Margin Level | মার্জিন লেভেল বলতে কি বোঝায়?

30
1030
Margin Level | মার্জিন লেভেল

Margin Level হচ্ছে Equity এবং Used Margin এর মধ্যকার পার্থক্য যা শতকরা (%) হিসাবে প্রকাশিত হয়ে থাকে। মার্জিন লেভেল এর মাধ্যমে একজন ট্রেডার বুঝতে পারেন, নতুন ট্রেড করার জন্য তার কি পরিমান ফান্ড অবশিষ্ট রয়েছে। একটি কথা সবসময় মনে রাখবেন,

মার্জিন লেভেল এর পরিমান যত বেশী হবে, ততবেশী ফ্রি মার্জিন থাকবে নতুন করে ট্রেড করার জন্য।

অন্যদিকে,

মার্জিন লেভেল এর পরিমান যত কম হবে, ততকম ফ্রি মার্জিন থাকবে নতুন করে ট্রেড করার জন্য। যা, পারতপক্ষে ট্রেডিং একাউন্ট এর জন্য খুবই খারাপ। যেমন এর জন্য margin call কিংবা stop out এর মতন খারাপ কিছুও হতে পারে।

Margin Level ক্যালকুলেশন

নিচে আমরা মার্জিন লেভেল কিভাবে ক্যালকুলেট করবেন সেটি সম্পর্কে আপনাদের ধারনা প্রদান করার চেষ্টা করছি।

Margin Level = (Equity / Used Margin) x 100%

আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে এই মার্জিন লেভেল ক্যালকুলেট করে সেটির হিসাব করে দেখাতে থাকবে। এর জন্য আপনাকে নিজ থেকে কিছুই করতে হবে না।

যদি আপনার কোনও এন্ট্রি পজিশন না থাকে তাহলে আপনার মার্জিন লেভেল থাকবে “ZERO / 0” ।

মার্জিন লেভেল খুবই গুরুত্বপূর্ণ একজন ট্রেডার এর জন্য কেননা এই লেভেল এর উপর ভিত্তি করেই ব্রোকার নির্ধারণ করে থাকে আপনি নতুন ট্রেড নিতে পারবেন কিংবা পারবেন না।

এক এক ব্রোকার ট্রেড করার জন্য এই মার্জিনাল লেভেল এক এক রকম করে নির্ধারণ করে থাকে। তবে বেশীরভাগ সময়ই এটি 100% হয়ে থাক। যার অর্থ হচ্ছে, যখন আপনার Equity, Used Margin এর সমপরিমাণ কিংবা এর থেকে কমে আসবে তখন নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করতে পারবেন না।

যদি আপনাকে নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করতে হয় তাহলে আপনাকে প্রথমে বিদ্যমান যেকোনো এন্ট্রি ক্লোজ করে নিতে হবে কিংবা নতুন করে ডিপোজিট করে নিতে হবে।

উধাহরন #১ঃ USD/JPY, BUY এন্ট্রি গ্রহন

ধরুন আপনার ট্রেডিং ব্যালেন্স এর পরিমান হচ্ছে $1000 ।

ধাপ #১: Required Margin Calculation

আপনি USD/JPY কারেন্সি পেয়ারে ১ মিনি লট (১০,০০০ ইউনিট) এর একটি লং পজিশন অর্থাৎ BUY এন্ট্রি গ্রহন করতে আগ্রহী এবং এর জন্য margin requirement হচ্ছে 4% ।

তাহলে হিসাব করে বলুন, এন্ট্রি গ্রহনের জন্য Required Margin এর পরিমান কত হবে?

যেহেতু USD একানে বেইজ কারেন্সি এবং আপনি মিনি লট অর্থাৎ $10,000 এর এন্ট্রি গ্রহন করছেন সে হিসাবে কারেন্সির national value হবে $10,000 ।

Required Margin = Notional Value x Margin Requirement

$400 = $10,000 x .04

অর্থাৎ এর জন্য আপনার required margin এর পরিমান হবে $400 ।

ধাপ #২: Used Margin Calculation

একটি এন্ট্রি গ্রহন করার পর, আপনি নতুন করে আর কোনও এন্ট্রি গ্রহন করেননি। যেহেতু আপনি একটি মাত্র এন্ট্রি পজিশন ওপেন করেছেন এই জন্য আপনার used margin এবং required margin হবে সমপরিমান অর্থাৎ সমান।

ধাপ #৩: Equity Calculation

ধরুন আপনি যেই প্রাইসে বাই এন্ট্রি গ্রহন করেছিলেন, মার্কেট প্রাইসও এখন একই প্রাইস লেভেল রয়েছে। অর্থাৎ এন্ট্রি প্রাইস এবং মার্কেট প্রাইস সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি, Floating P/L হছে $0 । তাহলে চলুন এবার আমরা Equity হিসাব করে দেখি।

Equity = Account Balance + Floating Profits (or Losses)

$1,000 = $1,000 + $0

আপনার ট্রেডিং একাউন্ট এর ইক্যুইটির পরিমাণ হচ্ছে এখন $1,000.

ধাপ #৪: Margin Level Calculation

আমরা যেহেতু ইক্যুইটি বের করে নিতে পেরেছি সেক্ষেত্রে এখন চাইলে মার্জিনাল লেভেলও বের করে নিতে পারবো।

Margin Level = (Equity / Used Margin) x 100%

250% = ($1,000 / $400) x 100%

মার্জিনাল লেভেল হচ্ছে 250% ।

যদি কোনওভাবে এই Margin Level ১০০% কিংবা এর নিচে নেমে আসে তাহলে বেশীরভাগ ব্রোকারই আপনাকে নতুন করে ট্রেডে এন্ট্রি গ্রহন করতে দিবে না

উপরের উধাহরন থেকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মার্জিনাল লেভেল রয়েছে ২৫০% যা ১০০% এরও অনেকবেশী উপরে।

এর কারনে, আমরা চাইলেই নতুন করে আরও এন্ট্রি গ্রহন করতে পারি। যদি এটিকে ট্র্যাফিক লাইট এর সাথে তুলনা করি, তাহলে গ্রীন সিগন্যাল দেখতে পাবো। যার অর্থ হচ্ছে, আপনি চাইলেই নতুন করে একাধিক ট্রেডে এন্ট্রি গ্রহন করতে পারবেন এবং এর জন্য কোনও সমস্যা হবে না। তবে যদি কোনভাবে মার্জিন লেভেল 100% এর নিচে নেমে আসে তাহলে কিন্তু আর নতুন করে এন্ট্রি গ্রহন করতে পারবেন না। আশা করি বিষয়টি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি।

সারমর্মঃ 

এই লেকচারটি থেকে আমরা জানতে এবং শিখতে পেরছি মূলত ২টি বিষয় সম্পর্কেঃ

  1. Margin Level হচ্ছে Equity এবং used margin এর মধ্যকার পার্থক্যের রেশিও যাকে শতকরা (%) হিসাবে পরিমাপ করা হয়ে থাকে।
  2. উধাহরন দিচ্ছি: ধরুন আপনার ট্রেডিং একাউন্ট এর Equity আছে $5000 এবং আপনার Used Margin এর পরিমান হচ্ছে $1000 । ফলাফল হিসাবে আপনার Margin Level হচ্ছে 500% ।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

30 কমেন্ট

  1. আমার ব্যালেন্স ২০০০০$ ,ভাই আমি কোনো অবস্থাতে যদি এন্ট্রি ৪০.০০ (৪০)ভলিউম দিয়ে দেই সে ক্ষেত্রে মার্জিনলেভেল যেন না কমে অর্থাৎ মার্জিন লেভেল অপরিবর্তিত বা ইস্থিতিশীল রাখার উপায় কি যেন আমার মূল বালান্সএ যেন কোনো ক্ষতি না হয়।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয় মুলত নির্ভর করবে, আপনি কোন ব্রোকারে ট্রেড করছেন, ব্রোকারের একাউন্টের ধরন, লিভারেজ ইত্যাদি বিষয়ের উপর। অনুগ্রহ করে তথ্যগুলো আমাদের ইমেইল করে জানাবেন। আমরা চেষ্টা করবো, আপনাকে সহায়তা করার। ইমেইল আইডি – [email protected]

  2. আসসালামুয়ালাইকুম। ভাই Exness broker এর নীতিমালা টি কোথায় পাবো। প্লীজ উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      অনুগ্রহ করে ব্রোকারের ওয়বসাইটে দেখুন – https://fxbd.co/exness কিংবা ক্যাবিনেটে লগইন করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলে নিন।

  3. আসসালামুয়ালাইকুম। ভাই, এটি এম ব্যাংকের কার্ডের মাধ্যমে কি আমি Exness forex broker এ ডিপোজিট করতে পারবো। সেটা কিভাবে। খুব দ্রত ভাবে ডিপোজিট এবং উত্তোলন করার মাধ্যম কোন টি। প্রীজ ভাই অপেক্ষায় থাকলাম।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপার ATM কার্ড এর মাধ্যমে যদি ডলারে লেনদেন করার সুবিধা থাকে তাহলে ব্রোকারে ফান্ড ডিপোজিট করতে পারবেন। তাৎক্ষণিক ফান্ড ডিপোজিট করার জন্য আপনি স্ক্রিল একাউন্ট খুলে লেনদেন করতে পারেন। এটি বাংলাদেশ সরকার অনুমদিত। বিস্তারিত – https://fxbd.co/skrill

    • সব ব্রোকারই তাৎক্ষণিক ফান্ড উত্তোলন করার সুবিধা প্রদান করে না। শুধুমাত্র এক্সনেস ব্রোকার তাৎক্ষণিক ফান্ড উত্তোলন করার সুবিধা প্রদান করে। বিস্তারতি – https://fxbd.co/exness

    • আসসালামুয়ালাইকুম। ভাই, Exness broker এর Forex trad এর profit এর টাকা ব্যাংক হতে উত্তোলনের নিয়ম টা জানাবেন। ব্যাংক হতে টাকা পেতে কত সময় লাগতে পারে। উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম।

      • ফান্ড উত্তোলন এর নিয়ম জানতে এই আর্টিকেল পড়ে নিন। https://fxbd.co/exwithdraw
        আপনি যদি ব্যাংক এর মাধ্যমে ডিপোজিট করেন তাহলেই কেবল ফান্ড উত্তোলন এর জন্য ব্যাংক এর অপশনটি আসবে নতুনবা সেটি আপনার জন্য প্রযোজ্য হবে না। ব্যাংক এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার নিয়ম পাবেন এই আর্টিকেলে – https://fxbd.co/e2cR5

  4. আসসালামুয়ালাইকুম। ভাই, কোন কোন ভুলের কারণে ফরেক্স ট্রেডের ডিপোজিট এর লাভের টাকা উত্তোলন করা যায় না। প্লীজ ভাই উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফান্ড উত্তোলন এবং ডিপোজিট এর সমস্যা হয় ব্রোকার এর নীতিমালা যদি ভঙ্গ করেন তাহলে। এক এক ব্রোকারের নীতিমালা কিংবা “Client Agreement” এক এক রকমের হয়ে থাকে। সুতরাং, যেই ব্রোকারে আপনি রিয়েল ট্রেড করতে আগ্রহী প্রথমে সেই ব্রোকারের নীতিমালা ভালো করে পড়ে বুঝুন।

  5. আসসালামুয়ালাইকুম। ভাই মনে করুন, আমি USD/JPY পেয়ার টি Sell দিলাম। আমার বুঝতে সমস্যা হয় আসলে আমি কোন currency Sell দিলাম। USD বিক্রি করলাম না JPY বিক্রি করলাম।

  6. আসসালামুয়ালাইকুম। ভাই কি ভাবে আমি Forex Trad এর গত হয়ে গিয়েছে ট্রেড গুলো কিভাবে পাইতে পারি। উদাহরণঃ মনে করুন আজ 10/6/20 তারিখ। আমি ট্রেড দেখতে চাই 09/06/2020 হতে 09/05/2020 পর্যন্ত। বিশেষ করে দেখতে চাই XAU/USD, USD/JPYএই দুইটি পেয়ার। প্লীজ পরামর্শ দিবেন। আপনাদের কে আমি ধন্যবাদ যানাচ্ছি আপনাদের লেখা গুলো পরে আমার উপকার হচ্ছে।

    • আমি Exness ব্রোকার প্লাটফরমে Demo Trad করছি। Exness platform এর গত দিনগুলোর ট্রেডগুলোর দরকার। পেয়ার XAU/USD, USD/JPY এই দুইটি পেয়ার।

  7. আসসালামুয়ালাইকুম। জানতে চাই, মনে করেন আমার ফরেক্স ব্রোকারে আমি ডিপোজিট করলাম 3000 USD. ব্রোকারের লিভারেজ নেয়ার পর আমার ডিপোজিট হলো ( 3000×100 )= 300000 USD. এখন আমি ২০ লট দিয়ে ( GBP/USD, USD/JPY, GBP/JPY, EUR/JPY, AUD/JPY ) উক্ত পেয়ার গুলো Sell limit দিয়ে Order করলাম। দুর্ভাগ্যক্রমে দেখা যাইতেছে প্রত্যেকটি এন্টি Loss পজিশনে আছে। আমি ততক্ষণ পর্যন্ত এন্টি গুলো close করলাম না হয়তো মার্কেট আমার ফেবারে আসবে বলে। আমার প্রশ্ন আমার ডিপোজিটের 3000 USD লসে আসার পর আমার account অটো বন্ধ হয়ে যাবে। প্লীজ এই বিষয়ে একটু ধারণা নিবেন।

  8. আসসালামুয়ালাইকুম। ভাই আপনার লেখা গুলো যখনই পড়তে যাই তখনই TICMILL Add টি এসে খুব বিরক্ত করে। অনুরোধ থাকলো উক্ত add টি আপনাদের পেজের সামনে না রেখে ভিতরে রাখুন।

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। নির্দিষ্ট টীমকে বিষয়টী অবহিত করা হয়েছে। আশা করছি তারা বিষয়টি চিন্তা করবেন।

  9. আসসালামুয়ালাইকুম। ভাই, Meta Trader 4 Android Demo এই টা কোন ব্রোকারের। প্লীজ জানাবেন।

  10. আসসালামুয়ালাইকুম। ভাই ফরেক্স ট্রেডিং এ কি আগাম কোন পেয়ারের দাম বৃদ্ধি এবং দাম কমের ইন্ডিকেটর আছে। যা দেখল বোঝা যাবে উক্ত পেয়ার টি ভবিষ্যতে কোন অবস্থায় যেতে পারে।

  11. আসসালামুয়ালাইকুম। ভাই, আপনাদের তাক্ষনিক Forex Technical Analysis কোন পেজ আছে কিনা জানতে চাই।

  12. নতুন ট্রেডারঃ ভাই, আমাকে পরামর্শ দিবেন রিয়েল একান্ট কোন ব্রোকার open করিলে ভালো হয়। IC market অথবা Instraforex অথবা Exness এবং কোন ব্রোকারে সর্বোনিম্নে কত ডিপোজিড USD দিয়ে Open করা যাবে।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      কম ব্যালেন্স ডিপোজিট করার জন্য এক্সনেস ব্রোকার বেছে নিতে পারেন। আপনি চাইলে এই ব্রোকার সরাসরি লোকাল ব্যাংক এর মাধ্যমেও ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। বিস্তারিত – https://fxbd.co/exness

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। কি প্রশ্ন করেছিলেন সেটি বলুন। আমরা চেষ্টা করবো উত্তর প্রদানের। কিংবা আমাদের ফোরামের প্রশ্ন করতে পারেন। লিংক – https://fxbd.co/community

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here