Forex Demo Account – আমরা সবসময়ই বলি, ট্রেড করার পূর্বে কষ্টকরে একটি “DEMO Account” খুলে সেটিতে প্র্যাকটিস করে নিন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, ডেমো একাউণ্ট কিভাবে খুলতে হয়। কিংবা প্র্যাকটিস একাউণ্ট খুলে ট্রেড শুরু করা যায়। আসলে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনও বিশেষ আর্টিকেল না থাকলেও, আপনাদের প্রয়োজন এর কথা মাথায় রেখে আমরা এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের আর্টিকেলে আমরা Forex Demo Account এর বিস্তারিত তথ্যাদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক।
ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য মুলত তিনটি ধাপ রয়েছেঃ
- একাউন্ট এর ধরন নির্বাচন করুন
- রেজিস্ট্রেশন করুন কিংবা একাউন্ট খুলুন
- আপনার ভেরিফাই করে সেটিকে সক্রিয় করে নিন।
আর একটি বিষয় মনে রাখবেন, যেকোনো ব্রোকারে একাউন্ট রেজিস্টার করার জন্য কোনও চার্জ কিংবা ফি প্রদান করতে হয় না। প্রায়ই শুনতে পাওয়া যায়, একাউন্ট রেজিস্টার করার জন্য টাকা লাগে কিংবা কেউ টাকা চেয়েছে। বিষয়টি সম্পূর্ণরূপে প্রতারণার সামিল।
Forex Demo Account নির্বাচন
প্র্যাকটিস করার জন্য আপনাকে যেকোনো একটি ব্রোকার থেকে একটি ট্রেডিং একাউন্ট ওপেন করতে হবে যেখানে আপনি প্র্যাকটিস করবেন। আমাদের আজকের আর্টিকেলে আমরা খুব জনপ্রিয় একটি ব্রোকার Exness নিয়ে আলোচনা করবো। আপনি চাইলে যেকোনো ব্রোকারই নির্বাচন করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে।
তবে যেহেতু আপনি নতুন, আমরা তাই আপনাকে পরামর্শ দিবো, প্রাথমিক পর্যায়ে ভাল এবং রেগুলেটেড ব্রোকারে ট্রেড শুরু করার। এক্সনেস ব্রোকার সম্পর্কে বিস্তারিত সকল তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে আমাদের ব্রোকার সেকশনের “Exness Details” অংশে দেখে নিতে পারেন।
প্রাথমিক পর্যায়ে শুরু করার জন্য এক্সনেস ব্রোকার নির্বাচন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ব্রোকারে আপনি অল্প পরিমাণ ব্যালেন্স নিয়েও ট্রেড শুরু করার সুবিধা পাবেন। এছাড়াও, অন্যান্য ব্রোকার এর তুলনায় এই ব্রোকারের স্প্রেড এর পরিমাণ অনেক কম থাকে সেক্ষেত্রে আপনার জন্য ট্রেডে এন্ট্রি গ্রহন করতেও সুবিধা জনক হবে বলে আমরা আশা করি। আর ট্রেডিং ক্যারিয়ার এর শুরুতেই ভালো ব্রোকার এর সাথে থেকে প্র্যাকটিস করা ভালো। এর জন্যই এই ব্রোকার নির্বাচন।
কিভাবে একাউন্ট খুলবেন?
এক্সনেস ব্রোকারে একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে ব্রোকার এর অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com ভিজিট করুন কিংবা “Exness Demo Account” এই লিংকটি ক্লিক করু। ক্লিক করলে আপনি ব্রোকার এর ওয়েবসাইট যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে নিচের নির্দেশনাগুলো ধারাবাহিকভাবে অনুসরন করুন।
একাউন্ট ওপেন করার জন্য আপনার ইমেইল আইডি এবং সম্পূর্ণ নাম এর প্রয়োজন হবে। একটি কথা মনে রাখবেন, ট্রেডিং একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার NID/Passport থাকা আবশ্যক এবং আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য একটি Bank Statement থাকা আবশ্যক। ক্লিক করার পর, আপনার কাছে একটি পেইজ আসবে।
তবে যেহেতু আমরা ডেমো ট্রেডিং করবো সেক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে না। আপনি যখন রিয়েল ট্রেডিং করতে যাবেন তখনই এই তথ্যগুলো লাগবে।
এখানে প্রথমে দেশ হিসাবে “Bangladesh” নির্বাচন করুন। নিচের অংশে আপনার ইমেইল আইডি এবং এর নিচের অংশে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড লিখে “Continue” বাটনে ক্লিক করবেন।
এখন অনুগ্রহ করে আপনার ইমেইল চেক করে দেখুন। সেখানে ইমেইল এর মাধ্যমে আপনার একাউন্ট এর বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে। এরপর পাসওয়ার্ড এবং ইমেইল আইডি ব্যবহার করে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন এবং এই ক্যাবিনেট থেকে আমরা Forex Demo Account রেজিস্টার করে নিব।
Demo account রেজিস্ট্রেশন
ট্রেডার এর প্রয়োজন অনুসারে, ব্রোকার বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে। এক এক ধরনের একাউন্ট আবার এক এক রকমের সুবিধা- অসুবিধা রয়েছে। আপনি সেই হিসাব করে আপনার সুবিধামতন একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে, স্ট্যান্ডার্ড একাউন্ট খুলে নেয়া। এই একাউন্ট মুল সুবিধা হচ্ছে, সর্বনিম্ন $1 ডিপোজিট এর মাধ্যমে ট্রেড শুরু করতে পারবেন এবং এর স্প্রেড এর পরিমাণও অনেক কম থাকে অন্যান্য ব্রোকার এর তুলনায়।
এক্সনেস ক্যাবিনেটে লগইন করার পর, আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখান থেকে আপনি চাইলে Demo Account খুলে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য প্রক্রিয়াটি নিচে উপস্থাপন করছি।
ধাপঃ ১ – ব্রোকারের ক্যাবিনেটে লগইন করার পর, এরকম একটি পেইজ আসবে যার উপরের ডান পাশে “Open Extra Account” নামে একটি বাটন দেখতে পাবেন অনুগ্রহ করে এই বাটনটি ক্লিক করুন।
ধাপঃ ২ – এই পেইজে এসে ব্রোকার এর ভিন্ন ভিন্ন ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আমাদের পরামর্শ থাকবে “Standard” নামক একাউন্টটিকে নির্বাচন করে নিন এবং “Try Demo” বাটনে ক্লিক করুন।
ধাপঃ ৩ – স্বয়ংক্রিয়ভাবে Forex Demo Account এর জন্য যাবতীয় তথ্যাদি ব্রোকার পুরন করে দিবে তারপরও আপনি চাইলে সেটিকে নিজের মতন করে নির্ধারণ করে নিতে পারবেন। এরপর নিচের “Create an Account” বাটনে ক্লিক করবেন।
ধাপঃ ৪ – আপনার ডেমো ট্রেডিং একাউন্ট সফলভাবে তৈরি হয়ে গেছে এবং তথ্যগুলো ব্যবহার করে এবার আপনি Forex Demo Account এর মাধ্যমে প্র্যাকটিস ট্রেডিং শুরু করতে পারেন।
ট্রেডিং টার্মিনাল
রিয়েল ট্রেড এবং প্র্যাকটিস ট্রেডিং এর ক্ষেত্রে একই টার্মিনাল ব্যবহার করা হয়। এতে কোনও ধরনের ভিন্নতা নেই। এক্সনেস ব্রোকার ট্রেডিং এর সুবিধার জন্য বিভিন্ন ধরনের টার্মিনাল ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে তবে আপনি একাউন্ট যেই টার্মিনাল এর খুলবেন আপনাকে ট্রেড করার সময়ও সেই টার্মিনাল ব্যবহার করতে হবে। উপরের Forex Demo Account রেজিস্টার করার সময় আমরা যেহেতু MT4 (Metatrader 4) নির্বাচন করেছিলাম সেক্ষেত্রে আমাদের MT4 টার্মিনাল প্রথমে ডাউনলোড করে নিতে হবে।
আপনার পিসি কিংবা ল্যাপটপ এর জন্য ডাউনলোড করতে “Exness MT4” এই লিংক ক্লিক করুন। সেখান থেকে ট্রেডিং টার্মিনালটি ডাউনলোড করে নিন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ভিজিট করুন www.exness.com
কিংবা যদি স্মার্টফোনে এপ্সটি ইন্সটল করে নিতে চান তাহলে অনুগ্রহ করে এই লিংকটি ক্লিক করুন exness mobile.
আমরা আবারও বলছি, ট্রেড করা শিখতে হলে আপনাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস ট্রেড করে নিতে হবে। যখন আপনার মনে হবে, আপনি এবার রিয়েল ট্রেডিং এ যেতে পারেন তখনই কেবলমাত্র আপনি রিয়েল ট্রেড শুরু করবেন। প্রাথমিক অবস্থায় আপনাকে কমপক্ষে তিনমাস এই প্র্যাকটিস ট্রেড করা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, “Practice makes a men Perfect”.
যদি ডেমো ট্রেডিং ভালভাবে করে সরাসরি রিয়েল ট্রেডিং শুরু করেন, তাহলে কিছু বিষয় হতে পারে। যেমন,
- প্র্যাকটিস ট্রেডে আপনি যতই সফল না কেন, রিয়েল ট্রেডিং এর বাস্তবতা হবে সম্পূর্ণ ভিন্ন। একটি কথা সবসময়ই মনে রাখবনে, প্র্যাকটিস ট্রেডে প্রফিট করা মানেই আপনি রিয়েল ট্রেডে সফল হতে পারবেন, এমন চিন্তা করার কোনও কারন নেই।
- প্র্যাকটিস ট্রেড থেকে রিয়েল ট্রেডে গিয়েও যদি আপনি মার্কেটকে নিজের সাথে মানিয়ে নিতে না পারেন তাহলে একটি বিষয় সবসময় মেনে চলবেন। এটি হচ্ছে “Risk Management” । রিস্ক ম্যানেজমেন্ট যদি ভাল করে না জানেন কিংবা বুঝেন, কথা দিচ্ছি “ট্রেডিং আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে“
অন্যদিকে, যদি ডেমো ট্রেডিং না করে সরাসরি রিয়েল ট্রেডিং শুরু করে দেন, তাহলে হবে ঠিক এমনই। নিচের ভিডিও এর মতন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
রিয়েল ট্রেডিং কিভাবে শুরু করা হয়
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার সফল্ভাবে ট্রেডিং শিখার কাজ শেষ হয়ে গেলে। প্রথমে ভালো একটি ব্রোকার ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এরপর সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করে নিবেন এবং এরপর ফান্ড ডিপোজিট করার মাধ্যমে ট্রেডিং শুরু করে দিতে পারেন। বিস্তারিত – https://fxbd.co/exness
বিস্তারিত
কমেন্টের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার প্রশ্নটির বিস্তারিত খুলে বলুন। এতে করে আমাদের রিপ্লাই প্রদান করতে সুবিধা হবে।
is it right timew for forex in covid-19.can i start now & are they open & can i trade & get paid
You can trade in Forex 24/5 a week. So you can start trading right away with any Broker.
is it right timew for forex in covid-19.can i start now & are they open & can i trade & get paid