IQ Option ব্রোকারে কিভাবে অর্থ উত্তোলন এবং ডিপোজিট করবেন?

38
4854
IQ Option Deposit And Withdraw System
IQ Option Deposit And Withdraw System

IQ Option- বাইনারি ট্রেডিং ব্রোকারের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ব্রোকার। বাইনারি ট্রেড করছেন অথচ এই ব্রোকারের নাম শুনেননি এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না। এই ব্রোকারের জনপ্রিয়তার মুল কারণ হচ্ছে এর ট্রেডিং সিস্টেম। যেকোনো ট্রেডার এই ব্রোকারে Windows Apps, Smartphone Apps কিংবা Web terminal থেকে ট্রেড করতে পারবেন এবং আপনি আপনার ট্রেডিং একাউন্টে অর্থ ডিপোজিট কিংবা উত্তোলন করতে পারবেন। সুতরাং আপনি যেকোনো স্থানে থেকে যেকোনো সময় অর্থ লেনদেন করতে পারবেন।

এই জন্যই বেশীরভাগ ট্রেডার এই ব্রোকারে ট্রেড করে থাকেন। এই ব্রোকারে অর্থ উত্তোলন কিংবা অর্থ জমাদানের কোনও নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। সুতরাং আপনি যখন ইচ্ছা তখনই এই ব্রোকার থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি এই ব্রোকারে অর্থ ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন এই বিষয় নিয়ে।

একটি কথা জানিয়ে রাখি, প্রাথমিক পর্যায়ে এই ব্রোকার ভেরিফিকেশনের জন্য আপনার তথ্য চায় না। ভেরিফিকেশনের জন্য তথ্যের প্রয়োজন হলে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি ভেরিফিকেশন আপনার জন্য প্রয়োজনীয় হয় তাহলে আপনাকে টাকা উত্তোলনের পূর্বে অবশ্যই ইমেইলের মাধ্যমে সকল তথ্য জমা করে দিতে হবে।

IQ Option Broker একাউন্ট ওপেন করুন

জনপ্রিয় এবং বিশ্বস্ত এই ব্রোকারে ট্রেড করুন। মাত্র $10 ডিপোজিট করে আপনি ট্রেড শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন $2 আপনি উত্তোলন করতে পারবেন। আপনার যদি IQ Option নিয়ে কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কিভাবে IQ Option ব্রোকারে অর্থ ডিপোজিট করবেন?

পক্রিয়াটি খুবই সহজ। আপনাকে তেমন কোনও কষ্ট করতে হবে না। আপনার সুবিধার জন্য আমরা সম্পূর্ণ পক্রিয়াটি ইমেইজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।

আপনি iq option এর Windows App থেকে আপনার একাউন্টে লগইন করুন তারপর সেখান থেকে উপরে ডান পার্শে Deposit নামে একটি বাটন পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনি এখানে প্রদর্শিত ছবির ন্যায় একটি মেন্যু দেখতে পাবেন। IQ Option Deposit System By Neteller

এখানে আপনাকে Payment Method সিলেক্ট করতে হবে। আমরা আপনাকে পরামর্শ দিব (Neteller কিংবা Skrill) ব্যবহার করার জন্য। তারপর এর নিচে আপনি Amount এর ঘরে আপনি কি পরিমাণ অর্থ ডিপোজিট করতে চাচ্ছেন সেটা লিখে নিচের Proceed to Payment বাটনে ক্লিক করুন। এরপর আপনি নিচের একটি অপশন দেখতে পাবেন। ঠিক নিচের এই ছবির মতন।

IQ Option Deposit System, Sign in to Your Neteller Account

এখানে আপনি Neteller Email এর ঘরে আপনার নেটেলার একাউন্টের ইমেইল আইডি এবং আপনার নেটেলার একাউন্টের সিকিউরিটি কোড লিখে নিচে Pay বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার একাউন্টে সফলতার সাথে অর্থ ডিপোজিট হয়ে যাবে। এবার আপনি আপনার ট্রেডিং টার্মিনালে আপনার ব্যালেন্স দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

Iq Option ব্রোকার সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেলসমূহ-

কিভাবে অর্থ উত্তোলন করবেন?

ডিপোজিটের ন্যায় একাউন্ট থেকে অর্থ উত্তোলনের পক্রিয়াটিও অনেক সহজ। এবার দেখে নিন কিভাবে আপনি আপনার ট্রেডিং একাউন্ট থেকে অর্থ উউলন করবেন।

আপনি, iq option এর Windows App থেকে আপনার একাউন্টে লগইন করুন তারপর সেখান থেকে উপরে ডান পাশে ক্যামেরার বাটনের ন্যায় একটি বাটন পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে। নিচের ছবিতে দেখে নিন।

Withdraw Fund From IQ Option Broker Account

এরপর আপনি ওইখান থেকে Withdrawn Funds বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই আপনি অর্থ উত্তোলন করে নিতে পারবেন। মনে রাখবেন, অর্থ আপনার (Neteller কিংবা Skrill) একাউন্টে দেয়ার জন্য প্রায় তিনদিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থ উত্তোলন সফলভাবে হয়ে গেলে আপনি ইমেইল পাবেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

38 কমেন্ট

  1. expert option namer ekta site er demo account use korchi kichudin dhore , oder site e bkash diye deposit r widrawal korar option dekhacche ekhon site ta ki safe ? kono idea dite parben ?

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। ১মত বিকাশ কিংবা অন্যান্য যেসকল মোবাইল ওয়ালেট রয়েছে সেগুলো শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক সেবা প্রদান করে। অর্থাৎ, এই ওয়ালেটগুলোকে আন্তর্জাতিক লেনদেন করার কোনও সুযোগ নেই। ২য়ত, বাংলাদেশে কোনও ফরেক্স কিংবা বাইনারি ব্রোকার রেগুলেটেড নয় অর্থাৎ, এদের ব্যবসা পরিচালনা করার সরকারী কোন বৈধতা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ব্রোকারগুলো কিভাবে তাহলে বিকাশ কিংবা অন্যান্য মোবাইল ওয়ালেট ব্যবহার করার সুবিধা দেয়? প্রক্রিয়া সম্পূর্ণরূপে অবৈধ। এই ব্রোকারগুলো মূলত লোকাল কিছু এজেন্ট নিয়োগ করে এবং তাদের মাধ্যমে লেনদেনগুলো সম্পন্ন করে থাকে। আমাদের পরামর্শ হচ্ছে, ব্রোকারগুলোতে ফান্ড লেনদেন না করার। যদি বৈধ উপায়ে লেনদেন করতে হয় তাহলে স্ক্রিল ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। কেননা স্ক্রিল বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত। এছাড়াও, স্ক্রিল আন্তর্জাতিক লেনদেন করে এবং এরা FCA লাইন্সেন্স প্রাপ্ত। আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/skrill

  2. IQ Option এ কাজ করতে আগ্রহী কিন্তু কিভাবে করবো তা বুঝতে পারছি না। যদি হেলপ করেন যে কিভাবে কাজ করবো তাহলে উপকৃত হবো। কাজ বুঝা আর শুরু করার জন্য হেলপলাইন চাই

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। প্রথমে ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করুন এবং এর পর ডিপোজিট করার মাধ্যমে ট্রেডিং শুরু করুন। ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/iqoption এছাড়াও, কিভাবে ট্রেডিং করতে হয় সেটি সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন আমাদের ট্রেনিং পোর্টাল থেকে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training

  3. আমি ২ মাস থেকে প্রাক্টিস একাউন্টে ট্রেড করেছি ।এখন রিয়েল একাউন্টে ডিপোজিট করতে চাচ্ছি। কিন্তু ট্রাস্ট পাইলট, আরো কিছু রিভিউ ও্যেবসাইটে ব্যাড রিভিউ দেখলাম , আইকিউ অপশন ব্রকার কি আগের মতই পেমেন্ট ঠিক ঠাক ভাবে করে?? ধন্যবাদ

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আমাদের দেখা বাইনারি ব্রোকার এর মধ্যে সবচেয়ে ভাল হচ্ছে এই IQ Option. সহজ কথায় তাদেরই ফান্ড উত্তলন করতে সমস্যা হয় জাদের একাউন্ট ভেরিফাই করা থাকে না এবং যারা ব্রোকার এর নীতিমালা অনুসারে ট্রেডিং কার্যাদি পরিচালনা করে থাকেন। আপনি যদি বাইনারি ট্রেডিং করে থাকেন তাহলে এই ব্রোকারই করার পরামর্শ থাকছে। অন্যথায়, যদি ফরেক্স ট্রেডিং এর চিন্তা করেন তাহলে Exness ব্রোকার হচ্ছে আদর্শ। লিংক – https://fxbd.co/exness

  4. amar kache dollar nai, but ami onk din practice korechi binary trading er upor, i think valo korbo. kintu emn ki kono trusted website ache jekhane amk trading suru korar jonno olpo kichu amount dibe ?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপনি চাইলে নেটেলার কিংবা স্ক্রিল এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তবে ডলার এক্সচেঞ্জ এর ব্যাপারে তেমন সহায়তা করা সম্ভব হচ্ছে না। তবে যদি গুগল কিংবা ফেইসবুকে সার্চ করেন তাহলে বেশকিছু সাইট পাবেন যারা নিয়মিত ফান্ড এক্সচেঞ্জ করে থাকেন। তবে অবশ্যই সতর্কতা অবলম্বনের মাধ্যমে লেনদেন করার অনুরধ থাকছে। ফান্ড এক্সচেঞ্জ এর বিশেষ কোনও রেফারেন্স প্রদান করতে পারছি না। দুঃখিত

  5. ভাইয়া, আমি withdrawal করেছি বাট আমাকে
    ইমেইল দেওয়া হয়েছে প্রসেস করবে।বাট এক সপ্তাহ হয়ে গেছে জমা হয় নি।আমি আসলে না বুঝে ২৫০ ডলার ডিপোজিট করি।
    পরে ২০১ ডলার ফিরিয়ে আনতে চাইলে আপনার তথ্যনুযায়ী করি।বাট ইমেইল আসছে। একাউন্টে জমা হয়নি।
    তাই এ অপশন কেটে দিয়েছি।এখন ইমেল দেখিয়ে কিভাবে টাকা একাউন্টেআনতে পারি?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      পেমেন্ট করতে গেলে ঠিক কি সমস্যা হচ্ছে অনুগ্রহ করে সেটির স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেইল করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এখানে মুলত আপনাকে ট্রেড করা শিখতে হবে এবং জানতে হবে। প্রাথমিক পর্যায়ে ডেমো একাউন্ট কিংবা প্র্যাকটিস একাউন্টের ফান্ড নিয়ে ট্রেড শুরু করুন এবং কিভাবে এই মার্কেট কাজ করে সেটি ভালো করে বুঝুন। ট্রেড করার বিভিন্ন কৌশল সম্পর্কে জানার জন্য অনুগ্রহ করে বাইনারি ট্রেডিং অংশে দেখুন। লিংক – https://fxbd.co/2MsVAyB । ট্রেডিং সম্পর্কিত কোনও জিজ্ঞাসা থাকলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে জানাতে পারেন।

      ধন্যবাদ।

      • ভাই আমি অ্যাকাউন্ট করি আর একাউন্টগুলো প্রফিট পার্সেন্ট লিমিট হয়ে যায় ,,, প্রফিট পার্সেন্টেজ ৩০%\৪০%পার্সেন্ট হয়ে যায়

        • এটি বাইনারি ব্রোকার এবং এর প্রফিট রেশিও সবসময় পরিবর্তনশিল। এটি স্বাভাবিক এবং এর জন্যই প্রতিবার সেটি পরিবর্তিত হতে থাকে। তবে আপনি চাইলে ফরেক্স ব্রোকারে ট্রেড শুরু করতে পারেন। বিস্তারিত – https://fxbd.co/exness

  6. ভাইয়া,আমি iq option একাউন্ট খুলেছি।কিন্তু ব্যাংকের ক্রেডিট কার্ড দি্য়ে টাকা ডিপোজিট করতে পারছি না।।

    • প্রশ্নের জন্য ধন্যবাদ।
      বাংলাদেশ থেকে কার্ড এর মাধ্যমে পেমেন্ট করায় কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যার কারনে আপনি চাইলেও ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট এর সুবিধা পাবেন না। ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে Neteller । অনুরধ করবো, প্রথমে একটি নেটেলার একাউন্ট খুলে নিন। এবং সেটিকে সম্পূর্ণরুপে ভেরিফাই করে নিন তারপর নেটেলার থেকে ফান্ড ডিপোজিট করে নিবেন। নেটেলার অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন – https://fxbd.co/2MaJCNi

        • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ঠিক কিভাবে ডিপোজিট করতে চাচ্ছেন অনুগ্রহ করে আমাদের জানাবেন। কিংবা চাইলে আমাদের ইমেইলও করতে পারেন [email protected] । আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেড সম্পর্কিত কোনও ধরনের বিশেষ নীতিমালা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর নেই। যেই নীতিমালার কথা আপনি উল্লেখ করেছেন সেটি ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ রয়েছে।

      কেন্দ্রীয় ব্যাংক এর নীতিমালা অনুযায়ী “বাংলাদেশ ব্যাংক এর লাইসেন্সধারী ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনও মাধ্যম থেকে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ।” এই নীতিমালা অনুযায়ী অর্থ লেনদেন করার ক্ষেত্রে শুধুমাত্র বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নয়। বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিচের অংশে প্রদত্ত Risk Warning আর্টিকেলটি পরে নিন।

    • দুঃখিত! বাংলাদেশ এর কোনও ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করা সম্ভব নয়। সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller । ফ্রি একাউন্ট খোলার জন্য এই লিংক ক্লিক করুন – https://fxbd.co/2MaJCNi

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      সাধারণত ফান্ড উত্তোলন হতে ৭/১০ ঘন্টা সময় লেগে যায়। আবার অনেক সময়ও দেখে যায় তাৎক্ষণিক দিয়ে দিয়েছে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, উত্তোলন করার জন্য ফান্ড আপনার ওয়ালেটে চলে আসবে।

    • আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। দুঃখিত, IQ Option ব্রোকার একাউন্ট টু একাউন্ট টাকা ট্র্যান্সফার করার সুবিধা দেয় না। সবচেয়ে ভালো হচ্ছে Neteller কিংবা Skrill ব্যবহার করে অর্থ উত্তোলন করা।

      • জি সম্ভব তবে এটি না করায় শ্রেয়। কেননা এতে করে মানি লন্ডারিং এর ঝুঁকি থাকে। পরামর্শ থাকবে, ডিপোজিট করবেন, ট্রেড করবেন তারপর ফান্ড তুলবেন।

    • দুঃখিত, রেগুলেটেড কোনও ব্রোকার লোকাল ফান্ড ডিপোজিট সাপোর্ট করেনা। আপনি চাইলে স্ক্রিল ওয়ালেট ব্যবহার করে ফান্ড ডিপোজিট করে নিতে পারেন। বিস্তারিত – https://fxbd.co/skrill

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here