Trading Time- ফরেক্স ট্রেড করার আদর্শ সময়

18
16547
Forex Trading Time
Forex Trading Time

Forex Trading Time

Forex Trading Time- ট্রেডিং এর জন্য বেস্ট সময় নির্ধারণের আগে আমাদের ফরেক্স মার্কেটের ২৪ ঘণ্টা সময় দেখে নেওয়া উচিত। ফরেক্স মার্কেট টোটাল ৪টা বড় ট্রেডিং টাইম আছে, the Sydney session, the Tokyo session, the London session, and the New York session প্রত্যেকটা ট্রেডিং টাইম তাদের নিজ নিজ লোকাল বিজনেস এর সময় অনুযায়ী খুলে এবং বন্ধ হয়। এই সময়সুচি প্রতি বছর অক্টোবর এবং এপ্রিল মাসে পরিবর্তন হয় কারন, কিছু দেশ Daylight savings time (DST) তে পরিবর্তিত হয়।

– ভিডিও টিউটোরিয়াল –

আপনারা খেয়াল করবেন, প্রতিটা ট্রেডিং সেশনের একটি নির্দিষ্ট সময়ে দুটি আলাদা আলাদা ট্রেডিং সেশন ওপেন হয়। Summer টাইমে 3:00-4:00 am EDT, Tokyo session এবং London session একসাথে এবং Summer and winter from 8:00 am-12:00 pm ET তে, London session এবং the New York session session একে অন্যকে ক্রস করে।

এই সময়টা হছে পুরো ট্রেডিং সেশনের সবচেয়ে ব্যস্ততম সময় কারন এই সময়টাতে ২ ট্রেডিং সেশনের লেনদেন একসাথে হয় যার কারনে মার্কেট ট্রেডের মুভমেন্ট অনেক বেশি থাকে।

Tokyo Market session

এখানে আমরা Tokyo Trading Time এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরছি,

  • আসলে এই সেশনে শুধুমাত্র জাপানের মার্কেটের ট্রেড হয় এমনটা ভাবার কোন কারন নেই, বিলিয়নের উপর লেনদেন হয় অন্যান্য মার্কেটে যেমন, Hong Kong, Singapore, and Sydney.
  • Tokyo session এ সবচেয়ে বেশি লেনদেনে অংশগ্রহন করে commercial companies (exporters) and central banks. একটা কথা মনে রাখবেন, জাপানের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভরশীল রপ্তানি বাণিজ্যের উপর। জাপানের সাথে চীনা অর্থনীতিও অনেক বেশি পরিমান রপ্তানির উপর নির্ভরশীল যার কারনে এই সেশনে লেনদেনের পরিমানও অনেক বেশি থাকে।
  • এই সময়ে মাঝে মাঝে খেয়াল করবেন Asia Pacific currency যেমন, AUD/USD এবং NZD/USD অনেক বেশি শক্তিশালী হচ্ছে যেমন non-Asia Pacific currency এর বিপরীতে।
  • এই সেশনে কিছু গুরুত্বপূর্ণ Economic News রিলিজ হয় যার কারনে Daily Trader যারা তারা ভালো করে পজিশন নিতে পারেন। যেহেতু দিনের শুরু হয় এই সেশনে যার কারনে এই সেশনের মার্কেটের উপর ভিত্তি করে পরের সেশন গুলর জন্য ট্রেডাররা পজিশন নিজ নিজ কৌশল/পজিশন নিতে পারেন।
  • New York session এ হয়ে যাওয়া বড় মার্কেট মুভমেন্টের পর এই সেশনের মার্কেট মুটামুটি Ranging পজিশনে থাকে। (মার্কেট মুভমেন্ট যেকোনো সময় পরিবর্তনশীল)

কোন পেয়ারে এই সময় ট্রেড করবেন? Tokyo session এ Australia, New Zealand, এবং Japan এর নিউজ রিলিজ হয় তাই এই সেশনে সবচেয়ে সুযোগ হচ্ছে NEWS Trade করা, এছারাও এই সময় Japanese YEN এরও ভালো মুভমেন্ট লক্ষ্য করা যায় কারন ব্যবসায়িক কারনের প্রচুর পরিমাণ Yen এর হাতবদল হয়।

বিঃ দ্রঃ China মার্কেটেরও একটি শক্তিশালী ক্ষমতা আছে যার কারনে China News এই সময়ে বের হলে মার্কেটে বেশি মুভমেন্ট দেখা যায়। Australia এবং Japan, China মার্কেটের উপর অনেকাংশে নির্ভরশীল যার করনে China News এর টাইমে AUD এবং JPY পেয়ার এ ভালো মুভমেন্ট দেখা যায়।

 London Session

এখানে আমরা London Trading Time এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরছি,

  • যেহেতু London session অন্য দুটি মেজর ট্রেডিং সেশনকে ক্রস করে এবং London অর্থনৈতিক বাজারে অনেক বেশি শক্তিশালী তার কারনে অনেক বড় রকমের মদ্রার লেনদেন হয় এই সময়ে, এ কারনে এই সময়ে মার্কেটে liquidity এর পরিমাণ অনেক বেশি থাকে।
  • যেহেতু এই সেশনে সবসেয়ে বেশি লেনদেন হয় তাই, মার্কেটে মুভমেন্ট সবচেয়ে বেশি থাকে।
  • প্রায় সব Market Trend এই সময়ে হয় এবং তা New York session শুরু হবার আগ পর্যন্ত চলতে থাকে।
  • মার্কেট মুভমেন্ট এই সেশনের মাঝামাঝি অনেকটা বন্ধ হয়ে যায়, তার কারন হচ্ছে ট্রেডাররা New York trading period ওপেন হবার জন্য অপেক্ষা করতে থাকেন।
  • London session এর শেষ সময় Market Trend অনেকটা বিপরীতে গিয়ে থাকে তার কারন হচ্ছে European ট্রেডাররা তাদের পজিশন ছেড়ে দিতে থাকেন।

কোন পেয়ারে এই সময় ট্রেড করবেন? সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি Major Currency pair (EUR/USD, GBP/USD, USD/JPY, and USD/CHF) ট্রেড করা। কারন এ গুলোর Spread খুব কম থাকে এবং এই পেয়ার গুলো European session এর নিউজ গুলোর দ্বারা সরাসরি প্রভাবিত হয়।
এছারাও, আপনি Cross Currency এর মধ্যে (EUR/JPY and GBP/JPY) পেয়ার এ ট্রেড করতে পারেন কারন এই পেয়ার গুলোতে অনেক বেশী মুভমেন্ট থাকে।
বিঃ দ্রঃ EUR/JPY and GBP/JPY ক্রস কারেন্সি হবার কারনে এগুলোর spread অনেক বেশী হয়।

New York Session

এখানে আমরা New-York Trading Time এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরছি,

  • সবচেয়ে বেশী Economic Event রিলিজ হয় New York session শুরু হবার আগ মুহূর্তে।
  • আনুমানিক 85% Traders সরাসরি Dollar ($) সাথে জড়িত, যার কারনে যখন বড় ধরনের U.S. Economic Data রিলিজ হয় তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশী থাকে।
  • U.S. session এর মধ্যবর্তী স্থানে মার্কেটের মুভমেন্ট অনেক কম থাকে যার কারন হচ্ছে European market বন্ধ হয়ে যায়।
  • Friday তে, U.S. session এর মধ্যবর্তী স্থানে মার্কেটের মুভমেন্ট একদম ই থাকে না কারন Asian traders এবং European traders রা মার্কেটে লেনদেন বন্ধ করে দেয়।
  • আবার Friday তে, অনেকসময় U.S. session এর শেষদিকে বিপরীতমুখী মার্কেটের সম্ভাবনা থাকে তার কারন হচ্ছে, U.S. Traders সপ্তাহিক ছুটি শুরু হবার আগেই তাদের ট্রেড পজিশন ছেড়ে দেয়। এর কারন হছে, যাতে করে Saturday এবং Sunday এর কোন নিউজের কারনে যাতে পরবর্তী সপ্তাহে তাদের ট্রেডের পজিশনের কোন সমস্যা না হয়।

কোন পেয়ারে এই সময় ট্রেড করবেন? মনে রাখবেন এই সেশনে লেনদেনের
পরিমাণ অনেক বেশী থাকে তার কারন হচ্ছে U.S. and European market একিই সময়ে ওপেন হয়। এই সময়ে সবচেয়ে ভালো হচ্ছে মেজর কারেন্সিতে ট্রেড করা এবং ক্রস কারেন্সিতে না যাওয়া। অন্নদিকে, লেনদেনের সবচেয়ে বড় মাধ্যম হবার কারনে সব ট্রেডাররা U.S. Economic Data রিলিজ হওয়ার উপর নজর রাখে।

যদি এই নিউজগুলো বেশী ভালো অথবা বেশী খারাপ আসে তাহলে মার্কেট পাগলের মতো নাড়াচাড়া করতে থাকে। US Dollar Index (USDX) তখন একদম উপরে অথবা একদম নিচে উঠানামা করতে থাকে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।
পূর্বের আর্টিকেলUS unemployment rate falls to 10-year low
পরবর্তী আর্টিকেলফরেক্স ব্রোকার পরিচিতি
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

18 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ট্রেডিং টাইম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই কোর্সটি থেকে – https://fxbd.co/fyNPe ফ্রি এই কোর্সটিতে অংশ নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। এটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার উপর। অনেক ট্রেডারই আছেন যারা মার্কেট এর মুভমেন্ট বেশী থাকলে ট্রেড করতে পছন্দ করেন। তবে এক্ষেত্রে রিস্কও তুলনামূলক বেশী থাকে। আবার অনেকেই আছেন যারা নিউজ এর সময়ে ট্রেড করেন না। এখন আপনি ঠিক করবেন, কোনটি আপনার পছন্দ।

        • কমেন্ট এর জন্য ধন্যবাদ তবে আপনার প্রশ্নটি সঠিকভাবে বোঝা যায়নি। অনুগ্রহ করে বিস্তারিত খুলে বলার অনুরধ থাকছে। কিংবা আপনি চাইলে সরাসরি আমাদের ইমেইল করে জানাতে পারেন – [email protected] এই আইডিতে।

  1. tokyo ,london,sydney,NEw york এগুলোর সাথে ঢাকার সময়ের ব্যবধান কত?? আর ডে লাইট সেভিংস টাইম কোন মাস থেকে কোন মাস অবদি কাজ করে। ধন্যবাদ

    • ট্রেডিং টাইম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের অনলাইন ট্রেনিং পোর্টাল এর “ট্রেডিং টাইম” অংশে। ফ্রি রেজিস্ট্রেশন করে শিখে নিতে পারেন চাইলে – https://fxbd.co/fyNPe । ডে লাইট সেভিংস শুরু হয় অক্টোবর মাস এর শেষ থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত।

  2. Tokeyo, london, new york, session এ কোনকোন কারেন্সির উপর ট্রেড করলে প্রফিট ভাল হবে?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      যেই দেশের ট্রেডিং সেশন ওই দেশের কারেন্সি পেয়ারের মুভমেন্ট থাকে বেশী। যেমন, ASIA = JPY, Pacific = AUD; London = GBP, EUR ; NewYork = USD

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফরেক্স মার্কেট আন্তর্জাতিক সময় এর ফরমেট অনুযায়ী চলমান থাকে। এর জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ট্রেডিং টাইম 24hrs ফরমেটে উল্লেখিত রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। AM/PM হলে আপনারই পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। যেমন, 12:00 AM = (00:00) এবং 01:00 PM = (13:00) ।

    • According to Local Time Zone- (starts – close time)
      * Tokyo = 06:00 – 08:30 and 09:30 – 12:00
      * London = 13:00 – 21:30
      * New York = 19:30 – 02:00 (midnight)

      These time has been changed once a year (1 hour), according to DST (Daylight Saving Time).

      Stay updated with Forex Bangladesh.
      thanks for your concern.

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here