ব্রেকআউট এর বিভিন্ন ধরণ

2
907
Breakout Types
Breakout Types

ফরেক্স ট্রেডে যখন আপনি ব্রেকআউট ট্রেডিং করতে যাবেন এর আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে, আসলে ব্রেকআউট এর বিভিন্ন ধরণ সম্পর্কে। কারন আপনি যদি বুঝতে পারেন যেই ব্রেকআউট চার্টে সংঘঠিত হতে যাচ্ছে সেটা ঠিক কি ধরনের ব্রেকআউট তাহলে, প্রফিট করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আজকের আর্টিকেলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, ব্রেকআউট এর বিভিন্ন ধরনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। চলুন তাহলে শুরু করি –

– ভিডিও টিউটোরিয়াল –

ব্রেকআউট ট্রেডিং মূলত দুই ধরনের হয়ে থাকে-

  • Continuation/চলমান ব্রেকআউট
  • Reversal/বিপরীতমুখী ব্রেকআউট

চার্টে কোন ধরনের ব্রেকআউট সংঘঠিত হচ্ছে এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে এটি আপনাকে লং টার্ম এর মার্কেটে এই ব্রেকআউট এর প্রভাব বুঝতে অনেকবেশী সহায়তা করবে।

ব্রেকআউট অনেক বেশী গুরুত্বপূর্ণ, কেননা এটি মার্কেটের কোনও কারেন্সি পেয়ারের supply এবং demand এর পরিবর্তন নির্দেশ করে থাকে এবং আপনি যদি সঠিকভাবে এই পরিবর্তন বুঝতে পারেন তাহলে এই পরিবর্তন থেকে বেশী কিছু পিপ্স এর প্রফিট আপনার ট্রেডিং এর ঝুড়িতে গ্রহন করতে পারবেন।

চলুন তাহলে এই ২ ধরনের ব্রেকআউট সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত জেনে নেই –

Continuation/চলমান ব্রেকআউট

অনেকসময় লক্ষ্য করবেন, প্রাইস একটি নির্দিষ্ট দিকে মুভ করার পর কিছুটা বিশ্রাম নিয়ে শুরু করে। অর্থাৎ, প্রাইস আর উপরের দিকে যাবার পর্যাপ্ত শক্তি পায় না এবং একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে ঘুরতে থাকে।

এই ধরনের পজিশন গঠিত হয়, যখন মার্কেটে বাইয়ার/buyer এবং সেলার/seller উভয়ই তাদের নিজ নিজ অবস্থানে থেকে প্রাইসকে অবলোকন করতে থাকে এবং পরবর্তীতে তাদের এই পজিশনগুলোর কি হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকেন।

যার কারনে আপনি তখন দেখবেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস একই রেঞ্জ এর মধ্যে ঘুরতে শুরু করে যাকে ট্রেডের ভাষায় বলা হয় Consolidation

Consolidation Before Breakout

এখন যদি ট্রেডাররা মনে করেন মার্কেট যেই ট্রেন্ডে আছে সেটাই সঠিক এবং প্রাইস যদি আরও নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে চান তাহলে ফলাফল হিসাবে আমরা চার্টে একটি Continuation/চলমান ব্রেকআউট দেখতে পাবো। অর্থাৎ, বিশ্রাম নেয়া শেষ করেই প্রাইস আবারও তার পূর্বের ট্রেন্ড অনুযায়ী যাওয়া শুরু করে বলেই এই নাম হচ্ছে  ট্রেন্ডের চলমান ব্রেকআউট । নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন –

Continuation Breakout

Reversal/বিপরীতমুখী ব্রেকআউট

Continuation/চলমান ব্রেকআউট এর মতই এটিও একটি লং ট্রেন্ড এর পর সংঘঠিত হয়ে থাকে এবং প্রাইস একটি নির্দিষ্ট স্থানে এসে ঘুরতে থাকে।

Downtrend then Consolidation Before Breakout

উপরের ব্রেকআউট এর সাথে এটির পার্থক্য হচ্ছে, রেঞ্জিং এই পজিশনে এসে ফরেক্স ট্রেডাররা সিদ্ধান্ত নেন- মার্কেট এর এই ট্রেন্ড এর সঠিক নয় এবং তারা প্রাইসকে ট্রেন্ড এর বিপরীত দিকে উঠানোর জন্য নিজ নিজ পজিশন পরিবর্তন করা শুরু করেন।

– ভিডিও টিউটোরিয়াল –

ফলাফল হিসাবে আমরা একটি Reversal/বিপরীতমুখী ব্রেকআউট দেখতে পাই। বুঝতে পারছেন না? নিচের চিত্রটিতে লক্ষ্য করুন-

Reversal Breakout

False ব্রেকআউট

আপনারা ইতিমধ্যেই প্রধান দুই ধরনের ব্রেকআউট সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে ত এখন ব্রেকআউট ট্রেডিং করতেই পারবেন, তাই না! কিন্তু এখনও সবকিছু শেষ হয়ে যায় নি। ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা মিথ্যা ব্রেকআউট এর মধ্যে পরে আপনার একাউন্ট এর হয়ে যাবে সর্বনাশ।

প্রাইস বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের False/মিথ্যা ব্রেকআউট এর সিগন্যাল প্রদান করে থাকে। সুতরাং, আমাদের অবশ্যই কিভাবে এই ব্রেকআউটগুলো ঘঠিত হয় সে বিষয়ে জেনে নিতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে False/মিথ্যা ব্রেকআউট আবার কি জিনিস? ব্রেকআউট সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেকনিক্যাল টুল যেমন, সাপোর্ট-রেসিস্টেন্স, ট্রেন্ডলাইন, চ্যানেল ইত্যাদি ব্রেক করে যখন প্রাইস একটি নির্দিষ্ট দিকে চলে যেতে থাকে তখন আমরা ব্রেকআউট বলে থাকি। অনেকসময় দেখা যায় প্রাইস এই লেভেলে এসে ব্রেক করে ঠিকই কিন্তু সেই ট্রেন্ড অনুযায়ী আর যেতে থাকে না, আর তখনই তৈরি হয় False/মিথ্যা ব্রেকআউট 


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here