এক্সনেস একাউন্ট লগইন – ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এরপর আপনি ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেট কিংবা ইউজার ড্যাশবোর্ডে লগইন করে ট্রেডিং এর জন্য যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে পারবেন।
যদি আপনার এই ব্রোকারে এখন পর্যন্ত কোনও ট্রেডিং একাউন্ট না থাকে, তাহলে অনুগ্রহ করে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিভাবে একাউন্ট রেজিস্ত্রেশন করবেন সেটির বিস্তারিত তথ্যাদি নিচে প্রদান করা হল।
ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন
ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। শুধুমাত্র ইমেইল আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে খুব সহজেই একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও কিছুর প্রয়োজন হবেনা।
একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com ক্লিক করুন।
ক্লিক করার পর, আপনার সামনে ব্রকারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেখানে দেখুন চিত্রের ন্যায় একটি অংশ রয়েছে যেখানে আপনার তথ্যগুলো সাবমিট করবেন এবং নিচের “চালিয়ে যান” বাটনে ক্লিক করুন।
নতুন একাউন্ট রেজিস্টার করার সময় প্রথম বক্সে আপনার দেশ হিসাবে লিস্ট থেকে “Bangladesh” নির্বাচন করে নিন।
২য় স্থানে, আপনার সঠিক ইমেইল আইডি প্রদান করুন। অনুগ্রহ করে চেক করে নিবেন এটি নির্ভুল হয়েছে কিনা।
তারপর এর বক্সে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড নির্বাচন করে নিন। খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ড নির্বাচন করার সময় অবশ্যই নিচের শর্তগুলো মেনে চলবেন।
সবকিছু ঠিক থাকলে, এবার নিচের হলুদ রঙয়ের বাটনে প্রেস করুন। তাহলে আপনি সফলভাবে ব্রোকারে একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। একাউন্ট সম্পর্কিত কিছু তথ্য আপনাকে এবার সঠিক উপায়ে ভেরিফাই করে নিতে হবে এবং আপনার ব্যাক্তিগত তথ্য সেখানে আপডেট করে নিতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, ইমেইল এর মাধ্যমে একটি কনফার্মেশন পাঠিয়ে দেয়া হবে।
এখন আপনাকে অবশ্যই ট্রেডিং শুরু করার পূর্বে প্রথমে একাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। কিভাবে একাউন্ট ভেরিফাই করবেন সেটির বিস্তারিত তথ্য জানতে পারবেন Exness Verification আর্টিকেল থেকে।
এরপর অনুগ্রহ করে ব্রোকারের ক্যাবিনেটে আপনার ইমেইল আইডি এবং প্রদত্ত পাসওয়ার্ড প্রদান করে লগইন করে নিন।
এক্সনেস একাউন্ট লগইন
একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পর এবার আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেট কিংবা ইউজার ড্যাশবোর্ডে লগইন করতে পারবেন। এই ক্যাবিনেটে মূলত আপনি ট্রেডিং প্রোফাইলের তথ্য আপডেট করতে পারবেন, ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, ট্রেডিং একাউন্ট খোলা থেকে শুরু করে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় সকল কাজ সম্পন্ন করতে পারবেন।
আপনি চাইলে ব্রোকারের অফিসিয়াল এপ্লিকেশন ব্যবহার করে ফোন থেকেই উপরের সকল কার্যাদি সম্পন্ন করতে পারবেন। ব্রোকারের এপ্সটি ডাউনলোড করার জন্য অনুগ্রহ করে নিচের লিংকটি ক্লিক করতে পারেন। আপনার স্মার্ট ডিভাইস Android কিংবা IOS অনুসারে স্বয়ংক্রিয়ভাবে এপ্সটি ইন্সটল হয়ে যাবে। এরপর এই এপ্স ব্যবহার করে ক্যাবিনেটের যাবতীয় সকল কাজ পরিচালনা করতে পারবেন।
কম্পিউটারের জন্য: MT4; MT5 টার্মিনাল
স্মার্ট ফোন এপ্লিকেশন: ডাউনলোড করুন (ios এবং android)
সোশ্যাল ট্রেডিং (কপি ট্রেডিং) এপ্লিকেশন: ডাউনলোড করুন (ios এবং android)
একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যেই ধরনের একাউন্ট রেজিস্টার করবেন টার্মিনাল হিসাবে আপনাকে সেটিই নির্বাচন করে নিতে হবে। যেমন ধরুন, আপনি যদি MT4 ট্রেডিং একাউন্ট নির্বাচন করেন তাহলে ট্রেডিং টার্মিনাল হিসাবেও আপনাকে MT4 ডাউনলোড করে নিতে হবে। অন্যথায়, ট্রেডিং সার্ভারের সাথে যুক্ত হতে পারবেননা।
অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, ট্রেডিং এর জন্য কোন টার্মিনাল ভালো হবে? আমাদের পরামর্শ হচ্ছে, যদি ভালো করে ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে। কোনওভাবে ফোন কিংবা ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে ট্রেড করা যাবেনা।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।