FXBangladesh.com – কোভিড মহামারী শুরু থেকে ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর মধ্যে সবথেকে বেশী মুভমেন্ট ছিল বিটকয়েন এর উপর। ভার্চুয়াল এই মুদ্রা বিগত ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি এসে ওই বছরের সর্বনিম্ন প্রাইস লেভেল 3855 Dollar এসে পৌছায় এবং এরপর থেকেই শুরু হয় এর আপট্রেন্ড।
এখন চলুন এনালাইসিস শুরু পূর্বে একটি চার্ট দিকে তাকাই
এটি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন এর Daily টাইমফ্রেম এর একটি চার্ট এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ক্রিপ্টকারেন্সি ইতিমধ্যেই কিছুটা কারেকশন পজিশনে রয়েছে। উপরের চার্টে আমরা দুইটি লেভেল চিহ্নিত করেছি যেগুলো প্রাইস এর সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান করে।
লংটার্ম ট্রেডিং হিসাবে 46,000 প্রাইস লেভেলটি ট্রেন্ড পরিবর্তন এর জন্য গুরুত্বপূর্ণ। প্রাইস ইতিমধ্যেই এই লেভেলটিকে ব্রেক করে নিচেই অবস্থান করছে যেখানে আমরা পূর্বের একটি সাপোর্ট লেভেল দেখতে পাই। এই লেভেলটি হচ্ছে 30,000. প্রাইস ইতিমধ্যেই এই লেভেলটি স্পর্শ করে এসেছে।
আমাদের প্রত্যাশা অনুসারে, প্রাইস এর উপরের দিকে বাউন্স করার সম্ভাবনা প্রবল। কেননা ইতিমধ্যেই প্রাইস খুব বেশী পরিমাণ নিচে নেমে এসেছে যা ডাউনট্রেন্ড এর ধারাকে অব্যাহত রাখার জন্য কিছুটা বাউন্স করা বাঞ্ছনীয়।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাইস এই দরপতন রিকভার করতে সক্ষম হলেও এখনও ডাউনট্রেন্ড বিদ্দ্যমান। এর প্রধান কারন হচ্ছে, বিনিয়োগকারীরা এখন ছুটছেন ভিন্ন ট্রেডিং ইন্সট্রুমেন্টগুলোর প্রতি।
Daily টাইমফ্রেম এর চার্টে প্রাইস ইতিমধ্যেই শক্তিশালী ট্রেন্ডলাইন (বর্তমান সাপোর্ট) 45-46,000 এর নিচেই অবস্থান করছে। প্রাইস এর সম্ভাব্য টার্গেট লেভেল হচ্ছে পূর্বের সাপোর্ট লেভেল 30,000 লেভেল। ধরে নিতে পারি, প্রাইস এই লেভেল এর মধ্যে আগামী কয়েকটি ট্রেডিং সেশনের মধ্যে অবস্থান করবে। তবে প্রাইস এর উপরের দিকে বাউন্স করার সম্ভাবনা প্রবল।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- নতুন করে কোনও BUY এবং SELL এন্ট্রি পজিশন এখন নেই।
- Buy এন্ট্রির সম্ভাব্য স্থান হচ্ছে 30,000 এর কাছাকাছি।
- Sell এন্ট্রির জন্য সম্ভাব্য স্থান হচ্ছে 45-46000এর কাছাকাছি প্রাইস এর পুলব্যাক।
Covid19 সতর্কতা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।