Timeframe- কোন টাইমফ্রেমে ট্রেড করা উচিৎ?

0
1102
Multiple Time Frame for Forex Trading
Multiple Time Frame for Forex Trading

নতুন ফরেক্স ট্রেডারদের প্রফিট না করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা ভুল টাইম ফ্রেমে ট্রেড বেশী করে থাকে। এখানে ভুল টাইমফ্রেম বলতে আমরা বোঝাতে চেয়েছি, তারা কোন টাইমফ্রেম তাদের ট্রেডিং স্ট্রেটিজি এর জন্য ভালো হবে সেটা বুঝতে পারে না। নতুন ট্রেডার অনেক আশা এবং অনেক বেশী পরিমাণ অর্থ প্রফিট করার স্বপ্ন নিয়ে ফরেক্স ট্রেড শুরু করে এর জন্য তারা সবচেয়ে বেশী ছোট টাইমফ্রেমে ট্রেড করে থাকে যেমন, 1-minute অথবা 5-minute এর চার্টে।

ট্রেড শুরু করার কয়েকদিনের মধ্যেই তার হতাশ হয়ে যায় কারণ, তারা যেই টাইমফ্রেম অনুসরন করে ট্রেড শুরু করে সেটি তাদের Trading Personality এর সাথে মানানসই হয় না। অনেক ফরেক্স ট্রেডারই 1-hour চার্টে ট্রেড করতে পছন্দ করেন এর প্রধান কারণ হচ্ছে, এই টাইমফ্রেম একটু বড় কিন্তু আবার খুব বেশী বড়ও না। এই টাইমফ্রেমে ট্রেডের এন্ট্রি সিগন্যাল কম পাওয়া যায় আবার খুব বেশী পরিমাণ কমও নয়। এই টাইমফ্রেমে, মার্কেট এনালাইসিস করতে বেশী কিছুটা সময়ও পাওয়া যায়।

অন্যদিকে, আমাদের কিছু বন্ধু আছে যারা কোনভাবেই এই 1-hour টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন না। এই টাইমফ্রেম তাদের কাছে অনেক বেশী ধীরগতির মনে হয়। তারা সবচেয়ে বেশী পছন্দ করেন, 15-minute চার্টে ট্রেড করা। তারা মনে করেন, এই টাইমফ্রেমে ট্রেডিং এন্ট্রি নেয়ার জন্য পরজাপ্ত সময় পাওয়া যায়। আবার অনেকেই আছেন যারা 1-hour চার্ট নিয়ে সন্দিহান থাকেন। তারা মনে করেন এই টাইমফ্রেমের চার্ট অনেক বেশী দ্রুতগতির/Fast । তারা ট্রেড করেন শুধুমাত্র Daily, Weekly কিংবা Monthly চার্টে।

এখন তাহলে আপনার মনে হতে পারে, আমার জন্য ট্রেডের সঠিক টাইমফ্রেম তাহলে কোনটা?

আমরা আগেই বলেছি, এটা নির্ভর করবে আপনার Trading Personality এর উপর। আপনাকে বুঝতে হবে কোন টাইমফ্রেমে আপনি ট্রেড করে শান্তি পান কিংবা আপনার পছন্দ হয়। ট্রেড করার সময় আপনি কিছু পরিমাণ প্রেসার অনুভব করবেন কারণ এর সাথে আপনার বিনিয়োগ জড়িত, এটাই স্বাভাবিক।

কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্রেসার কি ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য হচ্ছে কিনা? অথবা আপনি বুঝতে পারছেন না কিভাবে এবং কথায় এন্ট্রি নিবেন? আমরা যখন ট্রেড শুরু করি, আমরা নিজেরাই কোনও একটি নির্দিষ্ট টাইমফ্রেমে ট্রেড করতে পারি নি। আমরা শুরু করেছিলাম, 5-minute চার্টে ট্রেড করার মাধ্যমে। এরপর, 15-minute এর চার্ট এবং শেষে ট্রেড করা শুরু করি, 1-hour, 4-hour এবং daily চার্টে।

নতুন সব ফরেক্স ট্রেডারদের জন্য এটাই স্বাভাবিক। আমরাও জানি। কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ট্রেডের জন্য সুবিধাজনক স্থান নির্বাচন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বিভিন্ন টাইমফ্রেমে ট্রেড করে নেটে হবে। এর জন্যই আমরা পরামর্শ নেই DEMO ট্রেড করার। বিভিন্ন টাইমফ্রেমে এই প্র্যাকটিস ট্রেড করার মাধ্যমে আপনি আপনার Trading Personality অনুযায়ী একটি সঠিক সময় নির্বাচন করে নিতে পারবেন এবং এই টাইমফ্রেম আপনার রিয়েল ট্রেডে সবচেয়ে কার্যকরী ভুমিকা পালন করবে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

পূর্বের আর্টিকেলMultiple Time Frame Analysis
পরবর্তী আর্টিকেলফরেক্স ট্রেড করার জন্য আদর্শ টাইমফ্রেম
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here