FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি একটু বড় টাইমফ্রেম অনুযায়ী একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বর্তমানে অবস্থান করছে এবং আমাদের প্রকাশিত সর্বশেষ এনালাইসিস অনুসারে কারেন্সি পেয়ারটি কিছুটা নিচের দিকে ক্রমশ নেমে আসে এবং আমাদের প্রফিট টার্গেট লেভেলও স্পর্শ করতে সক্ষম হয়। আশা করছি, যারা এনালাইসিস অনুযায়ী সেল এন্ট্রি গ্রহন করেছিলেন তারা ভালো কিছু পিপ্স এর প্রফিট করতে সক্ষম হয়েছেন। বিদ্যমান মার্কেট অনুসারে এই মুহূর্তে কোনও ধরনের নতুন সেল এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং প্রাইস এর পরবর্তী গন্তব্য এর উপরে লক্ষ্য রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।এখন চলুন একটু বড় টাইমফ্রেমে কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান দেখে নেই।
উপরের Daily টাইমফ্রেম এর চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। সর্বশেষ প্রকাশিত আর্টিকেলে আমরা বলাছিলাম “প্রাইস নিচের দিকে বাউন্স করার সম্ভাবনা অনেকবেশী সেক্ষেত্রে বাই এন্ট্রির বিদ্যমান প্রফিট ক্লোজ করে ফেলুন এবং নতুন ট্রেন্ড এর জন্য অপেক্ষা করুন”। কারেন্সি পেয়ারটি প্রথম বাইট্রেন্ড শুরু করে জুন-৪ যেখানে প্রাইস এর সর্বনিম্ন লেভেল ছিল, 1.1118 এবং এর পর প্রাইস নতুন হাই লেভেল তৈরি করে জুন-৭ যেখানে প্রাইস এর সর্বোচ্চ লেভেল ছিল, 1.1346 এবং এরপর প্রাইস পুনরায় নিচের দিকে বাউন্স করে নেমে আসে যেখানে জুন-১৮ তারিখে প্রাইস এর সর্বনিম্ন লেভেল ছিল 1.1184 এবং সেখান থেকে প্রাইস এর দ্বিতীয় ট্রেন্ড শুরু হয় যার সর্বোচ্চ প্রাইস লেভেল ছিল, 1.1410 । এখন একটি অংক মিলিয়ে নেয়া যাক।
১ম বার, প্রাইস এর লো থেকে হাই লেভেল পর্যন্ত প্রাইস রেঞ্জ ছিল = 1.1346-1.1118 = ২২৮ পিপ্স। যেখানে প্রাইস আপট্রেন্ড এর পর পুনরায় বাউন্স করে নিচে নেমে এসেছিল = 1.1346 – 1.1184 = ১৬২ পিপ্স।
২য় বার, প্রাইস এর লো থেকে হাই লেভেল পর্যন্ত প্রাইস রেঞ্জ ছিল = 1.1410-1.1184 = ২২৬ পিপ্স এবং সর্বশেষ নতুন হাইয়ার হাই লেভেল থেকে বিদ্যমান লোয়ার লো লেভেল হচ্ছে 1.1210 এর কছাকাছি। অর্থাৎ, 1.1395-1.1210 = ১৮২ পিপ্স এর মতন।
পূর্বের উল্লেখিত ক্যালকুলেশন অনুযায়ী, আমরা ধরে নিয়েছিলাম প্রাইস প্রায় তার সর্বশেষ হাইয়ার হাই থেকে ১৫০-১৬০ পিপ্স নিচে নেমে আসবে এবং প্রাইস সে অনুযায়ী প্রায় ১৮২ পিপ্স নিচেই বর্তমানে অবস্থান করছে। অর্থাৎ আমাদের চার্টে অংকিত ২য় টার্ম ইতিমধ্যেই প্রাইস সম্পন্ন করে ফেলেছে এবং খুব সম্ভবত প্রাইস এবার ৩য় টার্ম এর দিকে অগ্রসর হবে যেখানে আমাদের পরিবল প্রফিট টার্গেট হবে, 1.1400-1435 এর কাহাকাছি। ফরেক্স ট্রেডিং এর ভাষায় এই অংককে বলা হয় “Equal Measure Move”।
ট্রেডিং পরামর্শ –
- বিদ্যমান এই এনালাইসিস Day ক্যান্ডেল এর জন্য প্রযোজ্য হবে।
- বিদ্যমান সকল SELL এন্ট্রির প্রফিট গ্রহন করে ফেলাই উত্তম হতে পারে।
- নতুন করে কোনও সেল এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি।
- BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে যেখানে প্রাইস এর পসিবল প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 1.1400-1435 এর কাছাকাছি তবে সেক্ষেত্রে স্টপলস ব্যবহার করতে হবে = 1.1190 এর নিচে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।