IQ Option ব্রোকার পরিচিতি

13
4943
iq option broker
iq option

IQ Option

IQ Option ব্রোকার পরিচিতি- বাইনারি ট্রেড অনেকাংশে ফরেক্স মার্কেটের থেকে বেশী জনপ্রিয়। আমাদের বাংলাদেশেই প্রচুর ট্রেডার আছেন যারা বাইনারি-অপশন ট্রেডিং করে থাকেন। সবচেয়ে বেশী জনপ্রিয়তার পিছনে এর প্রধান কারন হচ্ছে বাইনারি ট্রেডিং এ ফরেক্স মার্কেটের মতো প্রফিট নেয়ার জন্য অপেক্ষা করতে হয় না কারন বাইনারি ট্রেডিং হচ্ছে ছোট সময়ের জন্য ট্রেডিং। অল্প সময়েই ট্রেড ক্লোজ করা যায় বলে অনেকেই এই ট্রেডকে অনেক বেশী পছন্দ করে থাকেন।

এই আর্টিকেল গুলো আপনার IQ Option সম্পর্কে জানতে কাজে আসবে,

ফরক্স ট্রেড করার মতই বাইনারি ট্রেড করতে হলে আপনাকে কোন না কোনও ব্রোকারের থেকে ট্রেড করতে হবে। আজকে আমরা বাইনারি ট্রেডের একটি ব্রোকার IQ Option নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো।

ব্রোকার হিসাবে IQ Option কেমন?

আপনি যেকোনো ব্রোকারেই বাইনারি ট্রেড করতে পারেন কিন্তু যদি আমাদের পরামর্শ চান তাহলে আমরা বলবো IQ Option Broker এর নাম। বাইনারি ব্রোকার হিসাবে এই ব্রোকার অনেকদিন ধরে সার্ভিস প্রদান করছে এবং আমাদের দেশেও আপনি এই ব্রোকারে ট্রেড করতে পারেন।

নির্ভরশীলতার কথা যদি বলেন তাহলে, এই ব্রোকার বাইনারি ট্রেডিং মার্কেটে অনেক বেশী জনপ্রিয়। এর মোবাইল ট্রেডিং প্লাটফর্ম Play Store থেকে এ পর্যন্ত ডাউনলোড হয়েছে প্রায় ১ কোটি (10 Million) বারেরও বেশী। সেই সাথে এটি একটি রেগুলেটেড বাইনারি ট্রেডিং ব্রোকার এবং পর্যন্ত এটি প্রচুর পরিমাণ এ্যাওয়ার্ড অর্জন করেছে।

ট্রেডিং প্ল্যাটফর্ম

এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনি বিভিন্নভাবে এই ব্রোকারে ট্রেড করতে পারবেন। Web Trader, PC/Laptop Trading App, Android এবং IOS যেকোনো প্ল্যাটফর্মে আপনি এই ব্রোকারে ট্রেড করতে পারবেন।

ট্রেডিং প্ল্যাটফর্মের সহজে ব্যবহার করার সাথে সাথে এর ইউজার ইন্টারফেস, ট্রেডিং এক্সিকিউশন, বিভিন্ন ধরনের ট্রেডিং ইন্ডিকেটর ব্যবহার এবং সেই সাথে এদের ২৪/৭ কাস্টমার সাপোর্ট সব মিলিয়ে একটি পারফেক্ট বাইনারি ব্রোকার হিসাবে আপনিও আপনার বাইনারি ব্রোকার হিসাবে IQ Option এর সাথে ট্রেড করতে পারেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলAffiliate Marketing নিয়ে কাজ করতে চান?
পরবর্তী আর্টিকেলWesternFX Broker পরিচিতি
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

13 কমেন্ট

  1. ভাই আপনার ওয়েবসাইটি আমার পছন্দ হয়েছে। তাই আপনাকে ধন্যবাদ। আমার একটা অনুরোধ বাইনারী বাংলা বিডিএফ বুক কিভাবে আপনার কাছ থেকে পাওয়া যাবে যদি জানানান তাহলে আমি নবাগত হিসাবে আপনার নিকট কৃতজ্ঞ থাকিব।

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বাইনারি ট্রেডিং সংক্রান্ত এখন পর্যন্ত কোনও গাইড আমাদের নেই। তবে ফরেক্স ট্রেডিং এর জন্য আমাদের একটি গাইড রয়েছে যেটি ট্রেডিং এর জন্য আপনার সহায়ক হিসাবে কাজ করবে বলে আশা করি। লিংক – https://fxbd.co/fxguide

  2. ডাস বাংলা একাউন্ট স্টেটমেন্ট দিয়ে কি একাউন্ট ভেরিফাই করা যা??
    জানালে উপকৃত হব

    • প্রশ্ন এর জন্য ধন্যবাদ।
      লোকাল যেকোনো ব্যাংক এর স্টেটমেন্ট দিয়েই আপনি এই ব্রোকারে একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই, স্টেটমেন্ট এর মেয়াদ ইস্যু এর তারিখ থেকে ৯০ দিনের মধ্যে থাকতে হবে এবং সেটিতে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর এবং সিল থাকলে হবে।

      ধন্যবাদ।

    • এই ব্রোকারে ফান্ড উত্তোলন করতে কোনও বিধিনিষেধ কিংবা বাধ্যবাধকতা নেই। রেগুলেটেড এই ব্রোকারে আপনি নির্ভয়ে যেকোনো একাউন্ট এর লেনদেন করতে পারবেন।

  3. বিকাশ দিয়ে কি ডিপজিট করা যায় বা এমন কোন সাইট আছে কি বিকাশ দিয়ে ডিপজিট করা যায়?

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। আন্তরিকভাবে দুঃখিত, এই ব্রোকারে বাংলাদেশ থেকে neteller এবং skrill ব্যাতিত ভিন্ন কোনও মাধ্যমে ট্রেড কিংবা ডিপোজিট করার কোনও সুযোগ নেই। আমাদের পরামর্শও হচ্ছে ডিপোজিট করার জন্য নেটেলার ব্যবহার করুন। কিভাবে নেটেলার একাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে এই লিংক থেকে পড়ে নিন। লিংক – https://fxbd.co/2MaJCNi

  4. বাংলাদেশ থেকে ট্রেড করার জন্য ডিপোজিট এবং উত্তোলন করতে গেলে কোন আইনি ঝামেলা পোহাতে হবে?? কারণ ইতোমধ্যে নেটেলার এবং স্ক্রিল বন্ধ করা হয়েছে।

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। বাংলাদেশে নেটেলার এবং স্ক্রিল এর সকল ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু রয়েছে। সাময়িকভাবে সেটিকে বন্ধ করা হলেও ৪/৫ দিন পরে পুনরায় সেটিকে চালু করে দেয়া হয়েছে। আশা করছি এই দুইটি পেমেন্ট সিস্টেম ব্যাবহার করতে কোনও সমস্যা হবে না।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here