Bangla Forex News- বৃহস্পতিবার New York Trade সেশনে, Dollar প্রধান প্রধান কারেন্সির বিপরীতে কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। আজকের U.S. jobless claims data এর পজিটিভ নিউজের পর Dollar Index কিছুটা শক্তিশালী হতে থাকে।
EUR/USD, মঙ্গলবারের ৬ মাসের হাই 1.1268 থেকে 0.11% নেমে অবস্থান করছে 1.1204 (GMT+6)।
U.S. Department of Labor এর তথ্য অনুযায়ী এবারের initial jobless claims 1000 বেড়ে 234,000 এ রয়েছে যেখানে গত সপ্তাহের সর্বমোট পরিমাণ ছিল 233,000।
বুধবার রাতের Fed’s Meeting এর সভা অনুযায়ী, Fed খুব শীঘ্রই পরবর্তী interest rates hike এর ব্যাপারে আশাবাদী কিন্তু সাথে আরও বলা হয় “U.S অর্থনৈতিক অবস্থার উপর আরও বিচক্ষণ দৃষ্টিভঙ্গির প্রয়োজন”।
এদিকে GBP/USD, U.K. Office for National Statistics এর প্রকাশিত GDP এর দুর্বল রিপোর্ট প্রকাশিত হবার পর 0.14% নেমে 1.2953 রয়েছে। প্রকাশিত এই রিপোর্ট 2016 এর প্রথম তিনমাসের মধ্যে সবচেয়ে কম।
অন্যদিকে USD/JPY, 0.25% বেড়ে এর বিনিময় হার ছিল 111.77 এবং USD/CHF পআজকে সারাদিন প্রায় স্থির অবস্থান ধরে রেখেছে 0.9724।
Australian এবং New Zealand dollars কিছুটা দুর্বল ভাবে মার্কেটে অবস্থান করছে। AUD/USD , 0.52% কমে 0.7467 এবং NZD/USD, 0.17% কমে রয়েছে 0.7037।
এছাড়াও USD/CAD, 0.19% বেড়ে আজকে এর বিনিময়হার ছিল 1.3433 যেটা গতকালকের সর্বনিম্ন ছিল 1.3388।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।