AUD/USD টেকনিক্যাল এনালাইসিস – ১৪ এপ্রিল, ২০২০

2
181
AUDUSD Technical Analysis for 14th April, 2020

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার AUD/USD এর নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায় যেখানে কারন হিসাবে ধরা হচ্ছে বৈশ্বিক মহামারি “Covid 19” এর সংক্রমণ। বিগত মাস অর্থাৎ, ফেব্রুয়ারি এর শেষ এর দিকে এসে  কারেন্সি পেয়ারটির নিচে নামার প্রবনতা কিছুটা ব্রিদ্ধিপায় এবং সেটি বিগত ২২ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ 0.5486 লেভেলকে স্পর্শ করে। এখন পর্যন্ত বড় বড় সকল টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটির বর্তমান অবস্থান হচ্ছে নিম্নমুখী। এখন চলুন চার্টে এই কারেন্সি পেয়ারটি অবস্থান দেখে নেয়া যাক –

AUDUSD Technical Analysis for 14th April, 2020 -Price is in the Ascending Channel

উপরের চার্টটি AUD/USD কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেম এর। মার্চ এর ২১ তারিখ থেকে কারেন্সি পেয়ারটি একটি নির্দিষ্ট ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যে অবস্থান করছিল এবং এখন পর্যন্ত সেই চ্যানেল বিদ্যমান রয়েছে। তবে এরই মধ্যে এপ্রিল এর শুরুর দিকে এসে, কারেন্সি পেয়ারটি আমাদের পূর্ব প্রকাশিত এনালাইসিস অনুসারে চার্টে প্রদত্ত রেসিস্টেন্স লেভেল (কালো রঙ এর জোন) ব্রেকআউট করতে সক্ষম হয় এবং আমাদের পসিবল প্রফিট টার্গেট লেভেল এর দিকেও অগ্রসর হচ্ছে।

বিদ্যমান মার্কেট অনুসারে, আমাদের পসিবল টার্গেট লেভেল হচ্ছেম চার্টে প্রদত্ত নীল রঙের জোন তবে এখানে বলে রাখা ভালো, প্রাইস কিছুটা নিচের দিকে নেমে আসতে পারে। সুতরাং, যাদের প্রফিট আছে সেগুলোকে স্টপলস এর মাধ্যমে সেট করে নেয়ার পরামর্শ থাকছে।

যদি প্রাইস কোনওভাবে চার্টে প্রদত্ত হলুদ লাইনকে ব্রেকআউট করতে সক্ষম হয়, তাহলে ধরে নিতে হবে বিদ্যমান প্রাইস এর ঊর্ধ্বমুখী প্রবণতা পরিবর্তিত হবার সম্ভাবনা থাকবে। যেখানে, নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এখনই নতুন করে কোনও SELL/BUY পজিশন না নেয়ার পরামর্শ দিচ্ছি।
  • যারা ব্রেকআউট হিসাবে BUY এন্ট্রি গ্রহন করেছেন অনুগ্রহ করে সেটিকে ধরে রাখুন এবং প্রফিট টার্গেট লেভেল 0.6450-65 কাছাকাছি।
  • যদি প্রাইস কোনওভাবে 0.6330 এর নিচে ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান বাই এন্ট্রির প্রফিট গ্রহন করে ফেলার পরামর্শ থাকছে।
  • নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে এর জন্য প্রাইস এর অবস্থান হতে হবে 0.6330 এর নিচে।

Covid19 সতর্কতা 

ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্টি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখা যেতে পারে। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

2 কমেন্ট

  1. is fx trade legal? how can one withdraw or deposit money ? Is there any house in Bangladesh, who is responsible to do this. What’s the central bank law for this trade?

    • Thanks for your Comment.
      Till now, we do not have any terms or regulations for forex trading from our Govt. / Central Bank. So, in short we do not have any restrictions for forex trading but there is restrictions for unauthorized foreign currency exchanges. For details, please refer to our “Risk Warning” article. Act and details can be found here – http://fxbd.co/risk

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here