FXBangladesh.com – বেশ কিছুদিন ধরেই মেজর কারেন্সি পেয়ার EUR/USD কিছুটা নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যেই অবস্থান করছিল। তবে এখানে আমরা সম্ভাব্য একটি পজিশন খেয়াল করছি যেটি আমাদের বড় আকারের ট্রেন্ড এর নির্দেশ করে। চলুন প্রথমে চার্ট দেখে নেয়া যাক।
এটি EUR/USD কারেন্সি পেয়ার এর Weekly টাইমফ্রেম এর একটি চার্ট। চার্টে এর দিকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রাইস গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন Head and Shoulder সফলভাবে ব্রেক করতে সক্ষম হয়েছে। প্রাইস এর এই ব্রেকআউট নির্দেশ করে শক্তিশালী ডাউনট্রেন্ড এর।
তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা যদি চার্টে RSI Indicator ব্যবহার করি তাহলে একটি বুল্লিশ ডাইভারজেন্স এর অস্তিত্ব দেখতে পারি যেটি নির্দেশ করে প্রাইস এর ডাউনট্রেন্ড এর শক্তি শেষ হয়ে আসতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, এই ডাইভারজেন্স আপট্রেন্ড নির্দেশ করে সেটির কোনও নিশ্চায়তা নেই।
তবে প্রাইস যতক্ষণ পর্যন্ত 1.1800 এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান ডাউন্ট্রেন্ড এর শক্তিও চলমান থাকবে। সুতরাং, নতুন করে কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি।
ট্রেডিং পরামর্শ –
- Weekly টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। প্রাইস এর পরবর্তী টার্গেট লেভেল হচ্ছে 1.1100
- নতুন করে BUY এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি। প্রাইস যতক্ষণ পর্যন্ত 1.1800 লেভেল এর নিচে থাকবে ততদিন পর্যন্ত ডাউনট্রেন্ড সক্রিয় থাকবে।
- SELL এন্ট্রির জন্য সম্ভাব্য স্টপলস লেভেল হচ্ছে 1.1800 এর উপরে প্রাইস এর অবস্থান।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।