কেন?
ফরেক্স মার্কেট নিয়ে আমরা অনেক শুনেছি কিন্তু কিভাবে এখান থেকে প্রফিট করতে হয় আমরা সেটা হইতবা অনেকেই জানিনা। ফরেক্স নিয়ে অনেক আর্টিকেল পড়েছি অনেক সময় গুগল থেকে, কিন্তু তারপরও আমরা ঠিক মতন বুঝতে পারি না। FX Bangladesh, আপনাদের জন্য নিয়ে এলো ফরেক্স শিখার সবচেয়ে সহজ উপায়। আপনারা যারা অনেক দিন ধরে অনেক চেষ্টা করেছেন শিখার জন্য কিন্তু তারপরও পারেন নি তাদের জন্য এই সাইটটি অনেক ভাল করে কাজ করবে বলে আমরা আশা করি। বাংলাদেশে ফরেক্স শিখার ভাল কোন উপায়ও নেই, আর যারা টাকা দিয়ে ফরেক্স শিখেছেন তারাও অনেক সময় ভাল রকমের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন কারন এমন অনেক কিছুই আপনার সামনে আসবে যা আপনি এর আগে কখনো দেখেন নি।
ফরেক্স সম্পর্কিত যে কোন সমস্যার জন্য আমাদের ওয়েবসাইটে থাকতে পারেন। আমারা এখানে ফরেক্স মার্কেট এর সব আদ্যোপান্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরবো। আমরা বিশ্বাস করি, কেউ যদি আমাদের সবগুলো লেকচার ভাল করে পড়েন তাহলে আপনি অবশ্যই একজন ভাল ট্রেডার হতে পারবেন। আমরা এখানে আপনার কাছে কোন রকমের টাকা নিব না। আপনি আমাদের সবকিছু ফ্রী তে জানতে পারবেন। ফরেক্স মার্কেট এর যাবতীয় সবকিছু, নিউজ, লেকচার, কোর্স, ইন্ডিকেটর এর ব্যবহার, মার্কেট মুভমেন্ট সম্পর্কে এবং কিভাবে এগুলো কাজ করে সেটা বুঝতে পারবেন। আমাদের ওয়েবসাইটটির সাফল্য নির্ভর করবে আপনার দক্ষ ট্রেডার হওয়ার উপর।
কিভাবে?
খুব জনপ্রিয় একটা প্রবাদ আছে, “Practice Makes a Men Perfect“।
FX Bangladesh ও এই প্রবাদ এর উপর ভিত্তি করেই আপনার ট্রেডিং দক্ষতা বাড়ানোর কাজ করবে। ফরেক্স মার্কেটটি এটার উপরই নির্ভরশীল। একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং এছাড়া আর কোন উপায়ও নেই। আমরা আমাদের ওয়েবসাইটের সবগুলো আর্টিকেল এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন।
ধৈর্য, চেষ্টা আর প্রফিট করার মানুশিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলেই কেবল আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারবেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সবচেয়ে ভালো যেটা আপনাকে জানতে হবে সে্টা হল মার্কেট এনালাইসিস। আপনি যদি ভালো করে এনালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে আপনি প্রফিট অবশ্যই করতে পারবেন। আমাদের একদল এক্সপার্ট টিম আছে যারা সমসময়ই বিভিন্ন রকমের এনালাইসিস প্রদান করার মাধ্যমে আপনাকে ভালো একটি ট্রেড নিতে সাহায্য করবে। আপনি যতদিন পর্যন্ত নিজে ভালো ট্রেড এনালাইসিস করতে না পারবেন ততদিন পর্যন্ত আমরা আপনাকে রিয়েল ট্রেড করতে উৎসাহী করবো না। অন্যজনের এনালাইসিস থেকে নিজে যদি মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলেই কেবল আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। নতুনদের ট্রেড করার সুবিধার জন্য আমাদের “Forex Beginner Guide‘ ফ্রি ডাউনলোড করে নিন। এই গাইডে, পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
এই প্রয়াসে আমাদের লাভ?
পৃথিবীর সবকিছুই লাভ/ক্ষতি বিচার করে হয় না। আমরাও এটাই বিশ্বাস করি। আমরা যখন নতুন অবস্থায় ট্রেড করি তখন আমাদের গাইড করার মত আশেপাশে কেউই ছিল না। ইন্টারনেটের সীমাবদ্ধতাও তখন ছিল অনেক। কষ্ট করে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে আমরা এই ট্রেড শিখেছি। প্রথম অবস্থায় অনেক বেশী পরিমাণ লসের সম্মুখীনও হয়েছি কিন্তু শিখেছি! যা এখন আর লস হিসাবে ধরা যায় না!
আমাদের ট্রেড করার অভিজ্ঞতা এবং বাস্তবিক ট্রেড করার উপর ভিত্তি করেই আমাদের এই প্রয়াস। এই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি আর্টিকেল, নিউজ এবং অন্যান্য বিষয় আপনার ট্রেড শিখা এবং করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আপনি যদি আমাদের এই আর্টিকেলগুলো অনুসরন করে নিজের ট্রেড করার দক্ষতাকে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত ভাবে বলতে পারি, আপনাকে পিছনে ফিরে আর তাকাতে হবে না।
একজন সফল ট্রেডারই পারে – একজন নতুনকে ট্রেড সম্পর্কে জানাতে। আমাদের টিম ফরেক্স মার্কেট এ ট্রেড করছে বিগত ৬ বছর ধরে। এই ওয়েবসাইটে আমরা আমদের বিগত ৬ বছরের অভিজ্ঞতা তুলে ধরেছি আপনাদের সামনে, যাতে করে আপনি ফরেক্স ট্রেড শুরু করার আগে ভাল একটি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
আমরা এই ওয়েবসাইটে কোনও নির্দিষ্ট ব্রোকার কিংবা তাদের সার্ভিস আপনাকে গ্রহন করতে উৎসাহী করি না। আমরা শুধুমাত্র আপনাদেরকে তাদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে অবহিত করে থাকি। ব্রোকার পছন্দ করে ট্রেড করা সম্পূর্ণ আপনার নিজের উপর।
এই ওয়েবসাইটের যাবতীয় খরচ আসে, আমাদের কিছু পার্টনার প্রতিষ্ঠান থেকে। এই ওয়েবসাইটে কিছু এফিলিয়েট লিংক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। যেমন, Google Adsense, Netller, Skrill, WesternFX, Instaforx ইত্যাদি। আপনি আমাদের লিংক থেকে একটি ট্রেডিং একাউন্ট খুলে ট্রেড করলে আপনার কোনও অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। বিভিন্ন ব্রোকার বিভিন্ন সময় শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের ভিজিটরদের জন্য কিছু অতিরিক্ত বোনাস, ট্রেডিং প্রতিযোগিতা এবং আরও কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করে যা অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আমরা বরং কিছু অল্প কমিশন পাবো যা আমাদের এই কাজের খরচ বহনে সহায়তা করবে।
আমাদের লক্ষ্য!
আমাদের লক্ষ্য হচ্ছে “দক্ষ ট্রেডার তৈরি করা” এবং এই বিষয়ে আমরা কতটা সফল সেটা নির্ভর করবে আপনার সফলতার উপর। আপনাদের জন্যই আমাদের সবকিছু! সুতরাং, আপনি যদি আমাদের সহায়তা পেয়ে নিজে ট্রেড শিখতে পারেন কিংবা আপনার ট্রেড করায় আমরা যদি কিছুটাও ভুমিকা রাখতে পারি তাহলে বুঝবো, আমাদের প্রয়াস সফল!
এই পর্যন্ত, ফ্রি ট্রেনিং সেশন করেছেন প্রায় ২৭৫৬ জন ট্রেডার যারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন এবং আমাদের এক্সপার্ট ট্রেডারদের কাছ থেকে শিখেছেন। এছাড়াও, আমরা গত দুই বছরে প্রায় ৩০০ টি ট্রেনিং সেশনের আয়োজন করেছি যেখানে ট্রেডারের উৎসাহ ছিল, চোখে পড়ার মতন। আপনিও যদি আমাদের এক্সপার্ট ট্রেডারদের সাথে ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে অনুগ্রহ করে Appointment সেকশনে রেজিস্ট্রেশন করে নিন। আমাদের ট্রেনিং টীম থেকে আপনাকে মিটিং এর সময় এবং তারিখ জানিয়ে দেয়া হবে।
এছাড়াও যারা দুরত্তের কারণে আমাদের অফিসে এসে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। আপনি দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের এই ট্রেনিং পোর্টালে রেজিস্ট্রেশন করে আমাদের ট্রেনিং কোর্সগুলোতে অংশগ্রহন করতে পারেন। এর জন্য আপনাকে কোনও ধরনের ফি কিংবা চার্জ প্রদান করতে হবে না। এই পর্যন্ত প্রায় ৬০০ নতুন ট্রেডার আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন।
লক্ষ্য করুন, ফরেক্স ট্রেড একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। আপনি এই ঝুঁকি সম্পর্কে না জেনে কখনোই বিনিয়োগ করবেন না। এতে আপনার সম্পূর্ণ বিনিয়োগ হারাতে পারেন। Fx Bangladesh/ Forex Bangladesh /ফরেক্স বাংলাদেশ, কাউকে ট্রেড করার জন্য উৎসাহী করে না। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করছেন তার অর্থ হচ্ছে আপনি এই ঝুঁকি সম্পর্কে বোঝেন এবং জানেন। বিস্তারিত জানতে আমাদের ‘ঝুঁকি সতর্কতা’ ভালো করে পড়ে নিন।
শুভেচ্ছান্তে,
RH Rohan
Founder ll Forex Bangladesh
Email: [email protected]