XM Broker কি নির্ভরযোগ্য?

0
78

XM Broker কি নির্ভরযোগ্য? – ২০০৯ সাল থেকে এক্সএম ব্রোকার ট্রেডিং সেবা পরিচালনা করে আছে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এই ব্রোকার এর জনপ্রিয়তার মুল কারন হচ্ছে, এই ব্রোকার এর শক্তিশালী রেগুলেশন, সর্বনিম্ন স্প্রেড, ভালো কাস্টমার সাপোর্ট এবং বিভিন্ন ধরনের প্রমো এবং বোনাস অফার প্রদান করার মাধ্যমে এই ব্রোকার এর জনপ্রিয়তা এবং নির্ভরযোগ্যতা ট্রেডারদের কাছে অনেক বেশী।

আমাদের অভিজ্ঞতা অনুসারে, বর্তমানে যেসকল ব্রোকার জনপ্রিয়তার সাথে ট্রেডিং সেবা প্রদান করে আসছে তাদের মধ্যে XM Broker অন্যতম। এটি মুলত সম্ভব হয়েছে এদের দক্ষ কাস্টমার সাপোর্ট টীম এর কারনে কেননা এরা বিভিন্ন ভাষায় নিজ ট্রেডারদের সহায়তা প্রদান করে থাকে।

XM মুলত Trading Point Group of Financial Instruments Limited এর অন্তর্ভুক্তির মাধ্যমে ট্রেডিং সেবা প্রদান করে থাকে। যেটি সাইপ্রাস সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন (CySEC) এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত।

এই ব্রোকার এর জনপ্রিয়তার পিছনে মুল কারন হচ্ছে এর শক্তিশালী রেগুলেশন। নিচে এই ব্রোকার রেগুলেশন সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করছি।

  • Trading Point Group of Financial Instruments Limited, Financial Conduct Authority (FCA) এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত। এর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে – 538324. Reference
  • Trading Point Group of Financial Instruments Limited, Australian Securities and Investment Commission (ASIC) এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত। এর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে – 443670
  • XM Global Limited, International Financial Services Commission (IFSC) এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত। এর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, 000261/158. Reference.
  • Trading Point of Financial Instruments Limited, Cyprus Securities and Exchange Commission (CySEC) এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত। এর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, 120/10. Reference.
ব্রোকারেরে রেগুলেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনার সুবিধার জন্য প্রদান করা হয়েছে। তারপরও যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অনুগ্রহ করে “Reference” বাটনে ক্লিক করুন।

এখন আবার সেই প্রশ্নে ফিরে যাই, XM Broker কি নির্ভরযোগ্য? হ্যা! আপনি নিঃসন্দেহে এই ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করতে পারেন। এই ব্রোকার এর বিদ্যমান শক্তিশালী রেগুলেশন, নির্ভরযোগ্যতার সাথে ট্রেড করতে আপনাকে সহায়তা করবে। আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন সরাসরি ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারুন। – www.xm.com

এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।