কিভাবে ফরেক্স মার্কটে ট্রেড করবেন?

6
8683
How to trade on Forex
How to trade on Forex

How to trade on Forex- আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই আর্টিকেলে আলোচনা করা হবে।

মেটাট্রেডারে অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।
Trader PanelEURUSD তে ট্রেড ওপেন করার জন্য “Market Watch” উইন্ডো থেকে EURUSD তে ডাবল ক্লিক করুন।

Market Watch Wondow in MT4 Terminal

নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই করতে চাইলে “BUY” এ ক্লিক করুন।

নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।

Making new Entry PositionStop loss বা Take profit সেট করতে চাইলে SL বা TP তে ডাবল ক্লিক করুন।

Setting Stop loss or Take Profit Orderএকটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।Modify any Entry Positionদেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।
Stop Loss or Take Profit Orderট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। SL/TP প্রাইসে গেলে ট্রেডটি একাকী ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।

Profit Distributionদেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।

Closing Entry manually from MT4 Terminalট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।

Trade has been Closed with Profitএখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১.

New Balance After Trade Closedসুত্র- বিডি ফরেক্স স্কুল

এছাড়াও, ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বেসিক বিষয়সমূহ সম্পর্কে ধারাবাহিকভাবে জানার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ট্রেনিং সেকশন থেকে “Forex Basic” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

6 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামি জানুয়ারি ১ তারিখ থেকে। ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ইমেইল করুন [email protected]

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here