Forex Bangla News- সোমবার বিশ্ববাজারে তেলের প্রাইস কিছুটা বেড়েছে।
Brent Crude, $0.50 বেড়ে প্রতি ব্যারেল $54.11 পর্যন্ত গিয়েছিল। যেখানে light crude ও $0.50 বেড়ে $50.83 প্রাইস স্পর্শ করেছিল।
এই দুইটি, এই মাসের লো প্রাইস থেকে প্রায় 10% বেড়ে অবস্থান করছে।
গত বছরের নভেম্বরে, OPEC এবং 11 other non-OPEC উৎপাদনকারী তার সাথে Russia, January 1 থেকে June 30 পর্যন্ত তেলের উৎপাদন প্রতিদিন 1.8 million barrels একটি চুক্তি সাক্ষর করেছিল। বেশীরভাগ মার্কেট বিশ্লেষকের মতে, March 2018 এর আগ পর্যন্ত তেলের উৎপাদন কম রাখা হবে বলে আশা করছেন এবং এই সম্ভাব্য আউটপুট কাট এর কারনে তেলের ঊর্ধ্বমুখী প্রাইসে অবস্থান করছে।
U.S. Energy Information Administration (EIA) এর তথ্য মতে, 2017 সালে OPEC net oil export revenues কিছুটা বাড়বে।
Goldman Sachs (NYSE:GS) এর মতে, নতুন তেল উৎপাদনের জন্য U.S. rig count, গত বছরের তুলনায় 128% বেড়ে 404 টি করা হয়েছে। যার কারনে, U.S. oil production 10% বেড়ে প্রায় 900,000 bpd অবস্থান করছে যেটা mid-2016 পর্যন্ত 9.3 million bpd ছিল।