Gold প্রাইস কিছুটা নিম্নমুখী, লক্ষ্য বুধবারের Fed’s policy meeting

0
74

Bangla Forex News- গোল্ড প্রাইস, মঙ্গলবার North American trade সেশনে কিছুটা কমে মার্কেটে অবস্থান করছে যেখানে বিনিয়োগকারীরা তাদের দৃশটি গোল্ডের থেকে বুধবার রাতের Federal Reserve এর মিটিং এর উপরে লক্ষ্য রাখছেন।

Comex gold futures, $2.00 অথবা 0.2% এর আশেপাশে প্রতি troy ounce $1,259.63 (06:20GMT+6) এ ছিল যেখানে Spot Gold এর প্রাইস ছিল 1,259.68।

Minneapolis Fed President Neel Kashkari তার বক্তব্য 3:15PM ET প্রদান করবেন যেখানে Philadelphia Fed President Patrick Harker সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে New York সময় 5:00PM তার বক্তব্য রাখবেন।

বিনিয়োগকারীরা বুধবারের Fed’s latest policy meeting এর উপর লক্ষ্য রাখবেন যেখান থেকে পরবর্তী U.S. rate hike এর দিক নির্দেশনা পাওয়া যেতে পারে।

এদিকে Dollar Index, New York morning trade সেশনে 96.97 অবস্থান করছিল যেটা গত রাতের ৬ মাসের মধ্যে নিম্ন 96.90 পয়েন্টে ছিল। নভেম্বর এর, U.S. Election এর পরে এটাই ছিল Dollar Index এর সর্বনিম্ন অবস্থান।

এদিকে, গোল্ড Asian Trading সেশনে সর্বোচ্চ $1,263.80 স্পর্শ করেছিল যার প্রধান কারন ছিল Manchester এ pop concert এর মারাত্মক বিস্ফোরণ। যেখানে কমপক্ষে, ২২ জন নিহত হন এবং প্রায় ৫৯ জন আহত হন। এদিকে, UK প্রেসিডেন্ট Theresa May আজকে একটি প্রেস ব্রিফিং এ- জুনের ৮ তারিখের প্রেসিডেন্ট নির্বাচন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন এবং এর পর থেকে মার্কেটে পাউন্ড এর নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here