False Breakout থেকে আপনি তখনই বাঁচতে পারবেন যখন আপনি জানবেন কেন এবং কখন এই ধরনের ব্রেকআউট গঠিত হয়। আজকের আর্টিকেলটি একটু বেশী গুরুত্বপূর্ণ। তাই আশা করি আপনারা মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়বেন। False Breakout সবচেয়ে বেশী লক্ষ্য করা যায় একটি বিশেষ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি জায়গায়। এছারাও, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন এর মধ্যেও এটি লক্ষ্য করা যায়।
Trend lines এর ব্রেকআউট ট্রেডিং
এই ফলস ব্রেকআউট থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে, ট্রেন্ড লাইন এবং মার্কেট প্রাইসের মধ্যে কিছুটা পার্থক্য থাকে।
যদি আপনি ট্রেন্ড লাইন এবং মার্কেট প্রাইসের মধ্যে গ্যাপ দেখতে পান, এর অর্থ হচ্ছে মার্কেট প্রাইস ট্রেন্ড লাইনের দিকে আরও যাবে।
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, মার্কেট প্রাইস – ট্রেন্ড লাইন থেকে কিছুটা দূরে ছিল কিন্তু প্রাইস আবার বিপরীতে গিয়ে ট্রেন্ড লাইনের দিকে ফিরে আসে এবং ট্রেন্ড লাইনকে ভাঙতে না পেরে আবার নিচের নেমে যায় এবং আপনাকে একটি ভালো ট্রেড করার সুযোগ তৈরি করে দেয়।
এই ধরনের ট্রেডে, প্রাইস কি ধরনের গতিতে নিচে নামছে সেটা দেখাও গুরুত্বপূর্ণ। যদি দেখেন প্রাইস ট্রেন্ড লাইনের দিকে ধীর গতিতে এগোচ্ছে তাহলে ধরে নিবেন, এখানে একটি False Breakout হতে পারে।
আর যদি দেখেন প্রাইস, খুব বেশী গতিতে ট্রেন্ড লাইনকে ভেঙেছে তাহলে ধরে নিতে পারেন এটি একটি সফল ব্রেকআউট।
মার্কেট প্রাইসের, ট্রেন্ড লাইনকে ভাঙার গতি যদি খুব বেশী থাকে তাহলে বেশীরভাগ সময় দেখা যায়- পূর্বের ট্রেন্ড পরিবর্তিত হয়ে গেছে এবং মার্কেট প্রাইস একটি নতুন ট্রেন্ড তৈরি করছে। নিচের চিত্রটি লক্ষ্য করুন।
তাহলে এখন আমরা কিভাবে এই ধরনের False Breakout এ ট্রেড করবো?
উত্তরটা অনেক সহজ। যখন প্রাইস আবার ট্রেন্ড লাইনের ভিতরে চলে আসবে। এই কৌশল আপনাকে প্রাইসের মাত্রাতিরিক্ত মুভমেন্ট থেকে আপনার ব্যালেন্সের সুরক্ষা প্রদান করবে এবং আপনাকে সম্ভাবনাময় কিছু ঝুঁকই থেকেও রক্ষা করবে। একদম প্রথমে যেই চার্টটি আপনাদের দেখিয়ে ছিলাম- লক্ষ্য করুনঃ
প্রথমে, প্রাইস ট্রেন্ডলাইনকে ভেঙে অনেক্তাই উপরে চলে যায় কিন্তু সেল প্রেশার বেশী থাকার কারনে সে আবার ট্রেন্ড লাইনের মধ্যে ফিরে আসে। প্রাইস যখন এই ট্রেন্ড লাইনের ভিতরে আসবে তখন আপনার আবার ট্রেন্ড অনুযায়ী এন্ট্রি পজিশন নিবো।
Chart Patterns এর ব্রেকআউট ট্রেডিং
ফরেক্স ট্রেডে চার্ট প্যাটার্নের গুরুত্ব অপরিসীম। আপনি এই প্যাটার্ন আপনার চার্টে চিহ্নিত করবেন এবগ্ন সে অনুযায়ী এন্ট্রি নিবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ‘ চার্ট প্যাটার্ন ‘ এর লেকচারগুলো ভালো করে পড়ুন।
সবচেয়ে বেশী পরিমাণ False Breakout হয় দুটি প্যাটার্নে-
- Head and Shoulders
- Double Top/Bottom
head and shoulders চার্ট প্যাটার্নটি, নতুন ফরেক্স ট্রেডারদের কাছে খুঁজে পাওয়া সবচেয়ে বেশী কষ্টকর। এই প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আমাদের Head and Shoulders আর্টিকেলে আলোচনা করেছি। একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলেই আপনি ধীরে ধীরে এই প্যাটার্নটি খুঁজে নিতে পারবেন।
Head and Shoulders হচ্ছে একটি বিপরীতমুখী ট্রেন্ড প্যাটার্ন। অর্থাৎ এটি যদি একটি ভালো আপ-ট্রেন্ড এর সময় গঠিত হয় ত্তাহলে এটি একটি বিপরীতমুখী ডাউন-ট্রেন্ড নির্দেশ করবে। অন্যদিকে, যদি এটি একটি ভালো ডাউন-ট্রেন্ড এর সময় গঠিত হয় তাহলে এটি একটি বিপরীতমুখী আপ-ট্রেন্ড নির্দেশ করবে।
Head and Shoulders সাধারণত, ফলস ব্রেকআউট এবং ব্রেকআউট ট্রেডিং এর সুযোগ এর জন্য খুব বেশী পরিচিত।
এই ধরনের চার্ট-প্যাটার্নে, False Breakout খুব বেশী হয়। এর প্রধান কারণ হচ্ছে, বেশীরভাগ ট্রেডার তাদের Stop Loss সেট করেন প্রায় নেকলাইন এর কাছাকাছি স্থানে।
যখন পএই প্যাটার্ন একটি ফলস-ব্রেকআউট এর শিকার হয় তখন, প্রাইস সাধারণত বিপরীত দিকে আবার চলে আসে।
এখন, যেই ট্রেডাররা ডাউন-ব্রেকআউট নিচে সেল দিয়েছিলেন কিংবা যারা আপসাইড-ব্রেকআউট এর উপরে বাই দিয়েছিলেন তাদের সবারই Stop Loss পয়েন্ট হিট করেছে।
এটি সবচেয়ে বেশী হয়ে থাকে প্রাতিষ্ঠানিক ট্রেডারদের কারণে। এরা অনেক বড় লটের ট্রেড করার মাধ্যমে মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করার ক্ষমতা রাখে।
Head and Shoulders চার্ট প্যাটার্নে, আপনি অনুমান অনুমান করে নিবেন ‘নেকলাইনকে প্রাইসের ভাঙার প্রথম চেষ্টা সবসময়ই ফলস-ব্রেকআউট হবে।’
এই ধরনের ব্রেকআউট ট্রেডিং করার জন্য, আপনি নেকলাইনের নিচে এন্ট্রি নিবেন এবং Stop Loss সেট করবেন আগের ফলস-ব্রেকআউট ক্যান্ডেলের হাই পয়েন্টে।
Double Top এবং Double Bottom: ট্রেডারদের কাছে এই চার্ট প্যাটার্নটি সবচেয়ে বেশী জনপ্রিয়। এর প্রধান কারণ হচ্ছে, এটি মার্কেট চার্টে সবচেয়ে সহজে চিহ্নিত করা যায়। এই চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে আমাদের ‘Double Tops & Bottoms‘ আর্টিকেলটি পড়ুন।
এই প্যাটার্নে, যখন প্রাইস- নেকলাইনকে ভেঙে নিচে নেমে আসে তখন এটি একটি সম্ভাবনাময় বিপরীতমুখী ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে থাকে।
এই সুত্র অনুযায়ী, বেশীরভাগ ট্রেডারই তাদের এন্ট্রি ঠিক নেকলাইনের নিচে দিয়ে থাকেন।
এই চার্ট প্যাটার্ন এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ফরেক্স মার্কেটের প্রায় ৮০ ভাগ ট্রেডারই এই পজিশনে এন্ট্রি নেন এবং মজার বিষয় হচ্ছে এটা সবাই জানেন। কারণ সবার পজিশন একই থাকে।
এই সুযোগটা গ্রহন করে বড় বড় প্রাতিষ্ঠানিক ট্রেডাররা। এরা তখন প্রাইস এর মুভমেন্টকে পরিবর্তন করার চেষ্টা করে যাতে আপনার প্রফিটের অর্থ হাতিয়ে নেয়া যায়। উপরের এই উদাহরণ অনুযায়ী আপনি একটি Sell/সেল এন্ট্রি নিলেন। এবার লিচের চিত্রটি লক্ষ্য করুন-
head and shoulders প্যাটার্ন এর মতই এখানেও আপনি, প্রাইস যখন বাউন্স করে বিপরীত দিকে চলে যাবে তখন ট্রেন্ড এর দিকে এন্ট্রি নিবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Very nice
Thanks Sharif vai.please write an article when buy and sell and how ?h1 and h4 kivave buy sell korbo.bistarito bolen buy sell somporke.thanks forex school.
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং এর সকল কিছু পর্যায়ক্রমে শিখার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ট্রেনিং এর এই কোর্সটিতে অংশ নিন। লিংক – https://fxbd.co/fyNPe
খুব ভালো আরটিকেল।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।