AUDUSD সাপ্তাহিক এনালাইসিস, ৬-১০ এপ্রিল

0
164

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার AUDUSD এর নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায় যেখানে কারন হিসাবে ধরা হচ্ছে বৈশ্বিক মহামারি “Covid 19” এর সংক্রমণ। বিগত মাস অর্থাৎ, ফেব্রুয়ারি এর শেষ এর দিকে এসে  কারেন্সি পেয়ারটির নিচে নামার প্রবনতা কিছুটা ব্রিদ্ধিপায় এবং সেটি বিগত ২২ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ 0.5486 লেভেলকে স্পর্শ করে। এখন পর্যন্ত বড় বড় সকল টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটির বর্তমান অবস্থান হচ্ছে নিম্নমুখী।

এই বছরের শুরুর দিকে কারেন্সি পেয়ারটির অবস্থান ছিল 0.6996 এর কাছাকাছি এবং গত ৩ মাসের মধ্যে কারেন্সি পেয়ারটি দর-হারিয়েছে প্রায় ১৫০০ পিপ্স। মুলত ভাইরাস সংক্রমণ এর কারনে ইউজোট ভুক্ত দেশগুলো খারাপ অবস্থা এবং বিশ্বব্যপি মন্দা এর কারনে দায়ি এই বড় আকারের দরপতন এর জন্য। এখন চলুন চার্টে এই কারেন্সি পেয়ারটি অবস্থান দেখে নেয়া যাক –

AUDUSD Weekly Technical Analysis April 6 - 10

উপরের চার্টটি AUDUSD কারেন্সি পেয়ারের Daily টাইমফ্রেম এর একটি চার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি,  যেখানে কারেন্সি পেয়ারটি তার নিম্নমুখী প্রবনতা ধরে রেখেছে। এই বছরের মার্চ মাসের শুরতেই প্রাইস সর্বনিম্ন লেভেল 0.5500 স্পর্শ করে যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এরপর প্রাইস ৭০০ পিপ্স উপরের দিকে উঠে আসে যার মধ্যে সর্বাধিক লেভেল ছিল 0.6213 এর কাছাকাছি।

এপ্রিল মাসের শুরতেই প্রাইস পুনরায় নিচের দিকে কিছূটা নেমে আসে এবং এখন পর্যন্ত সেই ধারা বিদ্যমান। এমতাবস্থায়, আমরা চাইলে ফিবনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করে প্রাইস এর পরবর্তী গন্তব্যস্থল সম্পর্কে কিছূটা ধারনা করতে পারি। ইতিমধ্যেই প্রাইস, Retracement level-61.8% থেকে পুনরায় নিচের দিকে নেমে আসছে।

বিদ্যমান এই মার্কেট এর অবস্থান অনুসারে, প্রাইস এর পরবর্তী গন্তব্য স্থল হচ্ছে পূর্বের লো লেভেল অর্থাৎ 0.5500 এর কাছাকাছি। যদি প্রাইস কোনওভাবে এই লেভেল ব্রেক করতে পারে তাহলে পরবর্তী গন্তব্যস্থল হতে পারে 0.4600 এর কাছাকাছি।

অন্যদিকে, যদি কোনওভাবে প্রাইস পূর্বের হাই লেভেল= 0.6200 এর উপরে অবস্থান করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে হবে, কারেন্সি পেয়ারটি বিদ্যমান ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডের দিকে অগ্রসর হতে পারে।

ট্রেডিং পরামর্শ –

  • Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে কোনও BUY পজিশন না নেয়াই উত্তম।
  • নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে অবশ্যই স্টপলস ব্যবহার করতে হবে।
  • SELL এন্ট্রির জন্য প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 0.5840-0.5800 এর কাছাকাছি। এবং পরবর্তীতে 0.5500 লেভেল।
  • স্টপলস এর ব্যবহার বাধ্যতামূলক। 0.6200 প্রাইস এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং অবস্থান।
  • পরবর্তী কয়েকদিন এর জন্য এই এনালাইসিস সক্রিয় থাকবে।

Covid19 সতর্কতা 

ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্টি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখা যেতে পারে। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here