ট্রেডিং এর লস এড়ানোর কিছু পরামর্শ

0
4012
Avoid Trading Loss

আমরা ফরেক্স নিয়ে যখন কাজ শুরু করি সেই থেকে অনেক ট্রেডার বিভিন্ন ধরনের সহায়তার জন্য আমাদের কাছে এসেছেন, আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং আমাদের এক্সপার্ট ট্রেডারদের সাথে নিজ নিজ ট্রেডিং সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনাও করেছেন।

বেশীরভাগই অনেকদিন ধরে ট্রেড করছেন এবং প্রতিনিয়তই লস খেয়ে যাচ্ছেন। একটি বিষয় আমাদের অবাক করে, এই ট্রেডারদের মধ্যে ট্রেড শিখার কোনও ধরনে আগ্রহ আমরা দেখতে পাইনি। সবারই একই প্রশ্ন “ভাই প্রফিট করতে হলে কি করতে হবে? কি কি ইন্ডিকেটর ব্যবহার করবো? আপনারা ট্রেডিং সিগন্যাল কেনও দেন না! ইত্যাদি ইত্যাদি!

এবার আমাদের আলোচনায় ফিরে আসি! একটি সহজ প্রশ্ন করছি আপনাদের – ফরেক্স ট্রেডিংকে আপনার কি মনে হয়?

  1. টাকা ছাপানোর মেশিন
  2. জুয়া খেলার জায়গা
  3. শর্টকাটে বড়লোক হবার মাধ্যম

উত্তরটি আপনার কাছ থেকেই আশা করছি! যদি উপরের তিনটির কোনও একটিকে চিন্তা করে আপনি ফরেক্স ট্রেড শুরু করেন তাহলে দেউলিয়া হওয়া ছাড়া আর কোনও উপায় পথ খোলা থাকবে না। গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, বিনিয়োগ যাই করবেন সম্পূর্ণটাই লসে পরিনত হবে।

আপনাদের ফরেক্স ট্রেড শিখার আগ্রহ দেখে আমরা সত্যিই মুগ্ধ কিন্তু আপনাদের ট্রেডিং সম্পর্কে জ্ঞান এর অভাব দেখে আমাদের হতে হয় হতভম্ব! আপনাদের অনুরোধ করছি, না জেনে না বুঝে ফরেক্স ট্রেড আর করবেন না কিংবা করার আগ্রহও নিজের মধ্যে আনবেন না।

যারা ট্রেডে প্রতিনিয়ত লস করে যাচ্ছেন তাদের উদ্দেশেই আমাদের আজকের আর্টিকেল Avoid Trading Loss । বেশীরভাগ ট্রেডারই প্রধান কিছু কারণে লস করে থাকেন। এই কারণগুলো যদি আপনারা জানতে এবং বুঝতে পারেন তাহলে নিশ্চিত হয়ে বলতে পারি “লস হবার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে”। চলুন শরু করি তাহলে।

Trading Environment

পর্যাপ্ত জ্ঞান এর অভাব

শুরু থেকেই আমরা এই বিষয়ে আপনাদের বলে আসছি। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে জানতে কিংবা বুঝতে হবে প্রথমে, ট্রেড করবেন পরে। আমাদের এই পর্যন্ত প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় ৭০% ট্রেডারই জানেন না ট্রেড সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি –

আমাদের ট্রেনিং সেশনে একজন ট্রেডার এসেছিলেন (তার প্রকাশ না করায় দুঃখিত) কিছু সমস্যা নিয়ে। উনি প্রায় দুই বছর ধরে নিয়মিত ফরেক্স ট্রেড (রিয়েল) করছেন কিন্তু ভালো করে প্রফিট করতে পারছেন না। একাধিক এন্ট্রি গ্রহন করার পর, লস এর রেশিও থাকে অনেক বেশী। উনার সাথে কথা বলার পর জানতে পারি, গত ২ বছরে প্রায় ৪০০০ হাজার ডলার (প্রায় ৩,৪০,০০০ টাকা) লস করেছেন কিন্তু তারপরও উনি হাল ছাড়েন নি এবং ট্রেড করেই যাচ্ছেন এবং লসও সমান তালে চলছে!

এক পর্যায়ে তার সাথে কিছু বিষয়ে আলোচনা করার পর, আমরা বুঝতে পারি- তিনি আসলে কিছুই জানেন না ফরেক্স সম্পর্কে। এক পর্যায়ে তার সাথে আমাদের Fibonacci টুল নিয়ে কথা হয়। উনি বলেন, “নাম শুনেছি কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না”। কিছু বুঝলেন? একজন ট্রেডার এই টুল ব্যবহার করা ছাড়া কিভাবে ট্রেড করে, সেই বিষয়ে চিন্তা করলে মনে হয় উনিই পৃথিবীর অষ্টম আশ্চর্য! তাহলে বুঝুন, এই ধরনের ব্যাক্তি ট্রেড করে প্রফিট করবেন কি করে?

শুধুমাত্র এই বিষয়ে জ্ঞান রাখার কথা আমরা বলছি না। সফলতার সাথে ফরেক্স ট্রেডিং করতে হলে, এর সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয় আপনাকে গুরুত্ব সহকারে জানতে হবে। তা না হলে, লসই হবে আপনার অন্তিম জায়গা।

আপনাদের মধ্যে যারা যারা Fibonacci নিয়ে এখনও জানেন না কিংবা বোঝেন না তার অবশ্যই রিয়েল ট্রেডে এন্ট্রি নেয়ার আগে এই টুল সম্পর্কে ভালো করে জেনে নিবেন। এই টুল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের “Fibonacci কোর্সে” । এখানে এই টুল এর, ট্রেডে বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলচনা করা হয়েছে।

আপনি যদি দিন পর্যন্ত ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিষয়গুলো না জানবেন, ততদিন পর্যন্ত কোনও ভাবেই রিয়েল ট্রেড শুরু করবেন না।

সিগন্যাল এর পিছনে দৌড়ানো

প্রতিদিন আমাদের সাপোর্ট নাম্বারে যারা ফরেক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান তাদের প্রায় ১০ ভাগই পশ্ন করেন, আমরা কি কোনও সিগন্যাল দেই কিনা? আমরা সিগন্যাল বিক্রয় করি কিনা? কোথায় গেলে ভালো সিগন্যাল পাওয়া যাবে? ইত্যাদি ইত্যাদি. . . . . . . .

আমাদের কোনও এক্সপার্ট ট্রেডার কিংবা ফরেক্স বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত কোনও ট্রেডার কোনও ধরনের সিগন্যাল নিয়ে ট্রেড করে না এবং আমরা কখনোই কাউকে সিগন্যাল এর মাধ্যমে ট্রেড করতে উৎসাহী করি না! আমাদের এধরনের কোনও সেবাও নেই। 

সিগন্যাল এর মাধ্যমে যারা ট্রেড করেন তাদের উদ্দেশ্য করে বলছি – আপনার পরিচিত এমন কোনও ব্যাক্তি কি আছেন, যিনি এই সিগন্যাল এর ভিত্তিতে ট্রেড করে সফল হয়েছেন? থাকার কথাও নয়। আমাদের নিজেদের ট্রেডিং অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যতদিন পর্যন্ত নিজে এনালাইসিস শিখতে না পারবেন এবং এই সিগন্যাল এর পিছনে দৌড়ানো শেষ না করবেন, ততদিন পর্যন্ত প্রফিট হবে মরীচিকার মতন।

ইন্ডিকেটর এর উপরে নির্ভরশীলতা কমানো

ট্রেডিং এর জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এর ব্যবহার এর প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। ট্রেড করতে হলে এগুলোর কাজ করার ধরণ এবং ব্যবহার সম্পর্কে ভালো করে জানতে হবে কিন্তু সমস্যা হচ্ছে, আমরা প্রায়ই ভুলে যাই “এন্ট্রি নেয়ার জন্য ইন্ডিকেটর, ইন্ডিকেটর এর জন্য এন্ট্রি নেয়া না” ।

এক ধরনের ট্রেডার আছেন, যারা সবসময়ই বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এর উপর সরাসরি নির্ভর করে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন। মার্কেট ট্রেন্ড কি অবস্থায় আছে কি না আছে সেটা দেখারও প্রয়োজন মনে করেন না!

ইন্ডিকেটর এর উপর থেকে এই ধরনের নির্ভরশীলতা কমাতে না পারলে, আপনি কখনোই একজন দক্ষ ট্রেডার হতে পারবেন না। একটি বিষয় মনে রাখবেন, প্রতিটি ইন্ডিকেটরই কোনও না কোনও ট্রেডার দ্বারা তৈরি। আপনি নিজে যদি এই MQL প্রোগ্রামিং জানেন, তাহলে নিজেই নিজের মতন করে ইন্ডিকেটর তৈরি করে নিতে পারবেন। ইন্ডিকেটর কখনোই সঠিক এন্ট্রি কিংবা প্রফিট টার্গেট সেট করে দিতে পারবে না কিন্তু দুঃখের কথা হচ্ছে, আমরা প্রায়ই এই বিষয়টি ভুলে গিয়ে এর উপর নির্ভর করে ট্রেড করতে থাকি।

এক এক ধরনের ইন্ডিকেটর, এক এক ধরনের মার্কেট অবস্থান এর জন্য কাজ করে থাকে। যেমন- Test ম্যাচে খেলোয়াড়রা যেই কৌশল অবলম্বন করে খেলেন, T20 ম্যাচ এও কি একই কৌশল ব্যবহার করেন? অবশ্যই না! তাহলে আপনি কেন একটি ইন্ডিকেটরকে বিভিন্ন অবস্থার মার্কেটে ব্যবহার করার চেষ্টা করেছেন?

“Forex Trading is subject to market risk!
ফরেক্স ট্রেডিং, ঝুঁকিপূর্ণ”

ইন্ডিকেটর যদি এতটাই সঠিক কাজ করতো তাহলে কখনোই কোনও ব্রোকার, তাদের ওয়েবসাইটের নিচে ঝুঁকি সতর্কতা মূলক নোটিস প্রদান করতো না। একটি কথা মনে রাখবেন, ইন্ডিকেটর সবসময় আপনার নিজের কৌশল এর সাথে যুক্ত হয়ে একটি এন্ট্রি নিয়ে সহায়তা করবে। আবার বলছি, শুধুমাত্র আপনার “সহায়ক” হিসাবে কাজ করবে। আর কিছু না। একটু চিন্তা করে দেখবেন, আপনি যেই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করছেন, সেই একই ইন্ডিকেটরই কিন্তু লাখ লাখ ট্রেডারও ব্যবহার করছেন। তাহলে আপনি লস করছেন এবং অন্যজন প্রফিট কিভাবে করছে? বিভিন্ন ধরনের ইন্ডিকেটর কিভাবে কাজ করে এবং এক এক মার্কেট অবস্থার জন্য কিভাবে ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয় সে বিষয়ে জানতে আমদের “Indicator কোর্সে” দেখুন।

ট্রেডের পরেই আবার ট্রেড দেয়া!

আমরা সবচেয়ে বেশী এই সমস্যায় ভুগে থাকি, এর প্রধান কারণ হচ্ছে, অতিরিক্ত ট্রেড করতে করতে এক সময়, আমরা হয়ে যাই অনেকটা “নেশাগ্রস্থ” ব্যক্তির মতন। তখন ট্রেড না করলে আর ভালো লাগে না যার ফলে, মার্কেট ভালো করে এনালাইসিস না করেই এন্ট্রি নিয়ে বসি এবং যার ফলাফল হয় ভয়াবহ।

ধরুন আপনি EUR/USD কারেন্সি পেয়ারে বাই এন্ট্রি য়ে আছেন এবং মার্কেট ট্রেন্ডও বাই/Buy পজিশনে আছে। সুতরাং, আপনার প্রফিট! এখন একটি নির্ধারিত পজিশনে এসেতো আপনাকে অবশ্যই এই বাই এন্ট্রি ক্লোজ করতে হবে! ধরুন, আপনি প্রফিটে এন্ট্রি ক্লোজ করে ফেললেন এবং দেখলেন এই কারেন্সি পেয়ার আগের থেকে অনেক বেশী উপরে উঠে এসেছে! অর্থাৎ, চিন্তা করলেন, এবার একটি সেল/Sell এন্ট্রি নিয়ে প্রফিট করা যাক।

একটু ভালো করে বুঝে দেখুন, কি করলেন আপনি? ট্রেডের পরেই আবার ট্রেডে এন্ট্রি নিয়েছেন অথচ মার্কেট প্রাইস কিন্তু তার ট্রেন্ড পরিবর্তন করে নি? সে আরও বেশী বাই পজিশনে উঠতে থাকে এবং আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে একাউন্ট স্টপ-আউট হতেও সময় লাগবে না।

ফরেক্স ট্রেড এর একটি বহু প্রচলিত সুত্র রয়েছে যা আমরা সবাই ভুলে যাই-

Trend is your friend

আপনি একটি ট্রেডের এন্ট্রি শেষ করেছেন সুতরাং, আপনাকে অবশ্যই পরবর্তী এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে। আপনার মধ্যে যদি এই ধৈর্য নামক বস্তুটি না থাকে তাহলে ট্রেডে সফল হওয়া আপনার কোনদিনই হয়ে উঠবে না।

Trend is Missed !

আর যদি কোনও ট্রেন্ড এর এন্ট্রি মিস করে ফেলেন তাহলে অযথা কখনোই তার পিছনে ছুটবেন না! ভাই, বাস এর পিছনে যদি ছুটতে থাকেন তাহলে এক্সিডেন্ট ছাড়া আরও কোনও কিছুই কপালে জুটবে না।

ফরেক্স মার্কেটও ঠিক একই রকমের। যদি কখনো কোনও এন্ট্রি পজিশন মিস করে ফেলেন তাহলে অনুগ্রহ করে পরবর্তী পজিশনের জন্য অপেক্ষা করুন। মার্কেট, আপনাকে অবশ্যই ভালো এন্ট্রি পজিশন আবার প্রদান করবে। লস করার থেকে কমপক্ষে জোড় করে এন্ট্রি না নেয়াই, আমাদের মতে বুদ্ধিমানের কাজ।

স্কাল্পিং কিংবা ছোট সময়রে ট্রেড

নতুনদের মধ্যে প্রায়ই একটি প্রবনতা লক্ষ্য করা যায়। এরা বেশীরভাগ সময়েই স্কাল্পিং করতে পছন্দ করেন কিন্তু স্কাল্পিং ট্রেড করার যে শর্তগুলো আছে সেগুলো তারা মেনে চলেন না যার ফলে হয়ে যায় লস। স্কাল্পিং। সবার জন্য না এবং সঠিকভাবে স্কাল্পিং না করতে পারলে আপনার লস এর পরিমাণও হয়ে উঠবে ভয়াবহ!

স্কাল্পিং মুলত ছোট সময়ের ট্রেড। যেহেতু এই ধরনের ট্রেড অল্প সময়ের জন্য করা হয়ে থাকে সেক্ষেত্রে ট্রেডারকে অবশ্যই কৌশলী হতে হবে। সেই সাথে ট্রেডার হিসাবে আপনাকেও বুঝতে হবে, “স্কাল্পিং ট্রেড আপনার জন্য কি না!” বিষয়টি যদি সহজে আপনাদের বোঝাতে চাই তাহলে বলতে হবে, সবাই কি ডাক্তার হতে পারে কিন্তু ভালো সার্জন হতে পারে কয়জন? আশা করি বুঝতে পেরেছেন।

একজন ভালো স্কাল্পার হতে হলে, আপনাকে মার্কেট এর পিছনে প্রচুর পরিমাণ সময় এবং খুব সূক্ষ্ম এনালাইসিস করার ক্ষমতা রাখতে হবে এবং এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে, আপনি স্কাল্পিং ট্রেডিং এর জন্য পারফেক্ট কিনা সে বিষয়টি বুঝতে পারা। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের “ট্রেডারের প্রকারভেধ” এই আর্টিকেলটি পড়ুন।

যারা নতুন অবস্থায় ট্রেড করছেন কিংবা রিয়েল ট্রেড করার অভিজ্ঞতা কম তাদের আমরা অনুরোধ করবো এই স্কাল্পিং কিংবা ছোট সময়ের ট্রেড থেকে দূরে থাকার জন্য। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, স্কাল্পিং ট্রেড শুধুমাত্র অভিজ্ঞ ট্রেডারদের জন্য, নতুনদের জন্য নয়!

একাধিক কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা

প্রতিটি ব্রোকারই আপনাদের একাধিক কারেন্সি পেয়ারে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে এবং আমরাও না বুঝে কিংবা জেনে ৪/৫ টা কারেন্সি পেয়ার একসাথে নিয়ে ট্রেড করার শুরু করে দেই। এক পর্যায়ে দেখা যায় যখন সবগুলো কারেন্সি পেয়ার লস এর দিকে যেতে থাকে, তখন আর একাউন্ট টিকে না। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী শতকরা ৪০ ভাগ ট্রেডারই বুঝে কিংবা না বুঝে একাধিক কারেন্সি পেয়ারে এক সাথে ট্রেড করে থাকেন এবং যখন মার্কেট প্রাইস আপনার বিপরীতে যাওয়া শুরু করে তখন একাউন্ট স্টপ-আউট হয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায়ই থাকে না। Trading with Multiple Currency

আপনারা শুলে হয়তোবা অবাক হবেন, যারা প্রফেশন হিসাবে কিংবা এক্সপার্ট ট্রেডার আছেন তারাও একটির বেশী কিংবা সর্বোচ্চ দুইটি কারেন্সি পেয়ার ছাড়া ট্রেড করেন না! অভিজ্ঞ ট্রেডারই যখন একাধিক কারেন্সি পেয়ারে ট্রেড করেন না, তখন আপনি কেন করবেন? এক একজন ডাক্তারও কিন্তু একটি নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন, তিনি কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হতে পারেন না। এটাই স্বাভাবিক।

নতুনদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, শুধুমাত্র যেকোনো একটি কারেন্সি পেয়ারই অনুসরন করবেন এবং সবসময় এই একটি কারেন্সি পেয়ারই এনালাইসিস করে এন্ট্রি গ্রহন করবেন। সেদিক থেকে সবচেয়ে আদর্শ হচ্ছে EUR/USD কারেন্সি পেয়ার। আপনি যদি শুধুমাত্র, এই পেয়ারে ট্রেড করে অভিজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্স মার্কেটের অন্যান্য কারেন্সি পেয়ার বুঝতে কঠিন কিছু হবে না।

লিভারেজ এবং মার্জিন ট্রেডিং

শতকরা ৮০ ভাগ ট্রেডারই এই বিষয়টি সম্পর্কে জানেন না কিংবা বোঝেন না। সহজ কোথায় লিভারেজ এর হচ্ছে, অল্প পরিমাণ টাকা এর মাধ্যমে অনেক বড় কোনও লট/ভলিউম এর ট্রেড করাকে বোঝায়। বিষয়টি হচ্ছে-

ধরুন, আপনার ব্যালেন্স হচ্ছে $50 কিন্তু আপনি অতিরিক্ত লিভারেজ গ্রহন করে 1 লট/ভলিউম সমপরিমাণ ট্রেডে এন্ট্রি যখন নিবেন তখন সেটিকে বলা হয় মার্জিন ট্রেডিং। এই বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ এবং সকল ধরনের ট্রেডার এর জন্য এটি নয়। এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন হলে আমাদের “মার্জিন ট্রেডিং” কোর্সটিতে মনোযোগ সহকারে অংশ নিতে পারেন।

কখনোই প্রয়জনের বেশী লিভারেজ গ্রহন করে ট্রেড করতে যাবেন না। প্রায় সকল ব্রোকারই তাদের গ্রাহকদের সরবচ্চ পরিমাণ লিভারেজে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে। প্রাথমিক অবস্থায়, মার্জিন ট্রেড আপনার কাছে অনেক সুবিধা বলে মনে হবে কারণ আপনি ছোট ব্যালেন্স এর মাধ্যমে বড় লট এর ট্রেড করার সুবিধা পাচ্ছেন। সবারই ভালো লাগার কথা কিন্তু আসলে এটি একটি ফাঁদ

এই বিষয়ে ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছি তাই এখানে আর বিস্তারিত লিখলাম নাহ। অতিরিক্ত মার্জিন ট্রেডিং এর কারণে আপনার বিনিয়োগ সম্পূর্ণভাবে হারাতে পারেন। সুতরাং, যতদিন পর্যন্ত নিজে অভিজ্ঞ হতে না পারছেন ততদিন পর্যন্ত মার্জিন ভিত্তিক ট্রেড করার থেকে বিরত থাকুন। নতুনদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, 1:200 লিভারেজ এর উপরে ট্রেডে এন্ট্রি না নেয়া। লিভারেজ হিসাবে এই পরিমাণটি, স্ট্যান্ডার্ড।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here