ফরেক্স ট্রেডিং বই – আমরা ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি ২০১১ সাল থেকে। তখন ফরেক্স মার্কেট নিয়ে তেমন কোনও ভালো ওয়েবসাইট কিংবা গাইডলাইন ছিল না। কারও কাছ থেকে যে পরামর্শ নিয়ে ট্রেড করবো তারও কোনও উপায় নেই। আর তখনকার সময়ে গুগল কিংবা ইউটিউব সার্চ করে টিউটোরিয়াল দেখবো সেটিও সম্ভব ছিল না কারনে হচ্ছে “ইন্টারনেট”।
তখনও আমরা 3G ইন্টারনেটের যুগে প্রবেশ করিনি যার ফলে ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেয়া ছিল এক কথায় দুষ্কর। যাইহোক সেই অন্ধকার যুগে আমাদের ফরেক্স ট্রেডিং যাত্রা শুরু হয়।
ফরেক্স ট্রেডিং বই – পটভূমি
শুরুতেই বলেছি, আমরা যেসময়ে ব্যাক্তিগত পর্যায়ে ফরেক্স ট্রেডিং শুরু করি সে সময় রেফারেন্স হিসাবে আমাদের কাছে ছিল শুধুমাত্র “ফরেক্স ট্রেডিং” নামক এই বাক্যটি। গুগল থেকে সার্চ করে কিছুটা শিক্ষা (নগন্য মানের) নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করি। প্রথম দিকে বেশ পরিমাণ প্রফিট করতে সক্ষম হলেও, পরবর্তীতে লসের পরিমাণ এতটাই বৃদ্ধি পেতে থাকে যে শুরুর ৬ মাসের মধ্যেই প্রায় ৪০০০-৫০০০ ডলার ব্যালেন্স হারিয়ে যায়।
এরপর আমাদের মনে হতে থাকে, না! এভাবে করা সম্ভব নয়। ট্রেডিং এর ক্যারিয়ার তৈরি করতে হলে প্রথমে শিখতে হবে। শিখা ব্যাতিত কোনও পথ আর চালু নেই। তখনকার সময়, ডলার ম্যানেজ করে ব্রোকারে ডিপোজিট করাও ছিল বেশ কষ্টের। কেননা এখন অনেক ব্যাংক এর কার্ড ব্যবহার করেই ডিপোজিট করা যায়, কিন্তু সে সময়ে এগুলো সম্ভব ছিল না।
যাই হোক, ২০১১ সালের শেষ দিকে থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ৩ বছর আমরা শুধুমাত্র ট্রেডিং শিখেছি। কেননা, সে সময়ে ট্রেডিং সম্পর্কে আসলে কি কি বিষয় জানতে হবে, সেটিই আমরা জানতাম না। তাই রাতের পর রাত জেগে খুজতে খুজতে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং সেগুলোকে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়য় এর ক্লাসে নোট লিখার মতন, খাতায় লিখে রাখা শুরু করি। একসময় আমাদের কাছে এই কাগজগুলোর স্তুপ হয়ে যায়।
যাই হোক ২০১৪ সাল থেকে মুলত আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেডিং এর যাত্রা শুরু হয়। এরপর থেকে এখন অবধি এই ট্রেডিং এর সাথে আমরা সম্পৃক্ত। ২০১৫ সালের দিকে, আমরা একটি অফিস নেই (শুধুমাত্র ট্রেডিং করার জন্য)। সেই সময়ে পুরাতন কাগজ থেকে “ফরেক্স সম্পর্কিত আমাদের সেই নোটগুলোর অস্তিত্ত” খুঁজে পাই এবং চিন্তা করি, এগুলোকে ফেলে না দিয়ে কিছু একটা করা দরকার।
২০১৬ সালের দিকে আমরা FXBangladesh.com এর যাত্রা শুরু করি, যেটির মুল উদ্দেশ্য ছিল, কাগজের এই নোটগুলোকে ডিজিটাল উপায়ে সংরক্ষন করা। অল্প কিছুদিনের মধ্যে, মানুষজন আগ্রহ নিয়ে আমাদের এই নোটগুলো পড়া শুরু করেন। অর্থাৎ, তখন আমরা বুঝতে পারি, বাংলাদেশে অনেকেই ফরেক্স ট্রেডিং শিখতে আগ্রহী। সেই আগ্রহ থেকে অনুপ্রানিত হয়েই আমাদের কাজ করার গতিতে আসে আমুল পরিবর্তন।
ফরেক্স ট্রেডিং বই – গাইড
২০১৭ সালে আমরা ফরেক্স ট্রেডিং বই এর ১ম সংস্করণ প্রকাশ করি, তখন আমাদের চিন্তা ছিল এই নোটগুলো থেকে যাতে সবাই ফরেক্স ট্রেডিং শিখতে পারে। তবে আমরা বুঝতে কিছুটা ভুল করেছিলাম, কিভাবে সেটি পড়ে আলোচনা করবো।
এই গাইডটি বেসিক কিছু বিষয় নিয়ে তৈরি করা যেটি থেকে আপনি ফরেক্স ট্রেডিং এর শুরুর কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন। একদিকে থেকে বলতে পারবেন, ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার হাতেখড়ি হবে এই বই কিংবা গাইডটির মাধ্যমে।
এই গাইডটি ডাউনলোড করার জন্য অনুগ্রহ করে উপরের ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন।
ফরেক্স ট্রেডিং বইটি অল্প সময়েই বেশ ভালো জনপ্রিয়া পায় এবং আমরা বুঝতে পারি, এই গাইডে প্রদত্ত বিষয়গুলো ধীরে ধীরে আগের ধ্যান-ধারনার হয়ে যাচ্ছে। অর্থাৎ, ট্যাকনিক কিংবা কৌশল, বিভিন্ন টার্ম এর ব্যাখ্যা, কাজের ধরন, ইত্যাদি বিষয়গুলো দিন বাড়ার সাথে সাথে আপডেট হওয়া প্রয়োজন। যেটি ফরেক্স ট্রেডিং বই আকারে থাকেলে ভবিষ্যতে আপডেট করা খুবই কষ্টকর এবং সময়-সাপেক্ষ।
তাই আমরা এই গাইডের পরিবর্তে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নেই, যেটি হচ্ছে অনলাইনে ফরেক্স ট্রেডিং স্কুল।
ফরেক্স ট্রেডিং স্কুল
২০১৮ সাল থেকে শুরু হওয়া আমাদের অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেনিং স্কুল যেটি বাংলা-ভাশাবাসিদের জন্য প্রথম একটি পুরনাঙ্গ ট্রেডিং শিখার সিস্টেম। সাধারন, স্কুলে আমরা যেইভাবে সিলেবাস আকারে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করি, সেটিই একটি সংস্করণ হচ্ছে এই অনলাইন ট্রেনিং পোর্টাল।
এখানে আপনি ঘরে বসেই, ফরেক্স এবং ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন “ধারাবাহিক ভাবে”। অর্থাৎ, যেভাবে আমরা স্কুলের সময়ে, ক্লাস ১, ক্লাস ২, ক্লাস ৩ এভাবে পর্যায়ক্রমে SSC পরিক্ষার জন্য প্রস্তুতি নেই। ঠিক একই রকম করে এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালিত হয়।
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ ২০২২ সালে পর্যন্ত এই ট্রেনিং পোর্টালে সর্বমোট রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৭৫,০০০+ শিক্ষার্থী এবং প্রতি বছর প্রায় ৪,৫০০ ট্রেডার আমাদের সাথে থেকে ট্রেনিং গ্রহন করার মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখছেন।
এই ট্রেনিং পোর্টালটিতে বেশকিছু গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে যেগুলো ধারাবাহিকভাবে আপনাকে শুরু থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে এবং শিখতে সহায়তা করবে। এই কোর্সগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছি এতে করে আপনি বুঝতে পারবেন, কোন কোর্সটি মুলত কি ধরনের কাজ করে।
কোর্সগুলোর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো এতটাই সাবলীল এবং সহজ মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে করে আপনি বিষয়গুলো সহজে বুঝতে পারেন এবং রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারেন। আমাদের এই ট্রেনিং পোর্টাল সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে ফরেক্স ট্রেনিং পোর্টাল ক্লিক করে দেখে নিতে পারেন।
এছাড়াও, এই ট্রেনিং প্রোগ্রামের তথ্য জানার জন্য অনুগ্রহ করে ট্রেনিং সাইটম্যাপ ক্লিক করেও জেনে নিতে পারেন।
ট্রেডিং বই নাকি স্কুল?
আপনার মনে প্রশ্ন হতে পারে, গাইডই ভাল। সহজে শিখা যায়। পড়তে ইন্টারনেটের প্রয়োজন হয়না। ইত্যাদি ইত্যাদি। আমরাও এই বিষয়টি মাথায় রেখেই ফরেক্স ট্রেডিং বই এর ১ম সংস্করণ ২০১৭ উন্মুক্ত করেছিলাম। তবে সবথেকে বড় যেই সমস্যাটি রয়েছে, সেটি হচ্ছে নিয়মিত বিষয়গুলোকে আপডেট করা।
যেমন ধরুন, আপনি আমাদের এই গাইড থেকে একটি বিষয় শিখে নিলেন। গাইডটি আপনি ডাউনলোড করে নিয়েছেন। এখন যদি গাইডের কোনও নির্দিষ্ট টপিকের তথ্য আমরা আপডেট করি, তাহলে আপনি সেটি কিভাবে পাবেন?
এছাড়াও, গাইড থেকে শিখার পর, আপনার মনে কোনও প্রশ্ন থাকলে সেটি আমাদের সাথে কিভাবে শেয়ার করবেন?
এই দুইটি কারনেই মুলত আমরা ফরেক্স ট্রেডিং বই এর ডিজিটাল সংস্করণ হিসাবে অনলাইন ট্রেনিং পোর্টালটি শুরু করি। এখানে প্রকাশিত বিভিন্ন কনটেন্টগুলোর নিয়মিত আপডেট প্রদান করা হয় যেটি আপনি চেক করে নিতে পারেন। এছাড়াও, নতুন করার কনটেন্ট তৈরি করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে ইমেইলের মাধ্যমে আপডেট পৌঁছে যাবে।
তাছাড়া, আর্টিকেল, লেকচার নিয়ে যদি কোনও প্রশ্ন থাকে তাহলেও সেটি তাৎক্ষনিক কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন যেটি আমাদের সাথে যুক্ত প্রফেশলা ট্রেডাররা নিয়মিত উত্তরও প্রদান করে থাকে। এই বিশেষ কিছু কারনে, আমাদের এই অনলাইন ট্রেনিং পোর্টাল এর জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং, আপনিও যদি ফরেক্স সম্পর্কে শিখতে চান, তাহলেই রেজিস্ট্রেশন করে শিখা শুরু করুন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
কি বই পাওয়া যাবে
পরামর্শ থাকবে, আমাদের বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টালে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ট্রেডিং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো শিখে নেয়ার। কেননা সেখানে ধারাবাধিকভাবে আপনি বিষয়গুলো জানতে এবং শিখতে পারবেন। লিংক – https://fxbd.co/training
Ami forex Sikhte cai
ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালে দেখুন। এখানে ট্রেডিং এর বিষয়গুলো পর্যায়ক্রমে জানতে এবং শিখতে পারবেন। লিংক – https://fxbd.co/training
আপনাদের সাথে কাজ করতে চাই।।
কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার জন্য আমাদের একটি অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টাল রয়েছে। আপনি চাইলে সেখান থেকে ট্রেডিং করা শিখতে পারেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training
ভালো
মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং এর ডলার ডিপোজিট এবং উত্তলন প্রক্রিয়া বিস্তারিত জানতে চাই। ফরেক্স ট্রেডিং এর অনলাইন সংস্করণটি ডাউনলোড করতে চাই। এজেন্ট নিতে বাংলাদেশের নির্ভরযোগ্য কোথায় কোথায় যোগাযোগ করা উচিৎ, যাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স সমূহে অংশগ্রহণ করা সম্ভব এবং যাদের স্বচ্ছতা ১০০%. আমার ইমেইলে তথ্য উপাত্ত পাঠালে কৃতজ্ঞ থাকব।ইনশাআল্লাহ।
প্রশ্ন এবং মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিষয়টি খুব শীঘ্রই ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন। আমাদের পক্ষ থেকে ইমেইলে আপডেট পেয়ে যাবেন আশা করছি।