Cross Currency | ক্রস কারেন্সি পেয়ার কি?

0
186
Cross Currency Pair
Cross Currency Pair
সর্বশেষ আপডেট: October 13, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

Cross Currency কি?

যদি ফরেক্স ট্রেডিং এর পূর্বের ইতিহাস আমরা বিবেচনা করি, সে সময় যদি কেউ তার কাছে বিদ্যমান কারেন্সির পরিবর্তন করতে চাইত তাহলে প্রথমে তাকে সেই কারেন্সিকে U.S.Dollar এর পরিবর্তন করে নিতে হত তারপর চাইলে পছন্দ মতন অন্য কারেন্সির সাথে সেটিকে পরিবর্তিত করা সম্ভব হত।

আরও সহজ করে যদি বলি, যদি কোনও ব্যক্তি তার কাছে বিদ্যমান U.K. Pound কে Japanese Yen এর সাথে পরিবর্তন করতে চায় তাহলে প্রথমে সেই পাউন্ডকে—>ডলার —>তারপর ইয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে হত। অর্থাৎ, তখনকার সময় আপনি যেই কারেন্সিই পরিবর্তন করতে চাইতেন সেটাকে প্রথমে ডলার এর সাথে পরিবর্তন করে নেয়া আবশ্যিক ছিল।

Currency Crosses Procedure

Cross Currency এর সুবিধার প্রবর্তন এর পর থেকে, যেকেউ এই ডলার এর মধ্যবর্তী কার্যক্রমকে অতিক্রম করে একটি কারেন্সির বিপরীতে অন্য যেকোনো কারেন্সিতে এক্সচেঞ্জ করে নিতে পারে। আরও সহজ করে যদি বলি, এখন আপনার কাছে বিদ্যমান পাউন্ডকে পরিবর্তন এর জন্য আর ডলার এর প্রয়োজন হবেনা। আপনি সরাসরি চাইলে ইয়েন, ইউরো কিংবা অন্য যেকোনো কারেন্সি এর সাথে পরিবর্তন করে নিতে পারবেন।

ক্রস কারেন্সি পেয়ার সম্পর্কিত আমাদের একটি বিশেষায়িত ট্রেনিং কোর্স রয়েছে। এই কোর্সটি থেকে ক্রস কারেন্সি কি, কেন এই পেয়ারে ট্রেড করবেন, এই পেয়ারগুলোকে ট্রেন্ডি পেয়ার বলার কারন, ট্রেডিং সুবিধা থেকে শুরু করে ট্রেডিং পদ্ধতির সবকিছুই জানতে পারবেন। এরজন্য অনুগ্রহ করে “Cross Currency” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।

উদাহরণ হিসাবে বলা যায়, GBP/JPY, EUR/JPY, EUR/CHF, EUR/GBP কারেন্সি পেয়ারসমূহ।

এক্সচেঞ্জ রেটের প্রক্রিয়া

Cross Currency Calculator

প্রথমেই বলে রাখি, ক্যালকুলেট করার এই প্রক্রিয়াটি আপনাদের কাছে কিছুটা বিরক্তিকর লাগতে পারে তবে যদি এই ধৈর্য নিয়ে বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ক্রস কারেন্সি পেয়ারের প্রাইস বুঝতে সুবিধাই হবে।

এই আর্টিকেলের বিশেষ কোনও প্রয়োজন নেই কারন প্রতিটি ব্রোকারের ট্রেডিং প্ল্যাটফর্মে আপনারা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্রস কারেন্সি পেয়ারের মধ্যকার প্রাইস দেখতে পাবেন। অর্থাৎ, নিজ থেকে আপনাকে কোনও ধরনের ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না। তারপরও www.fxbangladesh.com কখনোই চায় না আপনি অন্ধকারে থাকুন।

আর যদি আপনিও আমাদের মতন নতুন বিষয় শিখতে চান তাহলে চলুন জেনে নেই বিস্তারিত। এই সেকশনে, আমরা আপনাকে দেখানর চেষ্টা করবো কিভাবে একটি Cross Currency পেয়ারের বিড/Bid (Buying Price) এবং আস্ক/Ask (Selling Price) ক্যালকুলেট করবেন। বিষয়টি একটি সহজ উধাহরন এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।

ধরুন, আমরা GBP/JPY কারেন্সি পেয়ারের বাই/সেল (bid/ask) প্রাইস নির্ণয় করার চেষ্টা করছি। যেহেতু এটি একটি ক্রস কারেন্সি পেয়ার সুতরাং, প্রথমে আমাদের GBP এবং JPY রয়েছে এই ধরনের দুইটি আলাদা আলাদা কারেন্সি পেয়ার এর প্রাইস দেখে নিতে হবে। এই জন্য আমরা GBP/USD এবং USD/JPY কারেন্সি পেয়ার পছন্দ করলাম।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটি ভিন্ন কারেন্সি পেয়ার কেন আমাদের দেখতে হবে?

কারন হচ্ছে, এই দুইটি কারেন্সি পেয়ারের মধ্যেই U.S.Dollar বিদ্যমান। উপরের উল্লেখিত এই দুইটি পেয়ারকে আমরা GBP/JPY এর মধ্যে বিভাজক কারেন্সি হিসাবে তুলনা করতে পারি। তাহলে চলুন এখন এই দুইটি পেয়ারে প্রাইস দেখে নেই –

  • GBP/USD: 1.5630 বাই (bid) / 1.5635 সেল (ask)
  • USD/JPY: 89.38 বাই (bid) / 89.43 সেল (ask)

এখন, GBP/JPY কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেট নির্ণয় করার জন্য প্রথমে আমরা GBP/USD এবং USD/JPY কারেন্সি পেয়ারের বাই প্রাইসকে একসাথে গুন (multiply) করে নিব [1.5630*89.38 = 139.70] এবং তারপর উভয় পেয়ারের সেল প্রাইসকে একসাথে গুন করে নিব [1.5635*89.43 = 139.82]

তাহলে এখন ক্রস কারেন্সি পেয়ার GBP/JPY এর এক্সচেঞ্জ রেট হবে 139.70 বাই (bid) / 139.82 সেল (ask)

আশা করি, বিষয়টি সহজে বুঝতে পেরেছন। এটাই হচ্ছে Cross Currency পেয়ারের প্রাইস নির্ণয় করার মাধ্যম।

কেন ক্রস কারেন্সিতে ট্রেড করবেন?

আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে প্রতিদিন যে পরিমাণ লেনদেন সংঘঠিত হয় তার ৮০ শতাংশ এর মধ্যেই U.S. Dollar কারেন্সি অন্তর্ভুক্ত থাকে। কারন হচ্ছে U.S. Dollar কে পৃথিবীর রিজার্ভ কারেন্সি বলা হয়ে থাকে। এখন আপনার মনে হতে পারে, এত কারেন্সি পেয়ার থাকতে U.S. Dollar ই কেন? EURO কিংবা POUND কেন নয়? পৃথিবীর বিভিন্ন ধরনের কৃষিজাত এবং খনিজ পণ্যের বিনিময় এই ডলার মাধ্যমে হয়ে থাকে।

যদি কোনও দেশ কোনও ধরনের কৃষিজাত কিংবা খনিজ পণ্যের ক্রয় করতে চায়, তাহলে প্রথমে নিজ দেশের কারেন্সিকে U.S. Dollar এর বিপরীত এক্সচেঞ্জ করে নিতে হবে।

এই কারনে বেশীরভাগ দেশই রিজার্ভ হিসাবে এই ডলারকে জমা করে রাখেন যাতে করে উল্লেখিত পণ্য ক্রয় করার সময় খুব তাড়াতাড়ি হয়। কারন যদি রিজার্ভে ডলার না থাকে তাহলে প্রথমে নিজ কারেন্সিকে ডলার এর সাথে পরিবর্তন করে নিতে এবং এই কাজ করতে অবশ্যই সময় এর প্রয়োজন।

ক্রস কারেন্সি পেয়ার সম্পর্কিত আমাদের একটি বিশেষায়িত ট্রেনিং কোর্স রয়েছে। এই কোর্সটি থেকে ক্রস কারেন্সি কি, কেন এই পেয়ারে ট্রেড করবেন, এই পেয়ারগুলোকে ট্রেন্ডি পেয়ার বলার কারন, ট্রেডিং সুবিধা থেকে শুরু করে ট্রেডিং পদ্ধতির সবকিছুই জানতে পারবেন। এরজন্য অনুগ্রহ করে “Cross Currency” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।

বিভিন্ন দেশের মধ্যে China, Japan এবং Australia খুব বেশী পরিমাণ খনিজ তেল আমদানি করে থাকে যার ফলাফল হিসাবে এই দেশগুলো খুবই বেশী পরিমাণ U.S. Dollar নিজ নিজ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ করে রাখে। শুনলে হয়তোবা অবাক হবেন China একাই প্রায় 3 trillion U.S. dollar রিজার্ভ হিসাবে রেখেছে। সুত্র – রয়টার্স

এখন প্রশ্ন হচ্ছে, ক্রস কারেন্সি ট্রেড করার জন্য এই ডলার এর গুরুত্ব কি? বিষয় হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশী পরিমাণ অর্থনৈতিক লেনদেন সম্পাদিত হয় এই U.S. Dollar এর মাধ্যমে এবং এই কারনেই সবারই একটাই প্রশ্ন থাকে –

U.S. dollar কি আজকে দুর্বল নাকি শক্তিশালী ?

Cross Currency পেয়ারগুলোতে ট্রেড করার সবথেকে বড় সুবিধা হচ্ছে, এই কারেন্সিগুলোতে ডলার যুক্ত থাকেনা তাই ডলারের নিউজের কোনও প্রভাব এই কারেন্সি পেয়ারগুলতে পড়েনা।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 1 of 1 found this article helpful.
Views: 199

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here