Affiliate Marketing নিয়ে কাজ করতে চান?

0
468
Affiliate Marketing Bangladesh
Affiliate Marketing

Affiliate Marketing

অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের Affiliate Marketing নিয়ে কাজ করেন কিন্তু নিজস্ব কোনও ওয়েবসাইট কিংবা ব্লগ না থাকার কারনে রেসপন্স ভালো পান না। প্রাথমিক পর্যায়ে শুরু করার কারনে, নিজস্ব Domain কিংবা Hosting ও নিতে পারেন না যার কারনে নিজস্ব কোনও ওয়েবসাইট আর কখনোই করা হয় না।

আমরা এধরনের কিছু Affiliate Marketer দের নিয়ে কাজ করার জন্য বেশ কিছু পদক্ষেপ শুরু করেছি। এর জন্য আপনাকে কোনও ধরনের অর্থ খরচ করার প্রয়োজন পরবে না। আপনি বিনামূল্যে আমাদের থেকে একটি Predesigned Affiliate Website পাবেন যেটি ব্যাবহার করে আপনি Affiliate Marketing এর কাজ চালিয়ে যেতে পারবেন । যেখানে আপনি আপনার Affiliate Marketing সম্পর্কিত বিভিন্ন ধরনের ADS দিতে পারবেন এবং সেটাকে আপনি আপনার মতো করে প্রচারও করতে পারবেন। সেই সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমেইল সার্ভার পাবেন যেখানে সর্বোচ্চ ৫ টি বিজনেস ইমেইল থাকতে পারবে।

এই Predesigned Affiliate Website ব্যাবহার করার জন্য আপনাকে কোনও ধরনের কোডিং জানার প্রয়োজন পরবে না। খুব সহজে আপনি এটি ব্যাবহার করতে পারবেন। আর যদি আপনার এটিকে কোন প্রকার পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাপোর্ট টীম আপনাকে সবসময় সহায়তা করবে।

কি কি থাকবে?

* Affiliate Marketing সম্পর্কে সার্বিক সহযোগিতা
* Fully Responsive Predesigned Affiliate Website
* Web Hosting
* Customize Domain (শর্ত প্রযোজ্য)
* Max 5 Business Email
* Free SSL Certificate for 90 Days
* Website Design and Building Support

বিঃ দ্রঃ পর্নোগ্রাফি, পাইরেটেড কন্টেন্ট, মুভি সার্ভার, রাজনীতি প্রাসঙ্গিক, অনলাইন বেট/জুয়া, বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রার বিনিময়, কোনও নিদিষ্ট ব্যক্তিবিশেষ- এই ধরনের ওয়েবসাইট প্রচার করা যাবে না।

Affiliate Marketing সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
[email protected]


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here