FXBangladesh.com – এনালাইসিসের বিস্তারিত তথ্য উপস্থাপন করার আগে প্রথমে চলুন চার্ট দেখে নেয়া যাক। নিচের চার্টটি USD/JPY কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেমের রিয়েল টাইম ট্রেডিং চার্ট।
উপরের H4 টাইমফ্রেম এর চার্টের দিকে প্রথমে ভাল করে লক্ষ্য করুন। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কারেন্সি পেয়ারটি ব্যাপক আকারের মুভমেন্ট শুরু করে যার ফলে বিগত ৫০ দিনের মাধ্য এই কারেন্সির প্রাইস 114.71-128.65 অর্থাৎ, প্রায় ১৪০০ পিপ্স এর আপট্রেন্ড প্রদান করে।
প্রাইসের এই আপট্রেন্ড বিগত ২০ বছরের মধ্যে সকল রেকর্ড ব্রেক করে ফেলেছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে, প্রাইসের পরবর্তী গন্তব্য কোনদিকে হতে পারে?
এখন পর্যন্ত একটি নির্দিষ্ট ট্রেন্ডলাইন ছাড়া, চার্টে আর কোনও ধরনের দিক নির্দেশনা নেই। সেই সাথে যেহেতু প্রাইসের আপট্রেন্ডের শক্তি অনেকবেশী তাই বিদ্যমান ট্রেন্ডের বিপরীতে কোনও ধরনের এন্ট্রি এখন গ্রহন করা যাবেনা।
তাহলে কি Buy এন্ট্রি গ্রহন করবো? না!
প্রাইস ইতিমধ্যেই যেই অবস্থায় রয়েছে সেখান থেকে নতুন করে BUY এন্ট্রি গ্রহন করার কোনও সুযোগ নেই। কেননা টেকনিক্যাল প্রায় সকল টুলগুলোতেই প্রাইস এখন overbought পজিশনে অবস্থান করছে। সুতরাং, নতুন করে এন্ট্রি গ্রহন করার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- নতুন করে BUY কিংবা Sell এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- যাদের Buy এন্ট্রি ইতিমধ্যেই আছে, তারা চাইলে প্রফিট ক্লোজ করা শুরু করতে পারেন।
- নতুন করে Sell এন্ট্রির জন্য, অবশ্যই প্রাইসকে বিদ্যমান ট্রেন্ডলাইন ব্রেকআউট করতে হবে। অন্যথায়, নতুন এন্ট্রি গ্রহন করা যাবেনা।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Hi brother, EUR USD pair already under 760 according to your analysis…. Next movement will go down ? Is it right now?
Thanks for your cooperation
You can find the analysis on this link – https://fxbd.co/bUf