Successful Trader – আমরা অনেকেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে আগ্রহী থাকি, কিন্তু ভালো করে ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনেই ট্রেড শুরু করে দেই। অল্প কিছুদিন প্রাকটিস ট্রেড করেই আমারা রিয়েল ট্রেড করা শুরু করে দেই।
আমরা মনে করি ফরেক্স মার্কেট খুব সহজ এবং কম সময়ে অনেক বেশী প্রফিট করা যায়, এই জন্য ভালো করে না জেনেই ফরেক্স ট্রেড করা শুরু করে দেই। ভবিষ্যৎ লস এর জন্য এই ধারণা হচ্ছে সবচেয়ে বড় কারণ।
আমাদের দেখা, প্রায় ৯০ শতাংশ ট্রেডারই ভুল চিন্তা নিয়ে নতুন অবস্থায় ফরেক্স ট্রেডিং এর যাত্রা শুরু করেন এবং এর পরিণাম হয় ভয়াবহ! একটি প্রশ্ন করছি, আপনি কি মনে করেন? ফরেক্স ট্রেডে প্রফিট করা কি খুব বেশী সহজ?
খুব অপ্রিয় সত্যি কথাটা হচ্ছে, এটি সম্পূর্ণভাবেই একটি মিথ্যা ধারনা। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যতটা সহজ তার থেকে বড় কষ্ট হচ্ছে নিজের বিনিয়োগকৃত এমাউন্টকে টিকিয়ে রাখা। আমাদের এমন অনেক পরিচিত মুখ আছে যারা প্রাথমিক অবস্থায় খুব ভালো প্রফিট করেছে কিন্তু সবশেষে তাদের বিনিয়োগকৃত এমাউন্টকে টিকিয়ে রাখতে পারেননি। যেটা খুবই দুঃখজনক। আজকে আমরা আপনাকে একজন Successful Trader এর কিছু গুরুত্বপূর্ণ গুন/কৌশল নিয়ে আলোচনা করবো।
শিখার মানুশিকতা
কথায় আছে, “শিখার কোনও শেষ নেই” আর ফরেক্স মার্কেটে এটা আপনার কোনও দিনও শেষ হবে না। আপনি যত ট্রেড করবেন ততো বেশী শিখবেন। আপনি যখন একদম প্রাথমিক পর্যায়ে ফরেক্স ট্রেড শিখেবন, তখন আপনার সামনে কিছু অপরিচিত বিষয় আসবে- যেমনঃ ট্রেডলাইন, সাপোর্ট, রেসিস্টেন্স, পিভট পয়েন্ট আরও অনেক কিছু।
বুঝতে পারবেন না এগুলো কি? বা কেন কাজ করে? গুগল থেকে অনেক কিছু খোঁজার চেষ্টা করবেন তারপরেও হয়তোবা বুঝতে পারবেন না। ফলশ্রুতিতে, হতাশ হয়ে শিখার চেষ্টা ছেড়ে দিবেন অথবা কারও কাছে টাকার বিনিময়ে ট্রেড শিখার জন্য যাবেন।
তারপর, কিছুদিন প্রাকটিস ট্রেড করবেন এবং এখানে আপনি কিভাবে মার্কেটে ট্রেড করতে হয় সে বিষয়ে শিখবেন। বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের ব্যবহার, ট্রেডলাইন, সাপোর্ট, রেসিস্টেন্স, পিভট পয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে ধারনা নিবেন। আপনার মনে হবে, এখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানেন।
তারপর চলে যাবেন রিয়েল ট্রেডে। এখানে আপনি অল্প কিছু বিনিয়োগ করে ট্রেড শুরু করবেন। প্রফিটও করবেন আবার লসও করবেন। আপনার মনে হবে কোথাও কোনও কিছু জানতে মিস করে গেছেন এবং এই পর্যায়ে আপনি আবারও ট্রেড সম্পর্কে জানার জন্য গুগল থেকে খোঁজা শুরু করবেন এবং সব লিংক ক্লিক করে জানা শুরু করবেন।
দুই-তিন বছর ট্রেড করার পরও আপনার মনে হবে আপনি কিছুই জানেন না এবং আপনার আবার আরও অনেককিছু শিখতে হবে।
বুঝতেই পারছেন, শিখার কোনও শেষ নেই। যখনই আপনি মনে করবেন, আপনি সব জেনে গেছেন-বুঝবেন, এখনও অনেক কিছু জানার বাকি আছে!
ধৈর্য
ফরেক্স মার্কেটে ট্রেড করা মানেই আপনাকে অনেক ধৈর্যের অধিকারী হতে হবে। প্রাথমিক পর্যায়ে, অনেকেই আছেন লস খেয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নেন। মনে মনে বলেন, এটা খুবিই রিস্কি এবং এখান থেকে প্রফিট করা সম্ভব না।
আমরাও সবসময় বলি, “ফরেক্স মার্কেট অনেক রিস্কি” কিন্তু একটা প্রবাদ আছে- “No Risk No Gain”
ফরেক্স ট্রেডে প্রবেশ করার আগেই আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, ধৈর্য ধরে শিখতে এবং ট্রেড করতে পারবেন কিনা? যদি বুঝতে পারেন-এটা আপনার জন্য না, তাহলে আগে থেকেই ফরেক্স মার্কেট থেকে বিদায় নিন। এতে আপনার মূল্যবান সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে।
ইচ্ছাশক্তি
আমরা মনে করি, ফরেক্স মার্কেটে পাগলেও প্রফিট করতে পারে।
ফরেক্স মার্কেটে লস খাওয়া যতটা সহজ তার থেকে অনেক বেশী সহজ, প্রফিট করতে পারা। কিন্তু সেটির জন্য আপনার মধ্যে প্রফিট করার ইচ্ছাশক্তি থাকতে হবে। একজন Successful Trader হতে হলে আপনাকে সবসময় প্রফিট করার ইচ্ছা নিজের মধ্যে পোষণ করতে হবে। এই ইচ্ছাশক্তির কারনেই আপনি অনেক বেশী কৌশলী হয়ে উঠবেন যা আপনাকে ভবিষ্যতে একজন ভালো ট্রেডার হতে সহায়তা করবে।
আপনাকে মনে রাখতে হবে, ফরেক্স মার্কেটে প্রফিট করাটা কষ্টের কিছুইনা (যদি আপনি ভালো করে ট্রেড সম্পর্কে শিক্ষা অর্জন করেন)। তবে সেজন্য আপনাকে শিখতে হবে, কেননা শিখার কোনও বিকল্প নেই।
পেশা হিসাবে ফরেক্স ট্রেড
ফরেক্স মার্কেট থেকে আপনি তখনই ভালো প্রফিট করতে পারবেন যখন আপনি এটাকে পেশা হিসাবে গ্রহন করবেন। আপনি কোনও কাজে তখনই সফলতা পাবেন যখন আপনি আপনার কাজকে ভালো করে বুঝে, চিন্তা করে কোনও পদক্ষেপ নিবেন, ফরেক্স মার্কেটেও এর কোনও বিকল্প নেই।
আপনাকে, অন্যান্য ব্যবসা কিংবা চাকরির মতন ফরেক্স ট্রেডকেও গ্রহন করতে হবে। অন্যান্য কাজে যেমন সময় দেন ঠিক তেমনই আপনাকে এই মার্কেটও সময় দিতে হবে। এছাড়া আপনি কখনোই একজন Successful Trader হতে পারবেন না।
পেশাগত দিক থেকে ফরেক্স ট্রেডিং অনেক ভালো এবং প্রফিটেবল। এখানে আপনিই, আপনার নিজের বস। প্রচুর সময়, অধ্যবসায়, নিজের বিচার-বিশ্লেষণ করার মাধ্যমে আপনি নিজেই – নিজেকে একজন Successful Trader হিসাবে গড়ে তুলতে পারবেন।
বিঃদ্রঃ একটা কথা সবসময় মনে রাখবেন ফরেক্স মার্কেট খুবই ঝুঁকি প্রবন কিন্তু পৃথিবীতে ঝুঁকি ছাড়া কোনও সাফল্য, কখনোই আসে না। আপনি যাই করেন না কেন, সবকিছুতেই আপনাকে ঝুঁকি নিতেই হবে। তারপরও, আমরা কখনোই আপনাকে এই ঝুঁকির মধ্যে লাফ দিতে বলবো না।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
আসসালামু আলাইকুম। আমার কাছে সব অগোছানো মনে হচ্ছে
আমি কোথা থেকে শুরু করব ?
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যদি নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে সার্চ বক্সে সার্চ করার মাধ্যমে সেটি সম্পর্কে জেনে নিতে পারেন। কিংবা আপনি যদি ধারাবাহিকভাবে ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের অনলাইন কোর্স রয়েছে, সেগুলোতে ধারাবাহিকভাবে অংশ নেয়ার মাধ্যমে বিষয়গুলো শিখতে পারবেন। লিংক – https://fxbd.co/training
আমি ফরেক্স প্রফেশনাল হিসাবে নিতে চাই। আমার বয়স ৫২ বছর। আমি ২/১ জায়গায় ট্রেনিং নিয়েছি। গার্মেন্টস সেক্টরে জব এর কারণে পর্যাপ্ত সময় দিতে পারি না,সেজন্য লাইভ ট্রেড করে উঠা হয়না।আপনাদে কিছু পেইড কোর্স আছে যা আমি নিব। আমার বয়সের কারণে আমার জব কন্টিনিউ করতে পারছিনা।তাই ফরেক্সকে পেশা হিসাবে নিতে চাই। আমি ডেমো প্রেক্টিস করছি। আমাি প্রফেশনাল ট্রেডারের মতোই প্রেক্টিস করছি।রেজাল্ট ভালো মনে হয়।আমি আপনাদের সহযোগিতা কামনা করি।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং এর জন্য বয়স এবং পেশা কোনও ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে, আপনি এই মার্কেটকে কতটা ভালো করে বুঝতে সক্ষম এবং নিজ ট্রেডিং কৌশল। এই দুইটিই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রফেশন হিসাবে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং করার জন্য অবশ্যই মনে রাখবেন, শিখার কোনও বিকল্প নেই! যত শিখবেন, ততই জানবেন। আর সহায়তা করার জন্য আমাদের সাথে যেকোনো সময় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন – [email protected]
apnader artikel gulo khub valo lage. ami mone kori sudhu apnader page a fx sekha somvob……
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আপনাদের সহায়তা করার জন্য। ট্রেডিং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের কমিউনিটি পোর্টালে যুক্ত হতে পারেন। লিংক – https://fxbd.co/community
Khub sundor
মতামতের জন্য ধন্যবাদ।
ট্রেডিং সম্পর্কিত আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের ট্রেডিং কমিউনিটিতে যুক্ত হউন। – https://fxbd.co/2UHyEjw
good forex trader need patience, willpower, luck & mercy.