1. Evening এবং Morning Stars
Morning Star এবং Evening Star এই দুইটি, তিন কেন্ডেল বিশিষ্ট জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন যা আপনি সহজে যেকোনো ট্রেন্ড এর শেষে চিহ্নিত করতে পারবেন।
এই দুইটি প্যাটার্ন একটি বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশক হিসাবে কাজ করে থাকে। নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন-
Evening star (বেয়ারিশ কনফার্মেশন) ক্ষেত্রে –
- প্রথম কেন্ডেল হবে একটি বুল্লিশ কেন্ডেল, যা মার্কেট ট্রেন্ড অনুযায়ী হবে।
- দ্বিতীয় কেন্ডেলের আকার/Body হবে ছোট, যা প্রাইসের উপরে Buyer কিংবা Seller এর নিয়ন্ত্রনের অনিশ্চায়তা নির্দেশ করবে। এই কেন্ডেল বাই/Buy কিংবা সেল/Sell যেকোনো একটি হতে পারে।
- তৃতীয় কেন্ডেল মার্কেট ট্রেন্ডের বিপরীতমুখী পরিবর্তন নির্দেশ করবে। তৃতীয় কেন্ডেলটি, প্রথম কেন্ডেল এর থেকে আকারে বড় কিংবা এর সমান মধ্যবর্তী স্থানে এসে শেষ হবে।
Morning Star (বুল্লিশ কনফার্মেশন) ক্ষেত্রে –
- প্রথম কেন্ডেল হবে একটি বেয়ারিশ কেন্ডেল, যা মার্কেট ট্রেন্ড অনুযায়ী হবে।
- দ্বিতীয় কেন্ডেলের আকার/Body হবে ছোট, যা প্রাইসের উপরে Buyer কিংবা Seller এর নিয়ন্ত্রনের অনিশ্চায়তা নির্দেশ করবে। এই কেন্ডেল বাই/Buy কিংবা সেল/Sell যেকোনো একটি হতে পারে।
- তৃতীয় কেন্ডেল মার্কেট ট্রেন্ডের বিপরীতমুখী পরিবর্তন নির্দেশ করবে। তৃতীয় কেন্ডেলটি, প্রথম কেন্ডেল এর থেকে আকারে বড় কিংবা এর সমান মধ্যবর্তী স্থানে এসে শেষ হবে।
2. Three White Soldiers এবং Black Crows
এই দুইটি প্যাটার্ন খুব সহজে চার্টে লক্ষ্য করা যায়। এই দুইটি কেন্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট প্রাইসের বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশ করে থাকে।
Three White Soldiers – বাই/Buy সিগন্যাল
গঠিত হয় একটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর পর। এই প্যাটার্নে তিনটি বুল্লিশ (Buy) কেন্ডেল থাকে যা প্রাইসের বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশ করে। এই কেন্ডেলস্টিক প্যাটার্ন এর-
- প্রথম কেন্ডেল, বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশক হিসাবে কাজ করে। অর্থাৎ এটি নির্দেশ করে, মার্কেট প্রাইস যেকোনো সময় বিপরীত দিকে যেতে পারে। এই কেন্ডেলে কোনও shadow থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে।
- দ্বিতীয় কেন্ডেল, এর আকার প্রথম কেন্ডেলের থেকে আরও বড় হবে যেটা নির্দেশ করবে মার্কেট ট্রেন্ড পরিবর্তিত হচ্ছে। এই কেন্ডেলের ক্লোজ প্রাইস, প্রথম কেন্ডেলের ক্লোজ প্রাইসের থেকে উপরে হবে।
- তৃতীয় কেন্ডেল, এর আকারও দ্বিতীয় কেন্ডেল এর মতন বড় হবে যার কোনও shadow থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে।
Three Black Crows – সেল/Sell সিগন্যাল
গঠিত হয় একটি শক্তিশালী আপট্রেন্ড এর পর। এই প্যাটার্নে তিনটি বেয়ারিশ (Sell) কেন্ডেল থাকে যা প্রাইসের বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশ করে। এই কেন্ডেলস্টিক প্যাটার্ন এর-
- প্রথম কেন্ডেল, বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশক হিসাবে কাজ করে। অর্থাৎ এটি নির্দেশ করে, মার্কেট প্রাইস যেকোনো সময় বিপরীত দিকে যেতে পারে। এই কেন্ডেলে কোনও shadow থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে।
- দ্বিতীয় কেন্ডেল, এর আকার প্রথম কেন্ডেলের থেকে আরও বড় হবে যেটা নির্দেশ করবে মার্কেট ট্রেন্ড পরিবর্তিত হচ্ছে। এই কেন্ডেলের ক্লোজ প্রাইস, প্রথম কেন্ডেলের ক্লোজ প্রাইসের থেকে উপরে হবে।
- তৃতীয় কেন্ডেল, এর আকারও দ্বিতীয় কেন্ডেল এর মতন বড় হবে যার কোনও shadow থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে।
3. Three Inside Up এবং Down
Three Inside Up প্যাটার্নটি একটি ডাউনট্রেন্ড এর পর গঠিত হয় যা একটি সম্ভাব্য ট্রেন্ড-রিভারসাল নির্দেশ করে থাকে। তিনটি কেন্ডেলের সমন্বয়ে গঠিত এই প্যাটার্ন এর অর্থ হচ্ছে, মার্কেট প্রাইসের ডাউনট্রেন্ড প্রায় শেষ হচ্ছে এবং প্রাইস যেকোনো সময় আপট্রেন্ডে শুরু হতে পারে।
এই প্যাটার্নটি চিনার সঠিক উপায়–
- প্রথম কেন্ডেল, এটি একটি সেল/Sell কেন্ডেল হবে।
- দ্বিতীয় কেন্ডেল, এটি একটি বাই/Buy কেন্ডেল হবে। এই কেন্ডেলটি, প্রথম কেন্ডেলের মাঝ বরাবর কিংবা এর উপরে ক্লোজ হবে।
- তৃতীয় কেন্ডেল, এর ক্লোজিং প্রাইস অবশ্যই প্রথম কেন্ডেলের ক্লোজিং প্রাইস এর উপরে শেষ হবে। এর অর্থ প্রাইসের নিয়ন্ত্রন এখন বাইয়ার/Buyer এর পক্ষে।
Three Inside Down এই প্যাটার্নটি উপরের প্যাটার্ন এর সম্পূর্ণ বিপরীত। প্যাটার্নটি একটি আপট্রেন্ড এর পর গঠিত হয় যা একটি সম্ভাব্য ট্রেন্ড-রিভারসাল নির্দেশ করে থাকে। তিনটি কেন্ডেলের সমন্বয়ে গঠিত এই প্যাটার্ন এর অর্থ হচ্ছে, মার্কেট প্রাইসের আপট্রেন্ড প্রায় শেষ হচ্ছে এবং প্রাইস যেকোনো সময় ডাউনট্রেন্ডে যেতে পারে।
এই প্যাটার্নটি চিনার সঠিক উপায়–
- প্রথম কেন্ডেল, এটি একটি বাই/Buy কেন্ডেল হবে।
- দ্বিতীয় কেন্ডেল, এটি একটি সেল/Sell কেন্ডেল হবে। এই কেন্ডেলটি, প্রথম কেন্ডেলের মাঝ বরাবর কিংবা এর উপরে ক্লোজ হবে।
- তৃতীয় কেন্ডেল, এর ক্লোজিং প্রাইস অবশ্যই প্রথম কেন্ডেলের ক্লোজিং প্রাইস এর উপরে শেষ হবে। এর অর্থ প্রাইসের নিয়ন্ত্রন এখন সেলার/Seller এর পক্ষে।
ধৈর্য নিয়ে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আগেই বলেছি, জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করার জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ। বিষয়গুলো যদিও একটু জটিল তারপরও একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই এই প্যাটার্ন সম্পর্কে ভালো করে জানতে এবং বুঝতে হবে। আমরা পরামর্শ দিব, প্রথমে আপনার এই প্যাটার্নে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। আমরাও এই বিষয়ে সম্পূর্ণভাবে একমত! ধীরে ধীরে ভালো করে প্র্যাকটিস করুন দেখবেন একসময় আপনার কাছে এই বিষয়গুলো অনেক বেশী সহজ হয়ে যাবে। প্রবাদ তো নিশ্চয় শুনেছেন- একবার না পাড়িলে দেখো শতবার!