Skrill Fund Withdrawal | স্ক্রিল ফান্ড উত্তোলন প্রক্রিয়া

0
123
Skrill Fund Withdrawal
সর্বশেষ আপডেট: April 23, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Skrill Fund Withdrawal – স্ক্রিল একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার জন্য বাংলাদেশে সরকার এখন অনেক সুবিধা প্রদান করে। যেখানে পূর্বে ব্যাংকের মাধ্যমে ফান্ড উত্তোলন করতে ১০-১২ দিনের মতন সময়ের প্রয়োজন হত সেখানে এখন ২৪ ঘন্টার মধ্যেই আপনি ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা Skrill Fund Withdrawal এর কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো।

ফান্ড উত্তোলন করার জন্য বাংলাদেশে দুইটি মাধ্যম রয়েছে। যেটির একটি বৈধ এবং অন্যটি সম্পূর্ণরূপে অবৈধ। আপনাদের সাথে এই দুইটি মাধ্যমেরই পরিচয় করিয়ে দিব।

ফান্ড ট্র্যান্সফারের মাধ্যমে উত্তোলন: এই মাধ্যমে অন্য স্ক্রিল ব্যবহারকারীর কাছে একাউন্ট থেকে একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার মাধ্যমে আপনি উত্তোলন করে নিতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। কেননা এতে করে স্ক্যামিং এর শিখার হতে পারেন। আমরা ইতিমধ্যেই ফান্ড ট্র্যান্সফার করার বিস্তারিত প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করেছি। অনুগ্রহ করে বিস্তারিত তথ্য জানার জন্য Skrill Fund Transfer আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিতে পারেন।

যেহেতু অন্য একাউন্টে ট্র্যান্সফার করে আপনি ডলারকে টাকায় পরিবর্তন করে নিচ্ছেন তাই এইক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। অনেকসময় দেখা যায়, আপনি ফান্ড ট্র্যান্সফার করে দিলেন কিন্তু তিনি টাকা না দিয়ে আপনাকে ব্লক করে দিল। সুতরাং, এই জাতীয় লেনদেন করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

ব্যাংকের মাধ্যমে উত্তোলন: এই প্রক্রিয়াটি বৈধ এবং এরমাধ্যমে লেনদেন যেহেতু সরাসরি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে তাই কোনও ঝামেলাই পোহাতে হবেনা। সেই সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কারনে আপনি অতিরিক্তি ২% প্রণোদনার অর্থও পাবেন।

ব্যাংকের মাধ্যমে উত্তোলন করার জন্য প্রথমে আপনার ব্যাংক একাউন্টটিকে, স্ক্রিল একাউন্টের সাথে যুক্ত করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনার ব্যাংক একাউন্টের একটি স্টেটমেন্ট সাবমিট করে নিতে হবে। এটি একবারই করতে হবে। স্টেটমেন্ট সাবমিট করা হয়ে গেলে সেটি ভেরিফাই হতে কিছুটা সময় লাগবে। ভেরিফাই হয়ে গেলে, আপনার স্ক্রিল একাউন্টে লগইন করার পর “Withdraw Money” বাটনে ক্লিক করলে তখন ব্যাংক একাউন্টটি দেখতে পাবেন।

সর্বনিম্ন ১০ ডলার থেকে সর্বাধিক ৫০০০ ডলার পর্যন্ত একটি ট্রানজেকশনের মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রতিটি লেনদেন করার জন্য আপনাকে ৬.৫ ডলার চার্জ প্রদান করতে হবে।

যেমন ধরুন, আপনি যদি ১০০ ডলার ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে চান তাহলে আপনার স্ক্রিল একাউন্টে চার্জ সহ ১০৬.৫০ ডলার কেটে নেয়া হবে। অন্যদিকে যদি ১০০০ ডলার লেনদেন করতে চান তখনও ৬.৫ ডলার চার্জ প্রদান করতে হবে। অর্থাৎ, তখন ১০০৬.৫০ ডলার কেটে নেয়া হবে।

ফান্ড উত্তোলন করার আগেই, আপনি কি পরিমাণ অর্থ টাকার অনুপাতে পাবেন সেটি দেখতে পারবেন এবং একই পরিমাণ অর্থ ২৪ ঘন্টার মধ্যে আপনার ব্যাংক একাউণ্টে ডিপোজিট হয়ে যাবে।

স্ক্রিল সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানতে পারবেন আমাদের ওয়েবসাইটের Skrill Wallet অংশ থেকে। অনুগ্রহ করে লিংক ক্লিক করে গাইডলাইন কিংবা সমস্যার সমাধান দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 127

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here