কিভাবে বুঝবেন আপনি বাইনারি নাকি ফরেক্স ট্রেডার?

0
3111
Binary Trader

Binary Trader – আমাদের পরিচিত অনেক ট্রেডারই আছেন যারা ফরেক্স এবং বাইনারি ট্রেড নিয়ে সবসময়ই বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে থাকেন। নিজেরা বুঝতেই পারেন না কোনটি তার জন্য ভালো। কখনও ফরেক্স মার্কেটে ট্রেড করেন আবার কখনও বাইনারি অপশন ট্রেড করেন। সঠিকভাবে নির্ণয় না করার কারনে প্রায়ই বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে থাকেন এবং ফলাফল স্বরূপ হয় লস। তারপরও আবার নতুন করে শুরু করার চেষ্টা করেন এবং আবারও একই ফলাফল।

বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, মরীচিকার পিছনে ছুটতে নেই। কিন্তু আমরা বারবার এটা ভুলে যাই এবং আবার এই মরীচিকার পিছনেই ছুটতে থাকি। লাভের লাভ কিছুই আমাদের হয় না বরং আমরা এর মধ্যে আমাদের কষ্টের অর্থ এবং মূল্যবান সময় দুইটিই নষ্ট করে থাকি, আর ফলাফল স্বরূপ এই ট্রেডের দুনিয়া থেকে বিদায় নেই।

আপনাদেরকে কোনও ধরনের ভয় দেখাতে আমরা চাই না। আমরা শুধু চাই যাতে আপনি সবকিছু আগে থেকে জেনে একজন দক্ষ ট্রেডার হতে পারেন। বাইনারি ট্রেড শুরু করার আগে আপনকে অবশ্যই বুঝতে হবে আপনি এই ট্রেডের জন্য পারফেক্ট কিনা? আজকে আমরা আপনাদের এই বিভ্রান্তি কাটানোর সর্বাত্মক চেষ্টা করবো।

আপনি কোন ধরনের ট্রেডার? বাইনারি নাকি ফরেক্স?

  • মার্কেটের ফাস্ট মুভমেন্ট ,প্রথমে বাইনারি মার্কেটে কিছুদিন প্রাকটিস ট্রেড করে নিন। বাইনারি ট্রেডের মুলমন্ত্র হচ্ছে মার্কেট প্রাইসের ফাস্ট মুভমেন্ট। এখানে ট্রেডাররা বেশিরভাগ 30 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকেন। এর মধ্যে তারা তাদের মার্কেট প্রাইস একশনের আনুমানিক গতিবিধি লক্ষ্য করে ট্রেড কোট করে থাকেন। ওই সময়ের মধ্যে অনুমান সঠিক হলে প্রফিট এবং ভুল হলে লস হয়ে থাকে। কিন্তু ফরেক্স মার্কেটে আপনার এই টেনশন থাকে না। আপনি আপনার মত করে ট্রেড কোট করে আপনার পছন্দ অনুযায়ী ট্রেড রাখতে অথবা ক্লোজ করতে পারেন। সুতরাং, মার্কেট প্রাইসের এই ফাস্ট মুভমেন্ট যদি আপনার জন্য কোনও সমস্যার সৃষ্টি না করে তাহলে আপনি বাইনারি ট্রেড করার জন্য পারফেক্ট।
  • ধৈর্য, একজন ফরেক্স ট্রেডার এর সবচেয়ে বড় গুন হচ্ছে ধৈর্য। যে কোনও ধরনের ট্রেড করতে হলে ধৈর্য আপনার লাগবেই। সাধারণত, ফরেক্স ট্রেডারদের মধ্যে ধৈর্য একটু বেশি থাকে। বাইনারি ট্রেড হচ্ছে একদম কম সময়ের জন্য ট্রেড করা। এখানে ধৈর্যের তেমন একটা দরকার পরে না। আপনি যদি কম সময়ের মধ্যে ট্রেড করে প্রফিট করতে চান তাহলে বাইনারি ট্রেড হচ্ছে আপনার জন্য বেস্ট। এখানে ট্রেডের জন্য আপনি বড়জোর 30 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকবেন কিন্তু ফরেক্স ট্রেডাররা মার্কেট ট্রেন্ড অনুযায়ী ট্রেড ক্লোজ করে থাকেন।
  • ঝুঁকির মানসিকতা, আপনি ফরেক্স ট্রেড করেন আর বাইনারি ট্রেডই করেন দুইটির মধ্যেই অনেক ঝুঁকি রয়েছে কিন্তু এদের এক একটির ঝুঁকির সম্ভাবনা এক এক রকম। ধরুন, আপনি ফরেক্স ট্রেড করার জন্য $100 ইনভেস্ট করলেন এবং কিছু ট্রেড কোট করলেন। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ হচ্ছে আপনার বিনিয়োগকৃত সম্পূর্ণ $100। আপনার যদি স্টপ লস (SL) দেয়া না থাকে তাহলে মার্কেটের কোনও অস্বাভাবিক মুভমেন্টের কারনে আপনার সম্পূর্ণ অর্থই লস হয় যেতে পারে। কিন্তু বাইনারি ট্রেডে এই ধরনের সমস্যা নেই। কারন, এখানে আপনি- $100 ইনভেস্ট করে যদি $5 দিয়ে কোনও ট্রেড কোট করেন তাহলে ওই $5 ই কেবল ঝুঁকির মধ্যে থাকবে। অর্থাৎ আপনার পুরো বেলেন্সের কোনও ক্ষতি হবে না।
    অন্যদিকে ফরেক্সে, যদি কোনও ট্রেড লসেও থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর সেটা আবার প্রফিটেও আসতে পারে। হয়তবা, সময় লাগবে কিন্তু আপনি অনেক সময় পাবেন ওই ট্রেডের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করতে। কিন্তু বাইনারি ট্রেডে এরকম করার কোনও সুযোগ নেই। যার মানে হচ্ছে, আপনি যদি 2 মিনিটের জন্য কোনও ট্রেড দিয়ে থাকেন তাহলে ঠিক 2 মিনিট পরই সেটা ক্লোজ হয়ে যাবে। আপনার প্রফিট হোক কিংবা আপনার লসই হোক।
  • বিনিয়োগকৃত অর্থের পরিমাণ, ফরক্স মার্কেটে ট্রেড করতে তুলনামুলকভাবে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়। কারন, কোনও ট্রেডার কখনই জানেন না মার্কেট মুভমেন্ট কিরকমের হতে পারে যার ফলে কোনও ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টের আগেই সব ট্রেডার তাদের ব্যালেন্স বাড়িয়ে রাখেন যাতে করে স্টপ আউট না হয়ে যায়।
    অন্যদিকে, বাইনারিতে এধরনের অতিরিক্ত অর্থের প্রয়োজন পরে না। আপনি কম অর্থ ইনভেস্ট করেও আস্তে আস্তে বেশি পরিমাণ প্রফিট করতে পারেন। যদি আপনার মার্কেটে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কম হয় তাহলে বাইনারি ট্রেড আপনার জন্য ভালো হতে পারে।
  • মার্কেট বিশ্লেষণ, বাইনারি ট্রেড করার জন্য আপনাকে মার্কেট বিশ্লেষণ করতে বেশি সময় খরচ করতে হয় না। আপনি যদি একটু ভালো করে মার্কেট ট্রেন্ড বুঝতে পারেন এবং বিভিন্ন ইন্ডিকেটর সঠিকভাবে ব্যাবহার করা শিখতে পারেন তাহলে বাইনারি ট্রেড আপনার জন্য বেস্ট।
    অন্যদিকে, ফরক্স ট্রেডার হতে হলে আপনাকে মার্কেট বিশ্লেষণ খুব ভালো করে করতে হবে। আপনি যদি ভালো করে মার্কেট বিশ্লেষণ করতে না পারেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য সর্বনাশের কারন হয়ে দাড়াতে পারে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here