বেসিক জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

2
3123
Basic Japanese Candlestick Pattern
Basic Japanese Candlestick Pattern

আমরা একটি বিষয় প্রায়ই শুনতে পাই, ভাই আমি প্রাইস একশন ট্রেডিং করতে চাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে এবং শিখতে চাই। কিভাবে কি করবো ইত্যাদি এবং ইত্যাদি। আসলে মজার বিষয় হচ্ছে, প্রাইস একশন ট্রেডিং এর আলাদা কোনও সুত্র কিংবা সংজ্ঞা নেই। আর যদি জাপানিজ ক্যান্ডেলস্টিক এর ট্রেডিং এর কথা বলি, আসলে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মাধ্যমে ট্রেড করে কখনোও সফল হতে পারেবেন না। কেননা ক্যান্ডেলস্টিক এর নিজের কোনও ক্ষমতা নেই।

এগুলো মুলত মার্কেট এর সক্রিয় ট্রেন্ড কি বিদ্যমান থাকবে নাকি নতুন করে কোনও রিভারসাল ট্রেন্ড শুরু হতে পারে সে বিষয়ে ধারনা প্রদান করে থাকে। তারপরও আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভালো করে জানা প্রয়োজন। আজকের আর্টিকেলে আমরা Basic Candlestick Pattern সমুহ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং এগুলোর ব্যবহার আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে চুলুন শুরু করা যাক।

Basic Candlestick Pattern- Spinning Tops

এই ধরণের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিতে- একটি Long Upper Shadow, একটি Long Lower Shadow থাকবে এবং এদের বডি (Body) হবে আকারে ছোট। এই ধরণের প্যাটার্ন, মার্কেটে প্রাইসের অনিশ্চয়তা বুঝিয়ে থাকে অর্থাৎ প্রাইস যেকোনো একদিকে মুভ করতে পারে। সেটা Buyer এর দিকে হতে পারে কিংবা Seller এর দিকেও হতে পারে।

Forex Candlestick patterns- Spinning Tops

বডি এর আকার নির্দেশ করবে, মার্কেটে প্রাইসের মুভমেন্ট এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস খুবই কাছাকাছি হবে। Shadow নির্দেশ করে, মার্কেটে অংশগ্রহণকারী বাইয়ার কিংবা সেলার কেউই প্রাইসকে তাদের নিজেদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হচ্ছে না।

যদিও এই ধরণের প্যাটার্নে, প্রাইস এর ওপেন এবং ক্লোজ এর অংশ খুব ছোট হয় তারপরও প্রাইসের মুভমেন্ট অনেক বেশী পরিমাণ থাকে। বাইয়ার এবং সেলার কেউই প্রাইসকে তাদের পক্ষে নিতে পারেন না যার কারনে ক্যান্ডেল এর বডি হয় অনেক ছোট।

বৈশিষ্ট্য

  • যদি এই Spinning Top একটি আপট্রেন্ড এর সময় গঠিত হয়, এর অর্থ হচ্ছে মার্কেটে যথেষ্ট পরিমাণ বাইয়ার (Buyer) নেই যার কারনে প্রাইস সাময়িকভাবে কিছুটা বিপরীতদিকে নেমে আসতে পারে।
  • যদি এই Spinning Top একটি ডাউনট্রেন্ড এর সময় গঠিত হয়, এর অর্থ হচ্ছে মার্কেটে যথেষ্ট পরিমাণ সেলার (Seller) নেই যার কারনে প্রাইস সাময়িকভাবে কিছুটা বিপরীতদিকে উঠে যেতে পারে।

Basic Candlestick Pattern- Marubozu

যখন কোনও ক্যান্ডেলের কোনও ধরণের Shadow না থাকে তখন যেই ক্যান্ডেল দেখা যায় তাকে Marubozu বলা হয়। এই ধরণের ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইস কিংবা সর্বনিম্ন প্রাইস হচ্ছে এর ওপেন কিংবা ক্লোজ প্রাইস। Marubozu দেখতে অনেকটা নিচের চিত্রের মতন। এখানে আমরা দুই ধরণের marubozu দেখানোর চেষ্টা করেছি।

Forex Candlestick patterns- Marubozu

উপরের চিত্রের White Marubozu (যা বাই ক্যান্ডেল নির্দেশ করে) এর বডির আকার অনেক বড় এবং এর কোনও shadow নেই। এই ক্যান্ডেলের ওপেন প্রাইস এর সর্বনিম্ন প্রাইসের সমান এবং এর ক্লোজ প্রাইস এর সর্বোচ্চ প্রাইসের সমান হবে।

এই ধরণের কেন্ডেল একটি শক্তিশালী বাই সিগন্যাল প্রদান করে। এটি সাধারণত একটি আপট্রেন্ডের সূচনা হিসাবে দেখা যায় যা bullish continuation কিংবা bullish reversal pattern প্যাটার্ন এর নির্দেশক হিসাবে কাজ করে।

উপরের চিত্রের Black Marubozu (যা সেল ক্যান্ডেল নির্দেশ করে) এর বডির আকার অনেক বড় এবং এর কোনও shadow নেই। এই ক্যান্ডেলের ওপেন প্রাইস এর সর্বোচ্চ প্রাইসের সমান এবং এর ক্লোজ প্রাইস এর সর্বনিম্ন প্রাইসের সমান হবে।

এই ধরণের ক্যান্ডেল একটি শক্তিশালী সেল সিগন্যাল প্রদান করে। এটি সাধারণত একটি ডাউনট্রেন্ডের সূচনা হিসাবে দেখা যায় যা bearish continuation কিংবা bearish reversal pattern প্যাটার্ন এর নির্দেশক হিসাবে কাজ করে।

Basic Candlestick Pattern- Doji

এটি এমন একটি ক্যান্ডেলস্টিক যার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস হবে সমান কিংবা এদের গ্যাপ থাকবে অনেক কম। এর বডি এর আকার হবে অনেক বেশী ছোট। দেখলে মনে হবে একটি চিকন লাইন আছে শুধুমাত্র।

Doji প্যাটার্ন মার্কেটে অবস্থানরত বাইয়ার এবং সেলার এর মধ্যে অনিশ্চয়তার অবস্থান সম্পর্কে বুঝিয়ে থাকে। এটি মুলত হয় যখন বাইয়ার কিংবা সেলার এর কেউই মার্কেট প্রাইসকে তাদের নিজেদের পজিশনে নিয়ে আসতে সক্ষম হন না!

যার ফলে, প্রাইস একবার ক্যান্ডেলের ওপেন প্রাইসের থেকে উপরে উঠে আসে আবার প্রাইস ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে নিচে নেমে আসে কিন্তু কেন্ডেল ক্লোজ হয় ঠিক ওপেন প্রাইসের একদম কাছিকাছি এসে। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে সর্বমোট চার ধরণের Doji গঠিত হয়ে থাকে।

Forex Candlestick patterns- Doji Classification

যখন দেখবেন আপনার চার্টের মধ্যে কোনও একটি Doji গঠিত হয়েছে তখন অবশ্যই সতর্ক থাকতে হবে।

যদি এই Doji একাধিক বাই ক্যান্ডেলের পর গঠিত হয়ে থাকে, সাধারণত এর অর্থ হচ্ছে মার্কেটে অবস্থানরত বাইয়ার (buyer) ধীরে ধীরে দুর্বল হচ্ছেন এবং তাদের পজিশন হারাতে শুরু করেছেন।

এমতাবস্থায় প্রাইসকে আরও বেশী উপরে নিয়ে যাওয়ার জন্য আরও বেশী সংখ্যক বাইয়ার দরকার কিন্তু সেই পরিমাণ বাইয়ার মার্কেটে নেই তাই, সেলার (Seller) এখন মার্কেটের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করছে যার ফলে মার্কেট প্রাইস বেশ কিছু পরিমাণ নিচে নেমে আসবে।

Forex Candlestick patterns- Long white candle with doji pattern

যদি এই Doji একাধিক সেল ক্যান্ডেলের পর গঠিত হয়ে থাকে, সাধারণত এর অর্থ হচ্ছে মার্কেটে অবস্থানরত সেলার (Seller) ধীরে ধীরে দুর্বল হচ্ছেন এবং তাদের পজিশন হারাতে শুরু করেছেন।

এমতাবস্থায় প্রাইসকে আরও নিচে নিয়ে যাওয়ার জন্য আরও বেশী সংখ্যক সেলার দরকার কিন্তু সেই পরিমাণ সেলার মার্কেটে নেই তাই, বাইয়ার (Buyer) এখন মার্কেটের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করছে যার ফলে মার্কেট প্রাইস বেশ কিছু পরিমাণ উপরে উঠে যাবে।

Forex Candlestick patterns- Long Black candle with doji pattern

এই আর্টিকেলটি আমরা মুলত নির্ধারণ করেছিলাম আপনাকে ক্যান্ডেলস্টিক এর বেসিক বিষয়গুলো ভালো করে বোঝানোর জন্য। আমরা ধীরে ধীরে আরও জটিল কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আপনি যদি এই বেসিক ভালো করে না বুঝেন তাহলে পরবর্তী আর্টিকেলগুলো আপনার বুঝতে অনেক বেশী সমস্যা হবে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি এই আর্টিকেলের সম্পূর্ণ বিষয়টি বুঝতে না পারবেন অনুগ্রহ করে ততক্ষণ পর্যন্ত পরবর্তী আর্টিকেলে মুভ করবেন না।

যদি কোনও প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

2 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের পুরনাঙ্গ ক্যান্ডেলস্টিক ট্রেনিং কোর্স থেকে। বিস্তারিত পাবেন এই লিংক থেকে – https://fxbd.co/PXtTD

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here