fxbangladesh.com – গত বেশ কয়েক মাস ধরে EUR/USD কারেন্সি পেয়ার ডাউনট্রেন্ড ধরে রেখেছে এবং এখন পর্যন্ত মার্কেট ডাউনট্রেন্ড এই বিদ্যমান রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরেই মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে ঘোরাঘুরি করছে। চলুন একটি চার্ট ভাল করে লক্ষ্য করা যাক –
H4 টাইমফ্রেম অনুযায়ী EUR/USD পেয়ার ক্রমাগত লোয়ার হাই (lower High) এবং হাইয়ার লো (higher low) তৈরি করে চলেছে যা Symmetrical চার্ট প্যাটার্ন নির্দেশ করে। যার অর্থ হচ্ছে, প্রাইস খুব শীঘ্রই এই রেঞ্জ থেকে ব্রেকআউট করবে। আমাদের পরামর্শ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত $1.1314 থেকে $1.1414 এর মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন। প্রাইস যেদিকেই ব্রেকআউট করবে, আমাদের এন্ট্রিও হবে ঠিক সেদিকেই।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম, প্রাইস ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- যেদিকে বেকআউট হবে ঠিক সেদিকেই এন্ট্রি গ্রহন করবেন।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।