FXBangladesh.com – গত সপ্তাহে মেজর কারেন্সি পেয়ার AUDUSD চার্টে বিদ্যমান লংটার্ম ট্রেন্ডলাইন লেভেল ব্রেকআউট করতে সক্ষম হয় এবং এই সপ্তাহের শুরুতে কিছুটা নিচের থেকে নেমে শুরু হয় যা আপনাদের ব্রেকআউট হিসাবে একটি পারফেক্ট এন্ট্রি গ্রহন করতে সহায়তা করে থাকে। বিদ্দমান মার্কেট এর অবস্থান অনুযায়ী আমরা ধরে নিতে পারি, প্রাইস বর্তমানে আপট্রেন্ডে অবস্থান করছে এবং আরও উপরের দিকে মুভ করার সম্ভাবনাও অনেকবেশী। এখন চলুন চার্টে এই কারেন্সি পেয়ারটি অবস্থান দেখে নেয়া যাক –
উপরের চার্টটি AUDUSD কারেন্সি পেয়ারের Daily টাইমফ্রেম এর একটি চার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি, কারেন্সি পেয়ারটি একটি নিম্নমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস চার্টের বিদ্দমান ঊর্ধ্বমুখী চ্যানেল এর রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং আমাদের প্রত্যাশিত প্রফিট টার্গেট লেভেলকেও সফলভাবে স্পর্শ করেছে। যারা আমাদের পূর্বের প্রকাশিত এনালাইসিস অনুযায়ী এন্ট্রি গ্রহন করেছিলেন তারা বেশকিছু পিপ্স এর প্রফিট পেয়েছেন।
চার্টে বিদ্যমান এই ডাউনট্রেন্ড এর যাত্রা শুরু হয় জুন – ২০১৮ থেকে এরপর থেকে প্রাইস ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে যাচ্ছে যা আমদের একটি ডাউনট্রেন্ড এর নির্দেশনা দেয়। সবসেশ, এই বছরের ডিসেম্বরে প্রাইস বিদ্যমান ট্রেন্ডলাইন এর লেভেলকে ব্রেকআউট করতে সক্ষম হয়। অর্থাৎ এই ট্রেন্ডলাইন এর মেয়াদ প্রায় ১৮ মাসেরও বেশী। আমাদের পসিবল টার্গেট হচ্ছে 0.7200 এর কাছাকাছি এবং এরপর আরও উপরে। সুতরাং এই পেয়ারটিতে এখন ট্রেড করতে লংটার্ম ট্রেডিং প্ল্যান এর প্রয়োজন।
বিদ্যমান মার্কেট ট্রেন্ড অনুযায়ী, প্রাইস একটি পসিবল ঊর্ধ্বমুখী চ্যানেল এর তৈরি করেছে এবং প্রাইস ইতিমধ্যেই সেই চ্যানেল এর উপরের রেঞ্জ অর্থাৎ রেসিস্টেন্স লেভেল স্পর্শ করে কিছূটা নিচের দিকে নেমে এসেছে। এবং আমাদের প্রত্যাশিত প্রফিট টার্গেট লেভেলও স্পর্শ করতে সক্ষম হয়েছে। যারা সেল এন্ট্রি গ্রহন করেছিলেন আশা করছি সেটিকে ক্লোজ করে ফেলেছেন। বিদ্যমান অবস্থানে, আমরা বাউন্স ট্রেডিং কৌশল অনুসারে BUY এন্ট্রি গ্রহন করতে পারি যেখানে আমাদের পসিবল প্রফিট টার্গেট থাকবে চ্যানেল রেঞ্জ এর রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- বিদ্যমান SELL পজিশন ক্লোজ করে দেয়াই হবে উত্তম।
- নতুন করে কোনও BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। পসিবল এন্ট্রি পজিশন হচ্ছে 0.6811-30 এর কাছাকাছি।
- নতুন করে এখনই কোনও SELL এন্ট্রি গ্রহন না করাই ভালো। যদি প্রাইস এই চ্যানেল রেঞ্জ ব্রেক করতে সক্ষম হয় তাহলেই কেবল নতুন করে সেল এন্ট্রি গ্রহন করা যেতে পারে। তবে এর জন্য অবশ্যই প্রাইসকে 0.6800 এর নিচে অবস্থান বাধ্যতামূলক।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা
It is for every new comer on Forex we need all present news like this
Thanks
Thanks for your appreciation.
We are working on it.