Exness Cent Account – ব্রোকার হিসাবে এক্সনেস এর জনপ্রিয়তা সম্পর্কে বিশেষ করে কিছু বলার অপেক্ষা রাখে না। স্ট্যান্ডার্ড লট এর এই ব্রোকার বেশকিছুদিন ধরেই বাংলাদেশে খুব ভাল সেবা প্রদান করে আসছে এবং ট্রেডারদের কাছে এর জনপ্রিয়তাও অনেক বেশী। আমরা এর আগেও এই ব্রোকার সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করেছি। যারা এই ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তারা অনুগ্রহ করে এক্সনেস ব্রোকার পরিচিতি আর্টিকেলটি ভাল করে পড়ে নিন।
এছারাও, এই ব্রোকার এর রিভিউ সংক্রান্ত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ক্লিক করুন – এক্সনেস রিভিউ। আজকের আর্টিকেলে আমরা এই ব্রোকার এর বিশেষ একটি ট্রেডিং একাউন্ট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই আর্টিকেলটি মুলত তাদের জন্য, যারা কম বিনিয়োগ করে প্রাথমিক রিয়েল ট্রেডিং শুরু করতে চান। প্রায়ই আমাদের কাছে অনেকেই জানতে চান, কম বিনিয়োগ করে কি ফরেক্স ট্রেড শুরু করা সম্ভব? আসলে সম্ভব কিন্তু সেক্ষেত্রে বেশকিছু বিষয় মেনে চলতে হবে। আশা করছি এই আর্টিকেলটি আপনার ভাল লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
ট্রেডে বিনিয়োগ এর পরিমাণ!
আমরা সবাই জানি, ফরেক্স মার্কেটে বিনিয়োগ করা ছাড়া প্রফিট করার কোনও সুযোগ নেই। ট্রেড থেকে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো পরিমাণ বিনিয়োগ করা আবশ্যিক। এক্ষেত্রে এক এক ধনের ব্রোকার আবার এক এক রকম এর বিনিয়োগ করার সুবিধা প্রদান করে থাকে। কোনও ব্রোকার $1 ডিপোজিট করার সুবিধা দেয় আবার কোনও ব্রোকারে সর্বনিম্ন বিনিয়োগ এর পরিমাণ থাকে $2000 ।
আসলে ব্রোকারভেদে বিষয়গুলোর পরিবর্তন হয়ে থাকে। তবে ট্রেড করার জন্য কি পরিমাণ বিনিয়োগ এর প্রয়োজন হতে পারে, সে সম্পর্কে আমাদের ট্রেডে বিনিয়োগ এর পরিমাণ এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে নিন পারেন। আমরা চেষ্টা করেছি এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার।
Exness Cent Account পরিচিতি
জনপ্রিয় ব্রোকার এক্সনেস বেশকিছু ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার এবং ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। যেমন, Cent Account, Mini Account, Social Trading Account এবং Zero Spread Account । এই একাউন্টগুলোর এক একটি এক এক ধরনের সুবিধা থাকার কারনে ট্রেডাররা নিজেদের সুবিধা মতন ট্রেড কররার সুবিধা পেয়ে থাকেন।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো, Exness Cent Account নিয়ে। নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন, এই একাউন্ট এর সকল ধরনের আর্থিক হিসাব হবে সেন্ট এর মাধ্যমে। অর্থাৎ, অন্যান্য একাউন্টে যেমন প্রফিট কিংবা লস এর হিসাব হয় ডলার এর সমপরিমাণ সেক্ষেত্রে এই একাউন্ট এর প্রফিট এবং লস এর হিসাব হবে USC অর্থাৎ, সেন্ট এর মাধ্যমে। আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, যাদের ট্রেড শুরু করার জন্য প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম, তাদের জন্যই আজকের আর্টিকেল।
Exness Cent Account কেন?
প্রাথমিক অবস্থায় ট্রেড শুরু করার জন্য স্ট্যান্ডার্ড লট এর যেকোনো ব্রোকারের জন্য আমাদের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ এর পরিমাণ হচ্ছে সর্বনিম্ন $3000-$5000 এবং যদি মিনিলট এর ব্রোকারে ট্রেড শুরু করেন তাহলে এর পরিমাণ হতে হবে, সর্বনিম্ন $2000-$2500 । এর থেকে কম ব্যালেন্স এর ট্রেডে লস এর ঝুঁকি থাকে অনেকবেশী যার কারনে আমরা সবসময়ই বলি, এর থেকে কম ব্যালেন্স দিয়ে ট্রেড শুরু করার দরকার নেই।
এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই আমার কিংবা আমাদের এই পরিমাণ এমাউন্ট বিনিয়োগ করার কোনও অবস্থা নেই। আসলে প্রশ্নটি সম্পূর্ণভাবে সত্য এবং আমাদের সর্বশেষ সার্ভে অনুযায়ী, বাংলাদেশের ৯০ ভাগ ট্রেডার এর প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ থাকে $400 এর নিচে। বিস্তারিত জানতে, ফরেক্স সার্ভে রিপোর্ট টি পড়ুন। আবারও আলোচনায় ফিরে আস, তাহলে কি আপনি ফরেক্স ট্রেড শুরু করবেন না? অবশ্যই করবেন! তবে সেটি সব ধরনের ফরেক্স ব্রোকারে করা যাবে না।
যারা একটি নির্ভরযোগ্য ব্রোকারে ট্রেড শুরু করতে আগ্রহী কিন্তু বিনিয়োগ এর পরিমাণ কম, তাদের জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে EXNESS । কেননা এই ব্রোকার, অন্যান্য একাউন্ট এর পাশাপাশি আপনাকে Exness Cent Account রেজিস্টার করে রিয়েল ট্রেড করার সুবিধা দেয় যেখানে অন্যান্য ব্রোকার দেয় না।
Exness Cent Account রেজিস্ট্রেশন
আশা করি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এই সেন্ট একাউন্ট সম্পর্কে। অন্যান্য ট্রেডিং একাউন্ট এর সাথে এই সেন্ট একাউন্ট এর মুল পার্থক্য হচ্ছে শুধুমাত্র প্রফিট এবং লস এর ক্ষেত্রে। বিষয়গুলোকে আপনাদের কাছে আরও সহজ এবং স্পষ্ট করে উপস্থাপন করবো আর্টিকেল এর নিচের অংশে। প্রথমে আমাদের Exness Cent Account রেজিস্টার করে নিতে হবে। এর জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। কিংবা ক্লিক করুন – www.exness.com ।
লিংক ক্লিক করার পর, আপনার সামনে বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার একটি অপশন চলে আসবে সেখান থেকে MT4 ক্লিক করুন এবং দেখুন সেখানে সর্বমোট ৪ ধরনের একাউন্ট রেজিস্টার করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে Cent এর নিচের “Open Cent Account” বাটনে ক্লিক করুন। এবং আপনার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা প্রদান করার মাধ্যমে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন। একাউন্ট রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, আপনাদের প্রথমে সেটিকে সম্পূর্ণভাবে ভেরিফাই করে নিতে হবে। সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে Exness Verification আর্টিকেলটি বিস্তারতি পড়ে নিন এবং সে অনুযায়ী ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিন।
Exness Cent Account এর সুবিধাসমূহ!
আমরা জানি $1 = 100c (এখানে “c” হচ্ছে সেন্ট)। অনেকটাই আমাদের দেশের টাকা এবং পয়সা এর হিসাব করার মতন। ১০০ পয়সা = ১ টাকা। অর্থাৎ, আপনি যদি ব্রোকারের সেন্ট একাউন্টে $5 ডিপোজিট করেন, তাহলে সেটা 100*5 = 500 হিসাবে ট্রেডিং টার্মিনালে প্রদর্শন করবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবং Exness Cent Account এর সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
- সর্বনিম্ন বিনিয়োগ: সেন্ট একাউন্ট এর জন্য ব্রোকার সর্বনিম্ন $1 পরিমাণ ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ, আপনার প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ যদি কম হয়ে থাকে, তাহলেই এই নির্ভরযোগ্য ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করার সুবিধা পাবেন।
- সোয়াপ এবং কমিশন ফ্রি: অন্যান্য ফরেক্স ব্রোকারে, ট্রেডিং এর জন্য অতিরিক্ত চার্জ এবং কমিশন যুক্ত থাকে যা একজন ট্রেডার এর জন্য অতিরিক্ত লস। এক্সনেস ব্রোকারের সেন্ট একাউন্ট এর ক্ষেত্রে কোনও ধরনের অতিরক্ত চার্জ কিংবা কমিশন নেই। যেটা অল্প বিনিয়োগ এর ট্রেডারদের জন্য এককথায় আদর্শ।
- একই স্প্রেড: বিভিন্ন ধরনের ব্রোকারের মধ্যে যারা মিনি কিংবা সেন্ট একাউন্টে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে তাদের, স্প্রেড এর পরিমাণ থাকে বেশী। অর্থাৎ, অন্য একাউন্টের স্প্রেড যদি থাকে ৮ পিপ্স সেখত্রে সেন্ট কিংবা মিনি একাউন্ট এর ক্ষেত্রে স্প্রেড এর পরিমাণ থাকে কমপক্ষে ১৫/১৮ পিপ্স। যা অন্যান্য একাউন্ট এর তুলনায় অনেকবেশী। এক্সনেস ব্রোকার এর সেন্ট একাউন্ট এর স্প্রেড অন্যান্য একাউন্ট এর সমপরিমাণ। অর্থাৎ, অতিরিক্ত কোনও স্প্রেড এই ব্রোকার চার্জ করে না।
- লিভারেজ: অন্যান্য ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে, ব্রোকার গ্রাহককে যেই পরিমাণ লিভারেজ গ্রহন করা সুবিধা প্রদান করে থাকে, সেন্ট একাউন্ট এর ক্ষেত্রেও ঠিক একই পরিমাণ লিভারেজ গ্রহনের সুবিধা প্রদান করে থাকে।
- ফান্ড উত্তোলন এবং ডিপোজিট: Exness ব্রোকারের জনপ্রিয়তার মুল কারন হচ্ছে, তাৎক্ষনিক ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার সুবিধা। অর্থাৎ, ব্রোকার থেকে ফান্ড উত্তোলন করার জন্য সেকেন্ড এর বেশী সময় লাগে না। সেন্ট একাউন্ট এর ডিপোজিট এবং উত্তোলন করার জন্য একই সুবিধা, ব্রোকার প্রদান করে থাকে।
সারমর্ম: যাদের প্রাথমিক ব্যালেন্স এর পরিমাণ কম তাদের জন্য এই সেন্ট একাউন্টে ট্রেড করার সুবিধা হচ্ছে এক কথায় আদর্শ। এই সেন্ট একাউন্ট এর মুল পার্থক্য হচ্ছে, অন্যান্য ট্রেডিং একাউন্টে প্রফিট এবং লস এর হিসাব হবে সরাসরি ডলার এর মাধ্যমে আর এই একাউন্ট এর হিসাব হবে শুধুমাত্র সেন্ট এর হিসাবে। এছাড়া, আর ভিন্ন কোনও ধরনের পার্থক্য নেই।
অন্যান্য ট্রেডিং একাউন্টে ব্রোকার যেই সুবিধা প্রদান করে ঠিক একই পরিমাণ সুবিধা প্রদান করে এই সেন্ট একাউন্ট ক্ষেত্রেও। Exness Cent Account সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন কিংবা ক্লিক করুন – www.exness.com ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
সেন্ট একাউন্ট করার পরে ওই অ্যাকাউন্ট থেকে কি পরবর্তীতে স্টান্ড একাউন্টে যাওয়া যাবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। এক্সনেস ব্রোকারে একসাথে আপনি একাধিক ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট যেমন Standard, Social, RAW কিংবা Pro অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/exness
মাইক্রো একাউন্টে ০.১০ দিয়ে ট্রেড ওপেন করলে এবং ১০০ পিপ্স প্রফিটে থাকলে কত ডলার লাভ হবে জানালে উপকৃত হব
প্রশ্নের জন্য ধন্যবাদ। স্ট্যান্ডার্ড লট অনুসারে প্রফিট হবে ১০০ ডলার ; মিনি লট অনুসারে প্রফিট হবে ১০ ডলার এবং মাইক্রো লট অনুসারে প্রফিট হবে ১ ডলার পরিমাণ। লটের আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/pjn