ফরেক্স ট্রেডিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে Stop Loss । সব ট্রেডারই কম কিংবা বেশী এই স্টপ লস নিজ নিজ ট্রেডে ব্যবহার করে থাকেন। স্টপ লস আপনাকে মার্কেটে ঘটে যাওয়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে রক্ষা করবে। মাঝে মাঝে দেখবেন, ব্রোকার থেকেও আপনাদেরকে এই স্টপ লস ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়। আমরাও পরামর্শ দেই স্টপলস ব্যবহার করার। কিন্তু এর মধ্যে রয়েছে কিছু সত্য যা একজন ট্রেডার হিসাবে আপনার জানা উচিৎ এবং www.fxbangladesh.com যেহেতু এই বিষয়ে কাজ করছে সেদিকে আমাদের দায়িত্ব।
শুরু করার আগে চলুন, Stop Loss কেন এত বেশী গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জেনে নেই।
Stop Loss এর ব্যবহারঃ
আপনাদের মধ্যে কেউ কি এমন রয়েছেন যারা GBP এর Flash Crash এই নাম আগে শুনেছেন কিংবা এই সময়ে ট্রেড করছেন? ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের অক্টোবর মাসের ৬ তারিখ (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ০৫ঃ০৫ মিনিট) ।
কোনও ধরনের ইঙ্গিত কিংবা সিগন্যাল দেয়া ছাড়াই পাউন্ড এর খুব বড় আকারের দরপতন হয়েছিল এবং এটি সংঘঠিত হয়েছিল মাত্র ৫ মিনিট এর মধ্যে। BREXIT এর পর এটাই ছিল পাউন্ড এর সবচেয়ে বড় দরপতন। উপরের চার্টে আমরা সেই রাতের GBP/USD পেয়ারের চিত্র তুলে ধরেছি।
এখন প্রশ্ন হচ্ছে, ধরুন GBP/USD পেয়ারে আপনি একটি বাই/Buy এন্ট্রি গ্রহন করেছিলেন। আপনি তো আর জানতেন না মার্কেট এই ধরনের আচরণ করবে? তাহলে কি হতো একবার চিন্তা করে দেখুন? আপনার ট্রেডিং একাউন্ট এর সমস্ত ব্যালেন্স মাত্র ৫মিনিট এর মধ্যেই শেষ! হটাত হয়ে যাওয়া এই ধরনের আচরণ থকে রক্ষা পেতেই Stop Loss এর ব্যবহার।
এখন তাহলে প্রশ্ন হচ্ছে, বিষয়টি কি আসলেই এতটা সহজ? না! আমরা আপনাকে অন্ধকারে রাখতে চাই না এবং সত্যটুকু আপনার সামনে তুলে ধরতে চাই। তাহলে চলুন, এবার সত্যটা জেনে নেই-
Stop Loss সংক্রান্ত অপ্রিয় সত্য!
- এন্ট্রি এবং স্টপ এর দুরুত্ত – ধরুন আপনি, একটি কারেন্সি পেয়ারের ১০ পিপ্স এর দুরুত্তে স্টপলস সেট করলেন। আপনি মোটামুটি নিশ্চিত, মার্কেট প্রাইস আপনার এন্ত্রির বিপরীত দিকে যাবে না। হটাত করেই দেখলেন, প্রাইস আপনার এন্ট্রি পজিশনের বিপরীতে যেয়ে স্টপলস লেভেলকে স্পর্শ করে এবং তারপরই আবার আপনার টার্গেট এর দিকে এগিয়ে যেতে থাকে।
- প্রফিট এর জন্য – প্রাইসের Retrace এবং Reversal এই দুইটি বিষয় সম্পর্কে ৯০ শতাংশ ট্রেডারই জানেন না কিংবা জানলে ভুল জানেন। বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই বিস্তর আলোচনা করেছি। বিস্তারিত জানতে আমাদের ব্রেকআউট ট্রেডিং অংশে দেখুন। যদি আপনি প্রফিট এর জন্য এই স্টপলস ( এখানে, Take Profit/ TP) তাহলেও একই বিষয় দেখতে পাবেন। এন্ট্রি থেকে যদি এই TP এর দুরুত্ত কাছাকাছি হয় তাহলে, প্রাইস আপনার এই লেভেলকে স্পর্শ করে তারপর আরও প্রফিটের দিকে এগিয়ে যেতে থাকবে।
- ব্রোকার এর পক্ষপাত – ব্রোকার “Market Make” করে, আমরা সবাই এই বাক্যটির সাথে পরিচিত। এখন আপনি কি জানেন কিভাবে ব্রোকার মার্কেট মেইক করে এবং কোন কোন ব্রোকার মার্কেট মেইক করে? যদি না জানেন তাহলে আপনার জানা সম্পূর্ণ হলো না। মার্কেট মেইক করা আসলে ব্রোকার এর বৈশিষ্ট্য। প্রতিটি ব্রোকার মার্কেট মেইক করে। এখন আপনার প্রশ্ন থাকেতে পারে কিভাবে? উত্তর খুব শীঘ্রই আসছে। মার্কেট মেইক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল খুব তাড়াতাড়িই আপনাদের জন্য প্রকাশিত হবে সেখানে বিস্তারিত জানতে পারবেন। ব্রোকার ইচ্ছাকৃত ভাবে আপনার নির্ধারণকৃত স্টপলস অর্ডারকে স্পর্শ করায়।
- স্টপলস, ক্ষতির কারন – স্টপলস এর ব্যবহার, আপনার ব্যালেন্সের জন্য সহায়ক হলেও এটি একজন ট্রেডারের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। ট্রেডে মাত্রাতিরিক্ত স্টপলস এর ব্যবহার, একজন ট্রেডার এর মার্কেট বিশ্লেষণ করার ক্ষমতাকে নষ্ট করে ফেলে। এছাড়াও, স্টপলস এর ব্যবহারের কারনে আপনার ব্যালেন্স এর পরিমাণও কমতে থাকে যার ফলে আপনার ট্রেডে বিনিয়োগকৃত অর্থও নষ্ট হয়।
সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি আমরা স্টপলস এর ব্যবহার করবো না? উত্তর- অবশ্যই করবেন! তাহলে কিভাবে ?
- সঠিক পিপ্স নির্ধারণ – কখনোই এন্ট্রি পয়েন্ট থেকে ১০-১৫ কিংবা ১৫-২০ পিপ্স এর দুরুত্তে স্টপলস সেট করবেন না। সঠিক নিয়ম এবং দুরুত্ত ঠিক করে যদি স্টপলস সেট করেন তাহলে, আপনার স্টপলস স্পর্শ করার চান্স কম থাকবে। আমাদের পরামর্শ হচ্ছে, স্টপলস সবসময় সেট করার জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো প্রথমে নির্ধারণ করুন এবং এরপর সেটি সেট করুন।
- প্রফিট টার্গেট সেট করতে – প্রফিট এর জন্য নিরধারিত স্টপলস (Take profit/TP) সেট করার জন্য সবসময়ই Fibonacci টুল ব্যবহার করুন। এই টেকনিক্যাল টুল এর লেভেলগুলো আপনার জন্য পারফেক্ট স্টপঅর্ডার নির্ধারণ করতে সহায়তা করবে। Fibonacci টুল সম্পর্কে বিস্তারিত জানতে Fibonacci ট্রেনিং কোর্সটি থেকে শিখে নিতে পারেন।
- ব্রোকার এর পক্ষপাত – এড়িয়ে স্টপলস সেট করার জন্য সবসময় মেজর সাপোর্ট – রেসিস্টেন্স, ট্রেন্ডলাইন কিংবা চ্যানেল ব্যবহার করতে হবে। আপনি যদি এই টেকনিক্যাল টুলগুলো ব্যবহার করে স্টপলস নির্ধারণ করেন তাহলে ব্রোকার সেই অর্ডার স্পর্শ করতে সক্ষম হবেনা।
- এনালাইসিস এর ব্যবহার – ট্রেডের জন্য এন্ট্রি এবং স্টপলস নির্ধারণ করতে হলে আপনাকে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করার ক্ষমতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন, ফরেক্স নিউজ ক্যালেন্ডার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই বিষয়গুলো ভালো করে মার্কেট যাচাই করতে আপনাকে অনেক বেশী পরিমাণ সহায়তা করবে বলে আমরা আশা করি। এছাড়াও আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এখানে মার্কেট এনালাইসিস, ট্রেডিং সিগন্যাল সম্পর্কিত নিয়মিত আপাডেট প্রদান করা হয়ে থাকে – https://fxbd.co/telegram
- অপেক্ষা করা – ভালো এন্ট্রির জন্য, অবশ্যই অপেক্ষা করতে হবে। কখনোই ইমোশন এর ভিত্তিতে ট্রেডে এন্ট্রি গ্রহন করবেন না। আগে মার্কেট ট্রেন্ড বুঝুন এবং তারপর এন্ট্রি গ্রহন করুন। নতুবা লসই হবে আপনার অন্তিম স্থান।
সারমর্ম – স্টপলস এর ব্যবহার ট্রেডের জন্য অপরিহার্য কিন্তু আপনি যদি উপরের উল্লেখিত বিষয়সমূহ বুঝে তারপর স্টপলস ব্যবহার করেন তাহলে একদিকে যেমন স্টপঅর্ডার স্পর্শ না করার সম্ভাবনা বাড়বে অন্যদিকে এটি আপনার Analytical Power বাড়াতেও অনেক বেশী সহায়তা করবে বলে আমরা আশা করি।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।