Forex Bangla News- বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা এই সপ্তাহের বৃহস্পতিবারের Organization of Petroleum Exporting Countries এর তেলের উৎপাদনের চুক্তির উপর তাদের লক্ষ্য রাখবেন।
এদিকে, বিনিয়োগকারীরা এই সপ্তাহের বুধবারে অনুষ্ঠিত Federal Reserve’s-Meeting Minutes এর উপরে তাদের নজর রাখবেন কেননা এখান থেকে পরবর্তী U.S. rate hike এর দিক নিরদেশনা পাওয়া যেতে পারে।
সেই সাথে, first-quarter U.S. growth data এর সংশোধনী প্রকাশনার উপর বিনিয়োগকারীরা আগ্রহী থাকবেন কারন এই ফলাফল বিশ্বের বৃহত্তম অর্থনীতির শক্তির পরিমাণ সম্পর্কে তাদের অবিহিত করবে।
অন্যদিকে, ট্রেডাররা euro zone business activity এর সার্ভে ডেটা এর উপর চোখ রাখেবন। গত কয়েক সপ্তাহের মধ্যে EURO সবচেয়ে বেশী শক্তিশালী অবস্থায় আছে।
1. OPEC Meeting
Petroleum Exporting দেশগুলোর তেলমন্ত্রীরা আগামি ২৫-মে Vienna তে একটি সভায় জুন মাসের তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে একত্রিত হবেন। গত বছরের নভেম্বরে, OPEC এবং 11 other non-OPEC উৎপাদনকারী তার সাথে Russia, January 1 থেকে June 30 পর্যন্ত তেলের উৎপাদন প্রতিদিন 1.8 million barrels একটি চুক্তি সাক্ষর করেছিল।
বেশীরভাগ মার্কেট বিশ্লেষকের মতে, March 2018 এর আগ পর্যন্ত তেলের উৎপাদন কম রাখা হবে বলে আশা করা যায়।
2. Fed FOMC Meeting Minutes
The Federal Reserve, বুধবার রাতে (00:00 বৃহস্পতিবার) তাদের সর্বশেষ পলিসি মিটিং নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন যেখানে Fed policymakers তাদের আসন্ন ইন্টারেস্ট রেট নিয়ে তাদের নিজস্ব ভাবনা তুলে ধরবেন।
এই সপ্তাহে Minneapolis Fed President Neel Kashkari, Philadelphia Fed President Patrick Harker, Federal Reserve Governor Lael Brainard এবং Chicago Fed President Charles Evans জনসম্মুখে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরবেন।
Kashkari এবং Harker, মঙ্গলবার তাদের বক্তব্য প্রদান করবেন।
Dallas Fed President Robert Kaplan বুধবার তার বক্তব্য প্রদান করবেন।
সবশেষে বৃহস্পতিবার, Lael Brainard এবং James Bullard তাদের নিজস্ব ভাবনার কথা তুলে ধরবেন।
Federal Reserve তাদের সর্বশেষ (May 3) পলিসি মিটিং এ ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রেখেছিলো কিন্তু সেখান থেকে এই বছরে এরও দুইবারের জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর নির্দেশনা এসেছিলো।
3. U.S. Revised 1st Quarter Growth Data
U.S. শুক্রবার 18:30 তাদের first-quarter economic growth এর সংশোধনী তথ্য প্রকাশ করবে।
সেই সাথে, new home sales, existing home sales, weekly jobless claims, consumer sentiment and durable goods orders এর রিপোর্ট প্রকাশ করা হবে।
এছাড়া বিনিয়োগকারীরা, ট্র্যাম্পের নির্বাচনী প্রচারণাতে রাশিয়ার কোনও হস্তক্ষেপ ছিল কিনা তা তদন্ত করে দেখার জন্য Washington এর প্রকাশিত মন্তব্যের উপরে দৃষ্টি রাখেবন।
4. U.K. First Quarter GDP – Second Estimate
বৃহস্পতিবার U.K. first-quarter economic growth এর ডেটা 14:30 এ প্রকাশিত হবে।
এই রিপোর্ট সামগ্রিক অর্থনীতির, শেষ একচতুর্থাংশ এর প্রবৃদ্ধি 0.3% এর পূর্বাভাস প্রদান করবে। যেখানে বিনিয়োগকারীরা Britain এর European Union থেকে বের হয়ে যাওয়ার ফলে তাদের অর্থনীতির ধীর গতির জন্য উদ্বিগ্ন।
এছাড়া ট্রেডাররা মঙ্গলবারের, Bank of England’s এর প্রকাশিত Inflation Report এর উপরও নজর রাখবেন।
5. Flash Euro Zone PMIs for May
মঙ্গলবার, euro zone তাদের manufacturing এবং service sector activity (14:00) এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে।
এর আগে France এবং Germany তাদের নিজস্ব PMI reports (13:00 এবং 13:30) প্রকাশ করবে।
Forex Bangla News, সূত্র- রয়টার্স