fxbangladesh.com – ইতিমধ্যে GOLD বেশকিছুদিন ধরে গোল্ড তার প্রাইসের ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রেখেছিল এবং ২০১৯ এর মধ্যে প্রাইসের সবচেয়ে বেশী ভ্যালু ছিল 1348.50 । বিদ্যমান এই ট্রেন্ড শুরু হয়, গত বছরের নভেম্বর থেকে। অর্থাৎ, বিগত প্রায় ৪ মাস ধরে এটি সম্পূর্ণরূপে বাইট্রেন্ড এর মধ্যে রয়েছিল। প্রাইসের সর্বশেষ অবস্থান অনুযায়ী প্রাইস সেই ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে নিচের দিকে অবস্থান করছে।
নিচে প্রদত্ত H4 টাইমফ্রেম এর চার্টটি একটু ভালো করে লক্ষ্য করুন –
চার্ট এর প্রদত্ত –
H4 টাইমফ্রেম অনুযায়ী গোল্ড, বিদ্যমান আপট্রেন্ড রেঞ্জ ব্রেক করে বর্তমানে ঠিক এই ট্রেন্ডলাইন এর নিচে অবস্থান করছে। যারা এই মুহূর্তে কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করেছেন তাদের এন্ট্রি পজিশন ক্লোজ করার পরামর্শ প্রদান করা হচ্ছে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস বিদ্যমান লেভেল থেকে কিছুটা উপরের দিকে বাউন্স করা আবশ্যক নতুনবা নতুন করে আরও নিচের দিকের নামার সম্ভাবনা কমে আসবে। এমতাবস্থায়, যাদের বিদ্যমান কোনও SELL এন্ট্রি রয়েছে তারা প্রফিট ক্লোজ করে, বাউন্স করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমাদের পসিবল বাউন্স লেভেল হচ্ছে 1300 এর কাছাকাছি।
এখন চলুন একটি বড় টাইমফ্রেম এর চার্টে প্রাইসের সম্ভাব্য অবস্থান দেখে নেয়া যাক-
Weekly টাইমফ্রেম এর চার্ট অনুযায়ী গোল্ড ক্রমশ লোয়ার হাই এবং হাইয়ার লো ক্যান্ডেল তৈরি করছে যা সম্ভাব্য Symmetrical Chart Pattern এর নির্দেশক হিসাবে কাজ করে। প্রাইস এখন পর্যন্ত চার্ট প্যাটার্ন এর রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে পুনরায় নিচের সাপোর্ট লেভেল এর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে যার ফলে এখন পর্যন্ত ট্রেন্ড এর অবস্থান হচ্ছে ডাউন। এই মুহূর্তেই কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে এখানে বলে রাখা ভালো, যদি কোনওভাবে প্রাইস 1300 এর উপরে অবস্থান করতে সক্ষম হয় তাহলে এই ট্রেন্ড সম্পূর্ণরূপে বাতিল বলে বিবেচিত হবে।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম অনুযায়ী, এখনই নতুন করে কোন BUY কিংবা SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি।
- H4 টাইমফ্রেম অনুযায়ী, নতুন করে SELL এন্ট্রি গ্রহনের সম্ভাব্য পজিশন হচ্ছে, 1300 এর কাছাকাছি।
- H4 টাইমফ্রেম অনুযায়ী, যাদের বিদ্যমান SELL এন্ট্রি রয়েছে, তারা চাইলে পজিশন ক্লোজ করে প্রফিট নিয়ে নিতে পারেন।
- D টাইমফ্রেম অনুযায়ী, প্রাইস চার্ট প্যাটার্ন এর রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে বর্তমানে নিচের দিকে অগ্রসর হচ্ছে যার সম্ভাব্য টার্গেট লেভেল হচ্ছে 1222 এর কাছাকাছি। তবে যদি কোনও করনে Daily টাইমফ্রেম অনুযায়ী ক্যান্ডেল 1300 প্রাইসের উপরে ক্লোজ এবং অবস্থান করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান এই ডাউনট্রেন্ড বাতিল বলে গণ্য হবে।
ঝুঁকি সতর্কতা –
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।