও বেশী নেমে আসে তাহলে দেখা যাবে ৩০ পিপ্স এর বিপরীতে ৩০০ পিপ্স লসও হতে পারে। যার কারনে আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স স্টপ-আউটও হয়ে যেতে পারে। এই ঝুঁকি থেকে বাঁচার জন্য, ট্রেডাররা এই স্টপলস এন্ট্রির ব্যবহার করে থাকেন।
অনেকেই বলে থাকেন স্টপলস সেট করার কিছুই নেই। আসলে ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে হলে অবশ্যই এটির ব্যবহার করা আবশ্যক। এর বিশেষ কিছু সুবিধা থাকার কারনে এই Stop Loss অর্ডার একদিকে থেকে আপনার ব্যালেন্স এর সুরক্ষা প্রদান করতে সক্ষম যার ফলে এন্ট্রি আপনার বিপরীতে গেলেও ব্যালেন্স স্টপ-আউট হওয়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না।
এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন – স্টপলস এর গুরুত্ব আর্টিকেল থেকে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
এক জন ভালো ট্রেডার দক্ষ ট্রেডার হতে চাই সাহায্য করবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। দক্ষ ট্রেডার হতে হলে, প্রচুর পরিমান জ্ঞান অর্জন করতে হবে তথা শিখতে হবে। শিখার জন্য রয়েছে আমাদের অনলাইন ট্রেনিং পোর্টাল। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training